পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রশাসনিক তিন পদে রদবদল আনা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম কর্তৃক স্বাক্ষরিত ৩টি পৃথক অফিস আদেশে এ নিয়োগ প্রদান করা হয়।
যেখানে প্রক্টর পদে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক পদে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইমরান হোসেন ও পরিবহন পুলের প্রশাসক পদে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালনের আদেশ পাওয়া প্রসঙ্গে অধ্যাপক ড. মাসুদ রানা বলেন, আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যেতে চাই। আমি এই বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সকলের প্রতি আন্তরিক আহ্বান জানাব, তারা যেন আমাকে নিজ নিজ অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করে। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমি কাজ করব।
পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, আগামী শনিবার আমি শিক্ষার্থীদের সঙ্গে একটা উন্মুক্ত আলোচনা করে তাদের দাবি-দাওয়াগুলো নোট করে একে একে সমাধান করব। আশা করি পরিবহন পুল নিয়ে শিক্ষার্থীদের যে হতাশ আছে তা আমি দূর করতে পারব।
মন্তব্য করুন