ঢাকার টিকাটুলিতে মামুন প্লাজা নামক একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মামুন প্লাজার তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিট। সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কিছু জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
রাজধানীতে ভয়াবহ যত অগ্নিকাণ্ড—
বসুন্ধরা সিটি (২০০৯ ও ২০১৬)
২০০৯ সালের ১৩ মার্চ বসুন্ধরা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়। এরপর ২০১৬ সালে আবারও সেখানে আগুন লাগে। দুটি ঘটনাই রাজধানীবাসীকে তীব্রভাবে নাড়িয়ে দেয়।
নিমতলী ট্র্যাজেডি (২০১০)
পুরান ঢাকার নিমতলীতে ৩ জুন রাতে কেমিক্যাল গুদামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ১২৪ জনের প্রাণহানি ঘটে। আহত হন অর্ধশতাধিক। একটি বিয়ের আয়োজন চলাকালে রান্নাঘরের পাশে থাকা দাহ্য রাসায়নিকের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা ভয়াবহ বিপর্যয়ে রূপ নেয়।
চকবাজার চুড়িহাট্টা ট্র্যাজেডি (২০১৯)
২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনে আগুন লাগে। একাধিক বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে যানজটে আটকে থাকা যানবাহনে। ঘটনাস্থলেই প্রাণ হারান ৬৭ জন, পরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭১-এ।
এফআর টাওয়ার ট্র্যাজেডি, বনানী (২০১৯)
২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুনে ২৬ জনের মৃত্যু হয়, আহত হন প্রায় ৭০ জন। ভবনের ভেতরে আটকে পড়া অনেকে জানালা ভেঙে রশি বেয়ে নামতে গিয়ে মারা যান। ভবনের অনুমোদন ও অগ্নিনিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠে, কিন্তু পরে সরকারি উদ্যোগ থেমে যায়। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রকাশ বা অভিযান আর হয়নি।
মগবাজার বিস্ফোরণ (২০২১)
৭ জুন ‘রাখি নীড়’ ভবনে বিস্ফোরণে ১২ জন মারা যান এবং আহত হন ২০০ জনের বেশি। বিকট শব্দে বিস্ফোরণ পুরো এলাকা কাঁপিয়ে তোলে।
বস্তি অগ্নিকাণ্ড (২০১৬–২০১৮)
রাজধানীর বিভিন্ন বস্তিতে একের পর এক অগ্নিকাণ্ড ঘটে। ২০১৭ সালের ১৫ মার্চ কড়াইল বস্তিতে, ২০১৬ সালের ৫ অক্টোবর হাজারীবাগ বউবাজার বস্তিতে এবং ২০১৮ সালের ১৯ নভেম্বর আবার কড়াইলে আগুন লাগে। সবচেয়ে ভয়াবহ ছিল পল্লবীর ইলিয়াস আলী মোল্লা বস্তির আগুন, যেখানে প্রায় ৫ হাজার ঘর পুড়ে যায়।
বঙ্গবাজার অগ্নিকাণ্ড (২০২৩)
২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজার কমপ্লেক্সে আগুন লাগে। একই সঙ্গে আরও চারটি মার্কেট ক্ষতিগ্রস্ত হয়। তদন্তে জানা যায়, আগুনের উৎস ছিল তৃতীয় তলায় একটি টেইলার্স দোকান, সম্ভবত সিগারেট বা মশার কয়েল থেকে। এতে ৩ হাজার ৮৪৫ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন, আর্থিক ক্ষতি প্রায় ৩০৫ কোটি টাকা।
বেইলি রোডে ভবনে আগুন (২০২৪)
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জন নিহত হন। ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইনের আউটলেট ছিল বলে জানা যায়।
মন্তব্য করুন