বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নিউক্লিয়াস পার্টিতে নতুন দুই মুখ

বাঁ দিক থেকে মুহাম্মদ ইয়াসিন ও চৌধুরী রহমান জামান। ছবি : কালবেলা
বাঁ দিক থেকে মুহাম্মদ ইয়াসিন ও চৌধুরী রহমান জামান। ছবি : কালবেলা

দেশ ও জাতির উন্নয়নে কাজ করার লক্ষ্যে গত আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গঠিত হয় নতুন রাজনৈতিক দল নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিবি)। এ দলের আহ্বায়ক, সদস্য সচিব এবং সাংগঠনিক সম্পাদকের পর এবার এর কেন্দ্রীয় নিউক্লিয়াসে যুক্ত হয়েছেন মুহাম্মদ ইয়াসিন এবং চৌধুরী রহমান জামান।

রবিবার (১৯ অক্টোবর) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, সূক্ষ্ম পর্যালোচনা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে ‘মুহাম্মদ ইয়াসিন’ এবং ‘চৌধুরী রহমান জামান’-কে কেন্দ্রীয় নিউক্লিয়াসে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। মুহাম্মদ ইয়াসিন এবং চৌধুরী রহমান জামান কেন্দ্রীয় নিউক্লিয়াসে যুক্ত হওয়ায় বর্তমানে কেন্দ্রীয় নিউক্লিয়াসে সদস্য সংখ্যা পাঁচজন। যেহেতু এই মুহূর্তে দক্ষ, বিচক্ষণ, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে খুঁজে পাওয়া যায়নি তাই মুহাম্মদ ইয়াসিন কেন্দ্রীয় নিউক্লিয়াসের শিক্ষা ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালনের সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আন্তর্জাতিক, সমাজসেবা, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

চৌধুরী রহমান জামান কেন্দ্রীয় নিউক্লিয়াসের আইটি ও অপরাধ নিয়ন্ত্রণ সম্পাদকের দায়িত্ব পালনের সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক এর দায়িত্ব পালন করবেন। কিন্তু এই মুহূর্তে চৌধুরী রহমান জামান চট্টগ্রাম বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকায়; তিনি ওই দায়িত্ব সম্পাদন করে কেন্দ্রীয় নিউক্লিয়াসের দায়িত্ব গ্রহণ করবেন। অর্থাৎ চৌধুরী রহমান জামান চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব যথাযথভাবে পালন করে কেন্দ্রীয় নিউক্লিয়াসে প্রবেশ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে সৎ, ন্যায়পরায়ণ, বিচক্ষণ ও দক্ষতা সম্পন্ন নেতা তৈরি হলে কেন্দ্রীয় নিউক্লিয়াসে যুক্ত করা হবে। যেহেতু কেন্দ্রীয় নিউক্লিয়াস ‘নিউক্লিয়াস পার্টি’র সর্বোচ্চ নীতিনির্ধারণকারী সংস্থা। তাই এই সংস্থার প্রত্যেক সদস্যকে অবশ্যই বিচক্ষণ, দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ হতে হয়।

কেন্দ্রীয় নিউক্লিয়াসে প্রবেশ পদ্ধতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, পিউরিফায়িং সিস্টেমের মাধ্যমে নিউক্লিয়াস লিডার তার দক্ষতা ও বিচক্ষণতা প্রমাণ করে কেন্দ্রীয় নিউক্লিয়াসে প্রবেশ করার অনুমতি পায়। সুতরাং যে সব নিউক্লিয়াস লিডার কেন্দ্রীয় কমিটিতে থাকার জন্য পিউরিফায়িং সিস্টেমের মাধ্যমে আবেদন করেছেন; তাদের আবেদন ও কার্যকলাপ অত্যন্ত সূক্ষ্ম ও বিচক্ষণতার সঙ্গে পর্যালোচনা করা হয়েছে কিন্তু এই মুহূর্তে ২ জন ব্যতীত প্রত্যেকেই কেন্দ্রীয় নিউক্লিয়াসে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। দ্রুত কেন্দ্রীয় নিউক্লিয়াস পিউরিফায়িং সিস্টেমের মাধ্যমে সৎ, ন্যায়পরায়ণ, দক্ষ ও বিচক্ষণ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে কেন্দ্রীয় নিউক্লিয়াসে অন্তর্ভুক্ত করবে। আপনি বা আপনারা জেনে খুবই আনন্দিত হবেন, কেন্দ্রীয় নিউক্লিয়াসে একমাত্র সৎ, ন্যায়পরায়ণ, দক্ষ ও বিচক্ষণ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১০

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১১

বিজয় থালাপতি এখন বিপাকে

১২

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৩

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৪

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৫

সুর নরম আইসিসির

১৬

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৭

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৮

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১৯

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

২০
X