ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নিউক্লিয়াস পার্টিতে নতুন দুই মুখ

বাঁ দিক থেকে মুহাম্মদ ইয়াসিন ও চৌধুরী রহমান জামান। ছবি : কালবেলা
বাঁ দিক থেকে মুহাম্মদ ইয়াসিন ও চৌধুরী রহমান জামান। ছবি : কালবেলা

দেশ ও জাতির উন্নয়নে কাজ করার লক্ষ্যে গত আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গঠিত হয় নতুন রাজনৈতিক দল নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিবি)। এ দলের আহ্বায়ক, সদস্য সচিব এবং সাংগঠনিক সম্পাদকের পর এবার এর কেন্দ্রীয় নিউক্লিয়াসে যুক্ত হয়েছেন মুহাম্মদ ইয়াসিন এবং চৌধুরী রহমান জামান।

রবিবার (১৯ অক্টোবর) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, সূক্ষ্ম পর্যালোচনা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে ‘মুহাম্মদ ইয়াসিন’ এবং ‘চৌধুরী রহমান জামান’-কে কেন্দ্রীয় নিউক্লিয়াসে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। মুহাম্মদ ইয়াসিন এবং চৌধুরী রহমান জামান কেন্দ্রীয় নিউক্লিয়াসে যুক্ত হওয়ায় বর্তমানে কেন্দ্রীয় নিউক্লিয়াসে সদস্য সংখ্যা পাঁচজন। যেহেতু এই মুহূর্তে দক্ষ, বিচক্ষণ, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে খুঁজে পাওয়া যায়নি তাই মুহাম্মদ ইয়াসিন কেন্দ্রীয় নিউক্লিয়াসের শিক্ষা ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালনের সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আন্তর্জাতিক, সমাজসেবা, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

চৌধুরী রহমান জামান কেন্দ্রীয় নিউক্লিয়াসের আইটি ও অপরাধ নিয়ন্ত্রণ সম্পাদকের দায়িত্ব পালনের সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক এর দায়িত্ব পালন করবেন। কিন্তু এই মুহূর্তে চৌধুরী রহমান জামান চট্টগ্রাম বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকায়; তিনি ওই দায়িত্ব সম্পাদন করে কেন্দ্রীয় নিউক্লিয়াসের দায়িত্ব গ্রহণ করবেন। অর্থাৎ চৌধুরী রহমান জামান চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব যথাযথভাবে পালন করে কেন্দ্রীয় নিউক্লিয়াসে প্রবেশ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে সৎ, ন্যায়পরায়ণ, বিচক্ষণ ও দক্ষতা সম্পন্ন নেতা তৈরি হলে কেন্দ্রীয় নিউক্লিয়াসে যুক্ত করা হবে। যেহেতু কেন্দ্রীয় নিউক্লিয়াস ‘নিউক্লিয়াস পার্টি’র সর্বোচ্চ নীতিনির্ধারণকারী সংস্থা। তাই এই সংস্থার প্রত্যেক সদস্যকে অবশ্যই বিচক্ষণ, দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ হতে হয়।

কেন্দ্রীয় নিউক্লিয়াসে প্রবেশ পদ্ধতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, পিউরিফায়িং সিস্টেমের মাধ্যমে নিউক্লিয়াস লিডার তার দক্ষতা ও বিচক্ষণতা প্রমাণ করে কেন্দ্রীয় নিউক্লিয়াসে প্রবেশ করার অনুমতি পায়। সুতরাং যে সব নিউক্লিয়াস লিডার কেন্দ্রীয় কমিটিতে থাকার জন্য পিউরিফায়িং সিস্টেমের মাধ্যমে আবেদন করেছেন; তাদের আবেদন ও কার্যকলাপ অত্যন্ত সূক্ষ্ম ও বিচক্ষণতার সঙ্গে পর্যালোচনা করা হয়েছে কিন্তু এই মুহূর্তে ২ জন ব্যতীত প্রত্যেকেই কেন্দ্রীয় নিউক্লিয়াসে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। দ্রুত কেন্দ্রীয় নিউক্লিয়াস পিউরিফায়িং সিস্টেমের মাধ্যমে সৎ, ন্যায়পরায়ণ, দক্ষ ও বিচক্ষণ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে কেন্দ্রীয় নিউক্লিয়াসে অন্তর্ভুক্ত করবে। আপনি বা আপনারা জেনে খুবই আনন্দিত হবেন, কেন্দ্রীয় নিউক্লিয়াসে একমাত্র সৎ, ন্যায়পরায়ণ, দক্ষ ও বিচক্ষণ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে আগুন : ৭ জনের লাশ শনাক্ত

ঘরেই তৈরি করুন মেজবানি মসলা

সম্পর্ক নীরবে ভাঙতে পারে এই ১১ কথা

মা হতে চলেছেন সোনাক্ষী

৫ মাসের শিশুকে অপহরণ, বিক্রি করা হয় ১ লাখ ২০ হাজারে

বিএনপিতে ছিনতাইকারীদের আশ্রয় দেওয়া হবে না : আশরাফ উদ্দিন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে

গবেষণায় যুক্ত শিক্ষার্থীদের মাসিক ভাতা দেবে খুলনা বিশ্ববিদ্যালয়

দুই শিক্ষক দিয়ে চলছে ১৬০ শিক্ষার্থীর পাঠদান

আজও শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

১০

চাকসু নির্বাচন : ভোট দিতে এসে যা বললেন হাবিব

১১

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে স্থায়ীভাবে অপসারণ

১২

চাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে : চবি উপাচার্য

১৩

নতুন বউ ঘরে রেখে বাংলাদেশকে একাই হারিয়ে দিলেন সামি

১৪

স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখা সেই স্বামী গ্রেপ্তার

১৫

রাজনীতিতে মন নেই কঙ্গনার, ফিরতে চান অভিনয়ে

১৬

তিন মাসে মোবাইল উদ্ধার ১০৮, টাকা ফেরত সাড়ে ৩ লাখ

১৭

এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে

১৮

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

১৯

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা, ৭ দালালের দণ্ড

২০
X