সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কুবিতে সাংবাদিক বহিষ্কারের ঘটনায় জাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মানববন্ধন করছেন ক্যাম্পাস সাংবাদিকরা। ছবি : কালবেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মানববন্ধন করছেন ক্যাম্পাস সাংবাদিকরা। ছবি : কালবেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ।

আরও পড়ুন : কুবিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে বহিষ্কার

মানববন্ধনে বণিকবার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী মামুন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য দায়িত্বশীল পদে থেকে প্রশাসনিক ক্ষমতাকে ব্যক্তিগত কারণে ব্যবহার করেছেন। যা স্পষ্ট ক্ষমতার অপব্যবহার। এ ঘটনায় তিনি উপাচার্য পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন।’

দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শিহাব উদ্দিন বলেন, ‘কুবি উপাচার্যের বক্তব্যে স্পষ্ট, তিনি দুর্নীতির পক্ষে সাফাই গেয়েছেন। একজন দুর্নীতিবাজ ব্যক্তিই শুধু দুর্নীতির পক্ষে সাফাই গেয়ে থাকেন। কারণ দর্শানোর নোটিশ (শোকজ) ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে বহিষ্কারের মাধ্যমে উপাচার্য নিজের স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং একইসঙ্গে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।’

ইত্তেফাকের জাবি সংবাদদাতা আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন সাংবাদিককে বহিষ্কার করেছে। সংবাদ প্রকাশে কোনো ভুল থাকলে তা আইনকানুন অনুসরণ করে প্রতিবাদ জানাতে পারতেন কিংবা জাতীয় প্রেস কাউন্সিলে অভিযোগ দিতে পারতেন। কিন্তু তা না করে উপাচার্য তার ব্যক্তিগত ক্ষোভ প্রকাশে ব্যবহার করেছেন। তাই আমরা অনতিবিলম্বে ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম সেলিম বলেন, সংবাদ প্রকাশের জেরে ইকবাল মনোয়ারকে বহিষ্কার করা সম্পূর্ণ গণতন্ত ও সংবিধান বিরোধী। বর্তমান সরকার প্রধান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুর্নীতির পক্ষে সাফাই গেয়েছেন। তাই তাকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেয়ার দাবি জানাচ্ছি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসিব সোহেলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি নোমান বিন হারুন, নিউ এইজের প্রতিনিধি শাহাদাত হোসেন, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ। এ সময় অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

ঢাকায় আসছেন জাকির নায়েক

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১০

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১১

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১৩

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

১৪

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

১৫

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

১৬

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

১৭

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

১৮

বাবর আজমকে নিয়ে ধারাভাষ্যে রমিজ রাজার তির্যক মন্তব্য

১৯

‘সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে’

২০
X