ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০২:২৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনকারীরা উল্টো নোটিশ দিল ঢাবি কর্তৃপক্ষকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউজিসি এ নির্দেশনা দেয়। এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা উল্টো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে তারা নোটিশ দেয়। এ সময় ঢাবি ভিসির বাসভবনের ফটক আটকে বিক্ষোভ করতে থাকেন আন্দোলকারীরা।

আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন, ‘হল ছাড়ার সিদ্ধান্ত মানি না, মানবো না; হল আমার বাড় ঘর, হল আমি ছাড়বো না; সিন্ডিকেটের সিদ্ধান্ত মানি না, মানবো না; বাহ্ ভিসি চমৎকার, স্বৈরাচারের পাহারাদার; ভিসি কী করে, ক্যাম্পাসে রক্ত ঝরে’- স্লোগান চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কোটা আন্দোলনের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সব আবাসিক হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে প্রাধ্যক্ষদের সঙ্গে বৈঠক করছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টা থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা নিজ নিজ হলের প্রাধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে আন্দোলনের উত্তাল পরিস্থিতিতে গতকাল রাত ১১টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে কতৃপক্ষ। বুধবার দুপুরে হল প্রোভোস্ট অধ্যাপক ড. দিপীকা রাণী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যারা হলে থাকতে চায় তারা থাকতে পারবে। আর যারা চায় না তারা চলে যেতে পারবে। হলের গ্যাস, পানি, বিদ্যুৎ স্বাভাবিক থাকবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের হল ছাড়তে ও বিশ্ববিদ্যালয়ের পাঠ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান নেওয়া হয়। হল ছাড়ার এ নির্দেশের প্রতিবাদ করেন শিক্ষার্থীরা।

এ সময় ছাত্রীরা ‘প্রশাসনের সিদ্ধান্ত, মানি না, মানবো না,’ ‘মানি না মানবো না, হল কারো বাপের না’, ‘হল আমাদের ঠিকানা, হল আমরা ছাড়বো না’সহ নানা স্লোগান দিতে থাকে।

তখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। একধরনের বাধ্য করা হচ্ছে হল ছাড়ার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ

২৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

১০

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

১১

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

১২

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১৩

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

১৪

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

১৫

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

১৬

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

১৭

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

১৮

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

১৯

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

২০
X