বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১নং সমন্বয়ক আরিফ সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তার পরিবার।
শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার নিজ বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
আরিফের ছোটো বোন উম্মে খায়ের ঈদি বলেন, রাত ৩টা ৪০ মিনিটের দিকে বাসায় সাদা পোষাকে ৮ থেকে ৯ জন লোক অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে আসেন। তারা কথা বলার জন্য দরজা খুলতে বলেন। আমরা তাদের পরিচয় জানতে চাইলে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। এরপর তারা গেট ভেঙে ভিতরে ঢুকতে চাইলে আমরা দরজা খুলে দিই।
তিনি আরও বলেন, বাসায় ঢুকে তারা আমাদের ফোন আটকে বাড়ি তল্লাশি করে। এরপর আমার দুই বড় ভাই আরিফ ও জুয়েলকে নিয়ে চলে যায়। জুয়েল ভাইকে সাভারের গেন্ডা এলাকায় নামিয়ে দিয়ে আরিফ ভাইকে আশুলিয়া থানায় নিয়ে যাবে বলে জানায় তারা। তবে গাড়িটিকে আমার ভাই ঢাকার দিকে চলে যেতে দেখেছেন।
আরিফকে তুলে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সাইদ কালবেলাকে বলেন, আমরা এ নামে কাউকে তুলে আনিনি। এ বিষয়ে কিছুই জানি না।