যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ এএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবিতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে রিসার্চ সেলের সেমিনার

যবিপ্রবিতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে সেমিনার। ছবি : কালবেলা
যবিপ্রবিতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে সেমিনার। ছবি : কালবেলা

বৈদ্যুতিক গাড়ির চার্জের সহজলভ্যতা, সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ, কম দামে বাজারজাতকরণ, কারিগরি দিকসহ নানা উপকারিতা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে যবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে ‘ইন্টিগ্রেশন অব ইলেক্ট্রিক ভেইকল ইন মাইক্রোগ্রিডস উইথ রিনিউবল জেনারেশন’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে যবিপ্রবির রিসার্চ সেল। সেমিনারে সার্বিক সহযোগিতা করে যবিপ্রবির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ।

অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, এ ধরনের বিষয় উন্নত বিশ্বে গবেষণা এগিয়ে গেলেও আমাদের দেশে এটির গবেষণা অনেকাংশে নতুন। এ সেমিনার আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের আরও দক্ষ করে গড়ে তুলবে। আগামীতে এ বিশ্ববিদ্যালয়েও শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এ ধরনের গবেষণার সুযোগ সৃষ্টি করা হবে। আমাদের শিক্ষার্থীরা যখন ইন্ডাস্ট্রিতে যাবে, এটি তাদের জন্য একটি বাড়তি দক্ষতা হিসেবে বিবেচিত হবে। যবিপ্রবি একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়, এটি ধরে রাখতে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের আরও বেশি গবেষণায় মনোযোগী হতে হবে। তিনি যবিপ্রবির সাথে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির মধ্যকার একটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ডাটা ইঞ্জিনিয়ারিং স্কুলের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। তিনি বর্তমান বিশ্ব ব্যবস্থায় বৈদ্যুতিক গাড়ির চার্জের সহজলভ্যতা, সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ, কম দামে বাজারে সহজলভ্য, কারিগরি দিকসহ নানা উপকারিতা বিষয়ে গবেষণামূলক তথ্য উপস্থাপন করেন।

তিনি জানান, আগামী পৃথিবী হবে বৈদ্যুতিক যানের। বর্তমানে উন্নত দেশগুলোতে কীভাবে বৈদ্যুতিক যানের উন্মেষ ঘটছে এবং আমাদের দেশে কেন হচ্ছে না; তার বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন তিনি। মাইক্রোগ্রিডের সাথে বৈদ্যুতিক যানের সংযোগের বিষয়েও তিনি আলোচনা করেন।

রিসার্চ সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. কে এম আনিসুল হকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন (চলতি দায়িত্ব) ড. মো. আমজাদ হোসেন, ইইই বিভাগের চেয়াম্যান ড. ইমরান খান, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান জুয়েল প্রমুখ। সেমিনারে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান। সেমিনার পরিচালনা করেন ইইই বিভাগের প্রভাষক মো. তারেকুজ্জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিরা ৫ কর্মদিবসেই পাবেন যুক্তরাজ্যের ভিসা, তবে...

নুরের ওপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ

যে কারণে আগামী মৌসুমে রিয়ালকে আতিথেয়তা দিতে পারবে না লিভারপুল

দত্তক নিয়ে ৩ সন্তানের মা সানি কেন নিজে গর্ভধারণ করেননি

১৭তম সন্তানের জন্ম দিলেন ৫৫ বছরের নারী!

দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্য : আমান

চীনে মোদিকে লাল গালিচা সংবর্ধনা, কী ইঙ্গিত করছে?

গণনা শেষ, পাগলা মসজিদের সিন্দুকে মিলল রেকর্ড টাকা

সাপের মতো সুযোগ সন্ধানী শেখ হাসিনা ও তার দলবল : অধ্যাপক নার্গিস

‘বাচ্চা না হলে সংসার ছেড়ে চলে যেতে হবে’

১০

তিন চমক নিয়ে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

১১

২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের আলটিমেটাম

১২

চার সিদ্ধান্ত জানাল ডাকসুর নির্বাচন কমিশন

১৩

নুরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আফ্রিদির পছন্দের কেএফসির চিকেন আনল পরিবার, মেলেনি অনুমতি

১৫

মেয়োনিজ না পাওয়ায় ক্যাফেতে আগুন ধরিয়ে দিলেন বৃদ্ধ!

১৬

এবার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়াল রাশিয়া

১৭

তাসকিনের চার উইকেট, নেদারল্যান্ডসের সংগ্রহ ১৩৬

১৮

দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায় : মুহাম্মদ শাহজাহান

১৯

ভোটে জয় নয়, মানুষের জীবন বদলানোই লক্ষ্য : বিএনপি নেতা মনিরুজ্জামান

২০
X