ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি মেডিকেল সেন্টার প্রধানকে অব্যাহতি

ডা. মো. তানভীর আলী। ছবি : সংগৃহীত
ডা. মো. তানভীর আলী। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার (সিএমও) ডা. মো. তানভীর আলী বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে অভিযোগের প্রেক্ষিতে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি তাকে সেন্টারের প্রশাসনিক ও চিকিৎসা কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ সাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়।

চিঠিতে বলা হয়, আপনার (ডা. মো. তানভীর আলী) বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে মেডিকেল সেন্টারের ডাক্তার, কর্মকর্তা এবং কর্মচারীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির কার্যক্রম চলাকালিন সময়ে আপনাকে মাননীয় উপাচার্যের আদেশের তারিখ অর্থাৎ ২৬-১১-২০২৪ তারিখ হতে শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রশাসনিক ও চিকিৎসা কার্যক্রম থেকে বিরত রাখা হলো।

এর আগে, গত ১২ নভেম্বর দুপুরে মেডিকেল সেন্টারের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা ডা. মো. তানভীর আলী বিরুদ্ধে নিপীড়ন ও হয়রানিমূলক নির্যাতনের অভিযোগ তুলে এর প্রতিবাদ ও পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ বরাবর স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, আমরা গত ২৭ অক্টোবর উপ-উপাচার্য (প্রশাসন) বরাবর একটি অভিযোগ পত্র পেশ করি, যেখানে ডাক্তার তানভীর আলী সম্পর্কে সকল অভিযোগ উল্লেখ রয়েছে। সেখান থেকে কর্মস্থলে ফিরে আসার পর প্রধান মেডিকেল অফিসার আমাদেরকে নানাভাবে ভয়-ভীতি, হয়রানি, চাকুরী চ্যুতি এবং আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পত্রিকার রিপোর্টারকে ভুল তথ্য দিয়ে মেডিকেল সেন্টার সম্পর্কে কুৎসা রটনা করে। এতে করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে হেও প্রতিপন্ন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে মেডিকেল সেন্টারের সকলে মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে গত ১১ নভেম্বর একটি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে এবং অবিলম্বে তার পদত্যাগ দাবি করে।

ওইসময় অভিযোগকারীরা কালবেলাকে বলেন, মেডিকেল সেন্টারের সকলের মতে তিনি মানসিকভাবে অসুস্থ। যার কারনে তিনি এসব কর্মকান্ড করে যাচ্ছেন। এইসব কর্মকাণ্ডের কারণে মেডিকেল সেন্টারের স্বাভাবিক কার্যক্রম ও সেবা প্রধান বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায় মেডিকেল সেন্টারের সার্বিক কার্যক্রম পরিচালনার স্বার্থে জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্য কোন ডাক্তারকে ভারপ্রাপ্ত প্রদান মেডিকেল অফিসারের দায়িত্ব প্রদান এবং বর্তমান প্রধান মেডিকেল অফিসার ডাক্তার তানভীর আলীকে তার পদ থেকে অপসারনের দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না

আবু সাঈদের কবর জিয়ারত করলেন ইআবির ভিসি 

গণহত্যাকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে : আসিফ মাহমুদ

উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে হাসনাতরা

আ.লীগের বিচার ত্বরান্বিত করুন : জামায়াতে আমির

জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন: নয়ন

রাজপথেই রয়েছেন আন্দোলনকারীরা

জুলাই ঘোষণাপত্র ছাড়া ঘরে না ফেরার সিদ্ধান্ত আন্দোলনকারীদের 

তিন দফার একটি বাকি থাকতেও রাস্তা ছাড়বো না : হাসনাত

১০

তারেক রহমানের মা ও শাশুড়ির আরোগ্য কামনায় দোয়া মাহফিল

১১

আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

১২

৫ হাজার বৌদ্ধ বিহারে উদযাপিত হবে বুদ্ধপূর্ণিমা 

১৩

দল হিসেবে আ.লীগকে বিচারের আওতায় আনতে হবে : সাকি

১৪

আরও কমানো হলো সোনার দাম

১৫

আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস

১৬

মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহু-ট্রাম্পের দূরত্ব বাড়ছে : ইসরায়েলি মিডিয়া

১৭

বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামীপন্থিদের হামলা

১৮

জুলাই ঘোষণাপত্র নিয়ে যে সিদ্ধান্ত এলো

১৯

যুদ্ধবিরতি কার্যকর / ভারত এখনো স্থগিত রেখেছে পাক-ভারত সিন্ধু জলচুক্তি

২০
X