জবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের শিক্ষার সংস্কার জরুরি : শিবির সভাপতি 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। ছবি : কালবেলা
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, আমাদের সংকট হলো শিক্ষার সংকট। শিক্ষার যদি সংস্কার না হয় তাহলে বারবার দিল্লির আনুগত্য মেনে নিতে হবে। তাই শিক্ষার সংস্কার জরুরি। শিক্ষায়, ছাত্র-রাজনীতিতে নতুনত্ব নিয়ে আসতে হবে। আমাদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি হতে হবে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর।

তিনি বলেন, আমাদের এজেন্ডা হওয়া উচিত ছাত্রদের অধিকার আদায়ে। এজেন্ডা যদি ছাত্রদের বাইরে হয় তাহলে সেই ছাত্র-রাজনীতি ছাত্ররা গ্রহণ করবে না। সেই ছাত্রলীগের মতো রাজনীতি থেকে বের হতে না পারে তাহলে সেই রাজনীতি ছাত্ররা গ্রহণ করবে না, আর যদি ছাত্রদের অধিকার নিয়ে রাজনীতি করা হয় তাহলে সেই রাজনীতি ছাত্ররা গ্রহণ করবে। সাড়ে ১৫ বছরে ক্যাম্পাসে শিক্ষার অধিকার, নাগরিকের অধিকারে বঞ্চিত হয়েছি। আমাদের যদি আমাদের অধিকারের বিষয়ে সচেতন না হই তাহলে আমাদের বারবার আগস্টের মতো নির্যাতনের শিকার হতে হবে।

এ সময় ছাত্র সংসদের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, বিগত ত্রিশ বছরে শুধু ঢাবিতে একটা ছাত্রসংসদ নির্বাচন হয়েছে, তাহলে কীভাবে আমাদের নেতৃত্ব তৈরি হবে। আমাদের সংস্কার শুরু হবে ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে। ঐক্যের জন্য সবচেয়ে বেশি জরুরি ছাত্র সংসদ নির্বাচন। আমরা নেতৃত্বের বিকাশ ঘটাতে চাই, আর সেটি হবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদের নির্বাচন। ক্যাম্পাসে ছিলো মাদক, নারী, শিক্ষার কোনো পরিবেশ ছিলো না। ক্যাম্পাসে সুষ্ঠু ফিরিয়ে আনতে নির্বাচিত ছাত্রসংসদ আনতে হবে।

এ সময় তিনি পিলখানা হত্যার বিচার চেয়ে বলেন, পিকখানা হত্যার বিচার এখনও হয় নাই। ৭৪ জনকে ৩৬ ঘন্টার মধ্যে হত্যা করা হয়েছে তার বিচার করা হবে। শাপলা চত্বরে যেসব মাদ্রাসা ছাত্রকে হত্যাকরা হলো তাদের বিচার করতে হবে। ২৪ সালের গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে ছাত্র-জনতার ঐক্য প্রয়োজন।

এর আগে উদ্বোধকের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, এই জাতি যতদিন টিকে থাকবে, ততদিন জুলাই অভ্যুত্থানের কথা স্মরণীয় হয়ে থাকবে। এই বিজয় যেন চিরঞ্জীব থাকে, সেই দোয়া আল্লাহতায়ালার কাছে করছি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এবং অন্যান্য সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ৬ সেপ্টেম্বর

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচন / ছাত্রলীগ সম্পৃক্ততার দায়ে বাদ জুলিয়াস সিজার

ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

১০

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

১১

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

১২

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

১৩

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

১৪

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

১৫

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

১৬

চুল পড়া রোধ করবে যে জিনিস

১৭

ডাকসু নির্বাচনে সাত সদস্যের টাস্কফোর্স গঠন

১৮

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

১৯

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

২০
X