খুবি প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ কিংবা বৃষ্টি আমরা কোনো বাধাকে ভয় পাই না : খুবি শিক্ষার্থীরা

ভারি বৃষ্টি উপেক্ষা করে খুলনার জিরো পয়েন্টে অবস্থান শিক্ষার্থীদের। ছবি : কালবেলা
ভারি বৃষ্টি উপেক্ষা করে খুলনার জিরো পয়েন্টে অবস্থান শিক্ষার্থীদের। ছবি : কালবেলা

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা সংস্কারের দাবিতে টানা অষ্টম দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানিয়েছেন, পুলিশ কিংবা বৃষ্টি আমরা কোনো বাধাকে ভয় পাই না।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টায় ভারি বৃষ্টি উপেক্ষা করে খুলনার জিরো পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা খুলনা-ঢাকা, বাগেরহাট-খুলনা, যশোর-খুলনা ও সাতক্ষীরা-খুলনা মহাসড়ক অবরোধ করেন।

বিকাল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি লক্ষ করা যায়। পরে পুলিশ তাদের অবস্থান থেকে সরে যেতে বাধ্য হয়। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সমবেত হয়ে নগরীর জিরো পয়েন্টের মহাসড়ক অবরোধ করেন।

বিকেল ৪টার দিকে শত শত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে সমবেত হন। এ সময় তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে নগরীর জিরো পয়েন্টে অবস্থান নেন। তাদের হাতে জাতীয় পতাকা, ঢোল, প্ল্যাকার্ডসহ বিভিন্ন ব্যানার ছিল। এতে পুরো খুলনার সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিক্ষোভ মিছিলের পূর্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ জলকমানসহ ও সশস্ত্র অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে পুলিশ প্রবেশ করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে পুলিশদের সরিয়ে দেয়। আন্দোলনকারী প্রতিনিধির সঙ্গে কথা বলে তারা খানজাহান আলী সেতুতে কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা প্রদান করে। শিক্ষার্থীরা তাদের কর্মসূচির স্থান পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নেন।

এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা ওয়াশরুম ব্যবহার করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভেতরের পুলিশ ফাঁড়িতে গিয়েছিল। অন্য কোন উদ্দেশ্যে নয়।

এদিকে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর জিরো পয়েন্ট। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা- ‘পদ্মা, মেঘনা, যমুনা, কোটাপ্রথা চাই না’, ‘খুলনা বিশ্ববিদ্যালয় নেমেছে, রাজপথ কেঁপেছে’, ‘ছাত্রসমাজ নেমেছে, রাজপথ কেঁপেছে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রসমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘৭১-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’- এমন নানা স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কোনো বাধাকে ভয় পাই না। কোনো শক্তি আমাদের আটকে রাখতে পারবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান থেকে সরব না। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং আগামীতেও থাকব।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজাদ বলেন, ‘কোনো ধরনের শক্তি আজ আমাদের আটকাতে পারবে না। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব। বৈষম্যমূলক কোটা বাতিল না হলে আমাদের বাংলা ব্লকেড কর্মসূচি অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, গত ৫ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

৯৮তম অস্কার অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বাংলাদেশী সাংবাদিক 

সত্যিকারের ‘দেশপ্রেমিক’ মোস্তাফিজ

ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞা

অপসংস্কৃতি বিবেকের দরজায় তালা লাগায় : কাদের গনি চৌধুরী

তাহাজ্জুদ পড়ে ব্যালট বক্স পাহারা দিতে হবে : তারেক রহমান

৯৬ পদে লোক নেবে জুলাই স্মৃতি জাদুঘর, বিজ্ঞপ্তি প্রকাশ

আইসিসিবিতে বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্যাকেজিং ও প্রিন্টিং শিল্প মেলার দ্বিতীয় দিন আজ

পাকিস্তানকে নিয়ে বাজি ধরলেন ভারতের সাবেক এই অলরাউন্ডার

আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে যা বলল পাকিস্তান

১০

ডিজিটাল প্ল্যাটফর্মে অনাকাঙ্ক্ষিত আচরণও যৌন হয়রানি হিসেবে গণ্য হবে

১১

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হচ্ছে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রম

১২

রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

১৩

শাবিপ্রবিতে ইলেকট্রিক শাটল কার উদ্বোধন

১৪

৫০তম বিসিএস পরীক্ষা হতে বাধা নেই, রিট খারিজ

১৫

জবির কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন প্রতি লড়বেন ১০২ জন

১৬

বিদায় প্রসঙ্গে যা বললেন ধর্ম উপদেষ্টা

১৭

আকিজবশির গ্রুপ ও আনোয়ার ল্যান্ডমার্কের এমওইউ স্বাক্ষর

১৮

চর্ম রোগে টাক পড়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

১৯

খুনের ২৫ বছর পর রায় : একজনের ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন

২০
X