যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ এএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবিতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে রিসার্চ সেলের সেমিনার

যবিপ্রবিতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে সেমিনার। ছবি : কালবেলা
যবিপ্রবিতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে সেমিনার। ছবি : কালবেলা

বৈদ্যুতিক গাড়ির চার্জের সহজলভ্যতা, সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ, কম দামে বাজারজাতকরণ, কারিগরি দিকসহ নানা উপকারিতা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে যবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে ‘ইন্টিগ্রেশন অব ইলেক্ট্রিক ভেইকল ইন মাইক্রোগ্রিডস উইথ রিনিউবল জেনারেশন’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে যবিপ্রবির রিসার্চ সেল। সেমিনারে সার্বিক সহযোগিতা করে যবিপ্রবির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ।

অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, এ ধরনের বিষয় উন্নত বিশ্বে গবেষণা এগিয়ে গেলেও আমাদের দেশে এটির গবেষণা অনেকাংশে নতুন। এ সেমিনার আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের আরও দক্ষ করে গড়ে তুলবে। আগামীতে এ বিশ্ববিদ্যালয়েও শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এ ধরনের গবেষণার সুযোগ সৃষ্টি করা হবে। আমাদের শিক্ষার্থীরা যখন ইন্ডাস্ট্রিতে যাবে, এটি তাদের জন্য একটি বাড়তি দক্ষতা হিসেবে বিবেচিত হবে। যবিপ্রবি একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়, এটি ধরে রাখতে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের আরও বেশি গবেষণায় মনোযোগী হতে হবে। তিনি যবিপ্রবির সাথে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির মধ্যকার একটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ডাটা ইঞ্জিনিয়ারিং স্কুলের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। তিনি বর্তমান বিশ্ব ব্যবস্থায় বৈদ্যুতিক গাড়ির চার্জের সহজলভ্যতা, সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ, কম দামে বাজারে সহজলভ্য, কারিগরি দিকসহ নানা উপকারিতা বিষয়ে গবেষণামূলক তথ্য উপস্থাপন করেন।

তিনি জানান, আগামী পৃথিবী হবে বৈদ্যুতিক যানের। বর্তমানে উন্নত দেশগুলোতে কীভাবে বৈদ্যুতিক যানের উন্মেষ ঘটছে এবং আমাদের দেশে কেন হচ্ছে না; তার বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন তিনি। মাইক্রোগ্রিডের সাথে বৈদ্যুতিক যানের সংযোগের বিষয়েও তিনি আলোচনা করেন।

রিসার্চ সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. কে এম আনিসুল হকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন (চলতি দায়িত্ব) ড. মো. আমজাদ হোসেন, ইইই বিভাগের চেয়াম্যান ড. ইমরান খান, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান জুয়েল প্রমুখ। সেমিনারে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান। সেমিনার পরিচালনা করেন ইইই বিভাগের প্রভাষক মো. তারেকুজ্জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর ‘নাগরিক সেবা’ নিয়ে বিতর্ক, চাপ প্রয়োগ করে কক্ষ বরাদ্দের অভিযোগ 

ঋণ নিয়ে আত্মসাৎ / এস আলম-পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

মাদক কারবার নিয়ে সংঘর্ষ, অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার

এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত মতামত দেওয়ার অধিকার রাখে না : রিজওয়ানা

ক্রিকেট দলকে ‘না’ তবে শুটিং দলকে ভারতে যেতে অনুমতি দিল সরকার

জবিতে ‘আইকিউএসি সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জামায়াতের প্রার্থীকে শোকজ

নির্বাচনের সার্বিক খোঁজখবর রাখবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব

সেতু নির্মাণে অনিয়ম, অভিযানে গেল দুদক

১০

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৩ দলের ১৫ নেতাকর্মী

১১

ফিক্সিং কেলেঙ্কারিতে শ্রীলঙ্কায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশের কারাদণ্ড

১২

ইরানে আরও এক নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যারা অন্যায় করেনি আমরা তাদের বুকে টেনে নেব : মির্জা ফখরুল

১৪

হায়ার বাংলাদেশের জাঁকজমকপূর্ণ পার্টনার কনভেনশন অনুষ্ঠিত

১৫

২২ বছর পর রাজশাহীতে আসছেন তারেক রহমান

১৬

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

১৭

প্রার্থীর মেয়ের ওপর হামলায় ইসলামী আন্দোলনের প্রতিবাদ

১৮

দুর্নীতিবাজকে ভোট  দিয়ে সুশাসনের স্বপ্ন দেখাই আত্মপ্রবঞ্চনা

১৯

খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৭ ফুটবল সমর্থক নিহত

২০
X