বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ এএম
অনলাইন সংস্করণ
ছাত্র আন্দোলনে হামলার উসকানি

বশেমুরবিপ্রবি উপ-রেজিস্ট্রারকে ডিবিতে সোপর্দ

ফারজানা ইসলাম। ছবি : সংগৃহীত
ফারজানা ইসলাম। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলার উসকানি দিয়েছিলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপ-রেজিস্ট্রার ফারজানা ইসলাম। এ অভিযোগে তাকে গ্রেপ্তারে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি ছিল। অবশেষে তাকে ডিবির কাছে সোপর্দ করা হয়েছে। এ সময় তিনি উপ-রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা যায়. গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতা করে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে তিনি অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন উসকানিমূলক কথা বলেন। ৫ আগস্টের পর তার ওই বক্তব্যের স্ক্রিনশট বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়। এরপর শিক্ষার্থীরা তার বিচার চেয়ে ভিসি বরাবর লিখিত দাবি জানান।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মাহমুদ বলেন, তিনি ছাত্র আন্দোলনের বিরোধিতা করে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। তিনি শিক্ষার্থীদেরকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করার জন্য উসকানি দিয়েছেন। তাদের মদদে শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। এরাই এত দিন বিশ্ববিদ্যালয়কে আওয়ামী লীগের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। তাই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

ফার্মেসি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, এরা হলো বিশ্ববিদ্যালয়ের সকল অপকর্মের মূল হোতা। এদের দাপটে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে কথা বলতে পারত না।

প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব তার গ্রেপ্তারের বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। তিনি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বক্তব্য নিতে বলেন।

এই বিষয়ে জনসংযোগ দপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ তত্ত্বাবধানে বিষয়টি পর্যবেক্ষণ করছে। এই বিষয়টি ভিসিকে অবগত করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়ে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান বলেন, ভিসি ও প্রো- ভিসি বিশ্ববিদ্যালয়ের কাজে মন্ত্রণালয়ে গেছেন। তবে আমরা তাদের অবহিত করেছি। তারা যে নির্দেশনা দেবেন রেজিস্ট্রার দপ্তর থেকে তা বাস্তবায়ন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কম্পিউটার কেনার গাইড

রোহিত-কোহলির পরবর্তী বিশ্বকাপ খেলা নিয়ে যা জানাল টিম ম‍্যানেজমেন্ট

দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা 

সেন্টমার্টিনগামী জাহাজকে জরিমানা

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

প্লট দুর্নীতি / রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

শতবর্ষী বৃদ্ধার ঘর তৈরি করে প্রশংসায় ভাসছে ছাত্রদল

বিপিএলে চমক: রংপুর রাইডার্সে ইতালির ক্রিকেটার—কে তিনি

সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

১০

বিশ্বকাপে অংশ নিতে মালদ্বীপ গেল বাংলাদেশ

১১

সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেল ৩টি জাহাজ

১২

সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের অবরোধ

১৩

এবার বিএনপিতে রেজা কিবরিয়া, আজ যোগদান

১৪

শীতের আকাশে এক নরম আলো নিয়ে আসছে কোল্ড মুন

১৫

তেল উৎপাদন কমানোর চুক্তি বাড়াল ওপেক প্লাস

১৬

কুড়িগ্রামে শীতের দাপট, জনজীবন বিপর্যস্ত

১৭

মাসের শুরুতে কার ভাগ্য খুলছে, জেনে নিন আজকের রাশিফলে

১৮

ব্যক্তিগত কাজে সরকারি অ্যাম্বুলেন্স, পথেই আটকাল স্থানীয়রা 

১৯

খালেদা জিয়ার জন্য সারা দেশ কাঁদছে : সরওয়ার আলমগীর

২০
X