কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

কোরআনে বর্ণিত যে নারীকে অনুসরণ করেন ইহুদিরা

পবিত্র কাবা ঘরের পুরোনো ছবি
পবিত্র কাবা ঘরের পুরোনো ছবি

ইসলামের ইতিহাসে এমন এক ভয়ংকর নারী রয়েছেন, যাকে তার পাপের জন্য ইবলিশও সমিহ করত। অনেক ইসলামী ব্যাখ্যায় তাকে জাহান্নামের মা বলেও অভিহিত করা হয়েছে। কারণ, তার রেখে যাওয়া চিন্তা, চক্রান্ত আর ষড়যন্ত্রের ছাপ আজও অনুভব করে মুসলিম বিশ্ব।

বলা হয়, ইসলামের প্রসার রুখে দিতে এই নারীর ষড়যন্ত্রমূলক পথ আজও অনুসরণ করে ইসলামবিদ্বেষীরা, বিশেষ করে ইহুদি গোষ্ঠী। ইসলাম ধ্বংসের বহু পরিকল্পনার জন্ম হয় তার হাতে। আর এসব পাপাচারের কারণে তিনি হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে নিন্দিত নারীর একজন।

মক্কার কুরাইশ বংশের এক প্রভাবশালী নারী ছিলেন তিনি। উমাইয়া গোত্রের কন্যা, রাসুলুল্লাহ (সা.)-এর চাচা আবু লাহাবের স্ত্রী। তার নাম উম্মে জামিল, যার অর্থ সৌন্দর্যের জননী। বাহ্যিকভাবে তিনি ছিলেন রূপসী, রাজকীয় মর্যাদায় অভিষিক্ত। সম্মান, সম্পদ, ক্ষমতা—সবকিছুই ছিল তার হাতে। কিন্তু এই ঐশ্বর্যের ছায়ায় জন্ম নেয়নি বিনয় কিংবা মানবতা। বরং তার অন্তর ছিল বিষে ভরা, অহংকারে পূর্ণ। তার হৃদয়ে বাস করত হিংসা, ঈর্ষা ও ইসলামের প্রতি গা-জ্বালানো ঘৃণা।

যখন প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর পথের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মক্কার আকাশে ছড়িয়ে পড়ল সত্যের দীপ্তি। কিন্তু এ আলোই অস্থির করে তুলল অন্ধকারের মানুষদের। তাদের একজন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। তিনি ছিলেন সেই বিষাক্ত বাতাস, যা ইসলামের যাত্রাপথে ঝড় তুলতে চেয়েছিল। উম্মে জামিল নিজে গুজব ছড়াতেন রাসুলুল্লাহ (সা.)-এর বিরুদ্ধে। এমনকি খাদিজা (রা.)-এর মতো মহীয়সী নারীও বাদ যাননি তার অপবাদ থেকে। তার শত্রুতা শুধু কথায় সীমাবদ্ধ ছিল না। কাড়িকাড়ি অর্থ ব্যয় করতেন ইসলামের বিরুদ্ধে প্রচারণায়। সাহাবিদের ভয়ভীতি দেখাতেন, অর্থের প্রলোভনও দিতেন।

সব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে উম্মে জামিল একবার রাসুলুল্লাহ (সা.)-কে সরাসরি হত্যা করার ছক আঁকেন। তার সঙ্গী হয় স্বামী আবু লাহাবও। এই ভয়াবহ পাপ ও শত্রুতার জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে। সূরা আল-লাহাবে আল্লাহ বললেন, তারা আগুনে পুড়বে, এবং উম্মে জামিল গলায় পাকানো দঁড়ি নিয়ে কাঠ বহন করবে।

সুরা লাহাব কেবল একটি ঐতিহাসিক ঘটনার বর্ণনাই নয়, এটি দুনিয়ার সব যুগের কাফেরদের জন্য একটি চিরন্তন সতর্কবার্তা। যারা আল্লাহর রাসুল (সা.)-এর বিরুদ্ধাচরণ করবে, যারা ইসলামের ক্ষতি সাধনে সচেষ্ট হবে—তাদের জন্য আবু লাহাব ও তার স্ত্রীর পরিণামই এক জীবন্ত উদাহরণ। আবু লাহাব ও তার স্ত্রী যেমন রাসুল (সা.) দাওয়াতের বিরোধিতা করেছিল, তেমনই আজও যারা ডলার, পাউন্ড কিংবা টাকা ব্যয় করে ইসলামের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে ফেলতে চায়—তাদের জন্য এই সূরাটি এক ভয়ংকর ভবিষ্যদ্বাণী। তারা যতই ষড়যন্ত্র করুক, ইসলামের নাম কখনো মুছে যাবে না। বরং একদিন তাদেরই নাম-নিশানা বিলীন হয়ে যাবে ইতিহাসের অন্ধকার পাতায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

সৌদিকে লিখিত বার্তা দিল ইরান

পরবর্তী জন্মে প্রিয়াংকার স্বামী হতে চান শাহরুখ খান

স্থায়ীভাবে বরখাস্ত সেই সহকারী সচিব তাবাসসুম 

চট্টগ্রামে ডিআইজি কার্যালয়ের সামনে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

ভাতা কার্ডের কথা বলে দলিলে স্বাক্ষর, সম্পত্তি লিখে নেন ছেলেরা

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা

বিপিএলের প্লেয়ার ড্রাফট কবে?

৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি

জুলাই আন্দোলনে নিহত / ছেলের মুখে বাবা ডাক শোনা হলো না তারেকের

১০

ভয়াবহ সুনামির আশঙ্কা, প্রাণহানি ঘটতে পারে ৩ লাখ মানুষের

১১

১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা

১২

ফ্যাসিবাদ-খুনিরা পালিয়েছে, জুলুমমুক্ত হয়নি বাংলাদেশ : ড. রেজাউল করিম

১৩

সরকারি অনুদানে কোটি টাকার ঘরে যেসব সিনেমা

১৪

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি

১৫

নিউমুরিং টার্মিনাল ৬ মাসের জন্য পাচ্ছে নৌবাহিনী : নৌপরিবহন উপদেষ্টা

১৬

৭৩ ধাপ এগিয়ে থাকা দলকে হারিয়ে এশিয়া কাপের পথে ঋতুরা

১৭

৫ লাখ কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদের জন্য বড় সুযোগ

১৮

আদানির সব বকেয়া পরিশোধ করল বাংলাদেশ

১৯

আন্দোলনে শিশু রিয়া নিহতের এক বছর পর মামলা

২০
X