ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি মেডিকেল সেন্টার প্রধানকে অব্যাহতি

ডা. মো. তানভীর আলী। ছবি : সংগৃহীত
ডা. মো. তানভীর আলী। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার (সিএমও) ডা. মো. তানভীর আলী বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে অভিযোগের প্রেক্ষিতে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি তাকে সেন্টারের প্রশাসনিক ও চিকিৎসা কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ সাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়।

চিঠিতে বলা হয়, আপনার (ডা. মো. তানভীর আলী) বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে মেডিকেল সেন্টারের ডাক্তার, কর্মকর্তা এবং কর্মচারীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির কার্যক্রম চলাকালিন সময়ে আপনাকে মাননীয় উপাচার্যের আদেশের তারিখ অর্থাৎ ২৬-১১-২০২৪ তারিখ হতে শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রশাসনিক ও চিকিৎসা কার্যক্রম থেকে বিরত রাখা হলো।

এর আগে, গত ১২ নভেম্বর দুপুরে মেডিকেল সেন্টারের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা ডা. মো. তানভীর আলী বিরুদ্ধে নিপীড়ন ও হয়রানিমূলক নির্যাতনের অভিযোগ তুলে এর প্রতিবাদ ও পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ বরাবর স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, আমরা গত ২৭ অক্টোবর উপ-উপাচার্য (প্রশাসন) বরাবর একটি অভিযোগ পত্র পেশ করি, যেখানে ডাক্তার তানভীর আলী সম্পর্কে সকল অভিযোগ উল্লেখ রয়েছে। সেখান থেকে কর্মস্থলে ফিরে আসার পর প্রধান মেডিকেল অফিসার আমাদেরকে নানাভাবে ভয়-ভীতি, হয়রানি, চাকুরী চ্যুতি এবং আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পত্রিকার রিপোর্টারকে ভুল তথ্য দিয়ে মেডিকেল সেন্টার সম্পর্কে কুৎসা রটনা করে। এতে করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে হেও প্রতিপন্ন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে মেডিকেল সেন্টারের সকলে মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে গত ১১ নভেম্বর একটি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে এবং অবিলম্বে তার পদত্যাগ দাবি করে।

ওইসময় অভিযোগকারীরা কালবেলাকে বলেন, মেডিকেল সেন্টারের সকলের মতে তিনি মানসিকভাবে অসুস্থ। যার কারনে তিনি এসব কর্মকান্ড করে যাচ্ছেন। এইসব কর্মকাণ্ডের কারণে মেডিকেল সেন্টারের স্বাভাবিক কার্যক্রম ও সেবা প্রধান বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায় মেডিকেল সেন্টারের সার্বিক কার্যক্রম পরিচালনার স্বার্থে জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্য কোন ডাক্তারকে ভারপ্রাপ্ত প্রদান মেডিকেল অফিসারের দায়িত্ব প্রদান এবং বর্তমান প্রধান মেডিকেল অফিসার ডাক্তার তানভীর আলীকে তার পদ থেকে অপসারনের দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসে বৈঠক : ট্রাম্প-মাখোঁর কানাকানি নিয়ে চলছে আলোচনা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন শহীদুজ্জামান

দেড় যুগেও নির্মাণ হয়নি ভেঙে ফেলা জহির রায়হান মিলনায়তন 

ভারতের অন্তঃসত্ত্বা নারীকে বাংলাদেশে পুশইন, সন্তানের নাগরিকত্ব নিয়ে সন্দিহান

৫ আগস্টের বিজয়কে ধরে রাখার আহ্বান চট্টগ্রাম ডিসির

ব্লুটুথ হেডফোন নাকি সাধারণ হেডফোন, কোনটি ভালো জানেন?

রাকসু নির্বাচন ঘিরে সাংস্কৃতিক সংগঠনগুলোর ১০ দফা প্রস্তাবনা

‘ছোট সাজ্জাদের’ স্ত্রী তামান্না তিন দিনের রিমান্ডে

ফিক্সিংকাণ্ডে আলোচনায় ঢাকা ক্যাপিটালস, কী বলছে শাকিব খানের দল

জুমার নামাজে না গেলে ২ বছরের দণ্ডের বিধান করল যে দেশ

১০

প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক

১১

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

রাংপানিতে বিজিবির কড়া নজরদারি, আরও ২০ হাজার ঘনফুট পাথর উদ্ধার

১৩

বিএনপি নেতা আসলাম চৌধুরী দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৪

অস্ট্রেলিয়ার মাটিতে ২২ রানের জয় বাংলাদেশের

১৫

নানা আলোচনায় শেষ হলো এইচএসসি পরীক্ষা, ব্যবহারিক কবে

১৬

অক্টোবরে এশিয়ার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

১৭

নিখোঁজের একদিন পর মাদার ভ্যাসেলের সুপারভাইজার উদ্ধার

১৮

সাবেক মন্ত্রী শাহাবের জমিসহ ব্যাংক হিসাব ফ্রিজ

১৯

মাইলস্টোন ট্রাজেডি  / প্রাণ হারানো শিক্ষকরা চিরস্মরণীয় হয়ে থাকবেন : প্রধান উপদেষ্টা

২০
X