ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০২:২৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনকারীরা উল্টো নোটিশ দিল ঢাবি কর্তৃপক্ষকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউজিসি এ নির্দেশনা দেয়। এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা উল্টো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে তারা নোটিশ দেয়। এ সময় ঢাবি ভিসির বাসভবনের ফটক আটকে বিক্ষোভ করতে থাকেন আন্দোলকারীরা।

আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন, ‘হল ছাড়ার সিদ্ধান্ত মানি না, মানবো না; হল আমার বাড় ঘর, হল আমি ছাড়বো না; সিন্ডিকেটের সিদ্ধান্ত মানি না, মানবো না; বাহ্ ভিসি চমৎকার, স্বৈরাচারের পাহারাদার; ভিসি কী করে, ক্যাম্পাসে রক্ত ঝরে’- স্লোগান চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কোটা আন্দোলনের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সব আবাসিক হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে প্রাধ্যক্ষদের সঙ্গে বৈঠক করছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টা থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা নিজ নিজ হলের প্রাধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে আন্দোলনের উত্তাল পরিস্থিতিতে গতকাল রাত ১১টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে কতৃপক্ষ। বুধবার দুপুরে হল প্রোভোস্ট অধ্যাপক ড. দিপীকা রাণী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যারা হলে থাকতে চায় তারা থাকতে পারবে। আর যারা চায় না তারা চলে যেতে পারবে। হলের গ্যাস, পানি, বিদ্যুৎ স্বাভাবিক থাকবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের হল ছাড়তে ও বিশ্ববিদ্যালয়ের পাঠ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান নেওয়া হয়। হল ছাড়ার এ নির্দেশের প্রতিবাদ করেন শিক্ষার্থীরা।

এ সময় ছাত্রীরা ‘প্রশাসনের সিদ্ধান্ত, মানি না, মানবো না,’ ‘মানি না মানবো না, হল কারো বাপের না’, ‘হল আমাদের ঠিকানা, হল আমরা ছাড়বো না’সহ নানা স্লোগান দিতে থাকে।

তখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। একধরনের বাধ্য করা হচ্ছে হল ছাড়ার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নিজামী, মীর কাসেম ও সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে’

ভাতের প্রতি ভালোবাসা প্রদর্শনে তৈরি ৬০০ মিটার লম্বা রাইস কেক

সালমানকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে সোহেল রানা

গাজায় যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্রের বেসামরিক প্রধান নিয়োগ দিল যুক্তরাষ্ট্র

কুয়াকাটায় সব হোটেল-মোটেল বন্ধের ঘোষণা

নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে নেতাদের কাজ করার আহ্বান সেলিমুজ্জামানের 

মারা গেল গাজীপুর সাফারি পার্কে বেঁচে থাকা সর্বশেষ জিরাফ

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

বিশ্বকাপ চলাকালেই হয়রানির শিকার দুই নারী ক্রিকেটার

এখন থেকেই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে হবে : রাশেদ প্রধান

১০

কর্মস্থলে যোগদানের দিনেই প্রাণ গেল পুলিশ সদস্যের

১১

ছবিতে কতগুলো সংখ্যা লুকিয়ে আছে? ৯৯% মানুষই ভুল করেন উত্তর দিতে

১২

কিশোরের পেটে ১০০ শক্তিশালী চুম্বক, অতঃপর...

১৩

‘হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন’

১৪

মারা গেলেন ঘরে ৩ বস্তা টাকা পাওয়া সেই ভিক্ষুক

১৫

ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদ / গৃহকর্মীদের অধিকার রক্ষায় ন্যায়পাল নিয়োগ প্রয়োজন 

১৬

লাখ টাকা বেতনে কর্মী নেবে প্রবাসীর সিটি

১৭

ফজলে রাব্বির শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ম্যাচ রেফারি

১৮

প্রেম প্রস্তাব পেয়ে বাবার ভয় দেখালেন শ্রদ্ধা কাপুর

১৯

রাজধানীতে ডামি রাইফেল নিয়ে মিছিল, গ্রেপ্তার ১

২০
X