মো. জাফর আলী, ঢাবি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৫:০৩ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি সিন্ডিকেট সভায় আমন্ত্রণ পেলেন ৩ আওয়ামীপন্থি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) ও আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক নেতা অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, শিক্ষক সমিতির সভাপতি ও নীল দল নেতা অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া এবং আওয়ামী লীগ নেতা এস এম বাহালুল মজনুন চুন্নু আমন্ত্রণ পেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য কালবেলাকে বলেন, আজকের সিন্ডিকেট সভায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর কয়েকজন সভায় অংশ নিতে পারেন। শুনেছি তাদের বিশ্ববিদ্যালয় থেকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন, অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া এবং বাহালুল মজনুন চুন্নু।

এর আগে, গত ১৩ ডিসেম্বর আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের নিয়ে সিন্ডিকেটের সভা ডাকায় এর প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে ও সভাস্থলে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ কর্মসূচি থেকে তারা সিনেটের সকল আওয়ামীপন্থি ব্যক্তিবর্গকে অপসারণের দাবি জানান। তখন শিক্ষার্থীদের দাবি ছিল, সিন্ডিকেটের এই আওয়ামী লীগপন্থি সদস্যরা শেখ হাসিনার দুঃশাসন টিকিয়ে রাখতে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। গত ১৭ জুলাই তাদের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ, বিজিবি, র‍্যাব ও সোয়াট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং আবাসিক হল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নৈতিক অধিকার হারিয়েছে।

শিক্ষার্থীদের এই বিক্ষোভ চলাকালে সিন্ডিকেটে পদাধিকারবলে ভিসি, দুই প্রো-ভিসি এবং নতুন ৬ সদস্য যুক্ত হওয়ার পরও এতে ১৮ জনের মধ্যে ৯ জনই আওয়ামী লীগপন্থি ব্যক্তিবর্গ ছিলেন। তারা হলেন- বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, হাজী মুহম্মদ মুহসীন হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরিফ উল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহিন মোহিদ, এস এম বাহালুল মজনুন চুন্নু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, বিশিষ্ট নাগরিক হিসেবে সিনেট কর্তৃক নির্বাচিত রামেন্দু মজুমদার।

জানা গেছে, এই ৯ জনের মধ্যকার পাঁচজনের সদস্যপদ সম্প্রতি বাতিলের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ল’ রিভিউ কমিটি। তারা হলেন- অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরিফ উল ইসলাম এবং অধ্যাপক মাহিন মোহিদ। কারণ তারা যে পদবির ক্যাটাগরিতে সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমানে তাদের আর সেই পদ নেই। এ ছাড়া সম্প্রতি বিশিষ্ট নাগরিক রামেন্দু মজুমদার সম্প্রতি পদত্যাগ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মাদ কালবেলাকে বলেন, এখন যাদের সিন্ডিকেট সদস্য পদ আছে, নিয়মতান্ত্রিক কারণে তাদের আমন্ত্রণ জানাতে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু যাদের সদস্যপদ বাতিল হয়েছে এবং পদত্যাগ করেছেন তাদের তো আমন্ত্রণ জানানো হয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা কালবেলাকে বলেন, আমরা সব সিদ্ধান্ত ধাপে ধাপে আইন ও নিয়মকানুন অনুসরণ করে একটা প্রক্রিয়ার মাধ্যমে নেওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি অনুযায়ী সিন্ডিকেট সদস্যদের নিয়ে আমাদের ল’ রিভিউ কমিটির পর্যালোচনাপূর্বক কিছু সুপারিশ এসেছিল। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিধান ও আইনের প্রেক্ষিতে যাদের সদস্যপদ বাতিল হয়, সেটা বাস্তবায়ন করা হয়েছে। অন্যদিকে যাদের ক্ষেত্রে এর বিপরীত হয়েছে সেটাও বিধি-বিধানের প্রেক্ষিতেই। এজন্য কয়েকজন চিঠি পেয়েছেন।

উল্লেখ্য, নীল দলের নেতা ও আওয়ামী লীগ প্যানেল থেকে নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া; সাবেক প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার প্রো-ভিসি হওয়ার আগে নীল দলের আহ্বায়ক ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন, তখন এস এম বাহালুল মজনুন চুন্নু সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ২০০৯ সালে তিনি ঢাবির সিনেট ও সিন্ডিকেট সদস্য হন। এখন পর্যন্ত তিনি সদস্য হিসেবেই আছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে কারচুপির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোনসোর ভবিষ্যৎ নিয়ে জরুরি বৈঠকে রিয়াল

স্বামীকে ত্যাগ নয় ,কাছে টেনে নিলেন ভারতীয় অভিনেত্রী

বাঁধ ভেঙে পানির নিচে ৫০০ একর আমন ক্ষেত 

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

অ্যাশেজের শেষ তিন টেস্ট থেকে ছিটকে গেলেন অজি তারকা

আলুবীজ উৎপাদনে বিপ্লব, টিস্যু কালচারে বছরে ২৫ লাখ প্লান্টলেট

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৭৪ হাজার ছাড়াল

জাপান / এক সপ্তাহের ‘শক্তিশালী ভূমিকম্পের’ সতর্কতা জারি

হেনস্তার শিকার ভারতীয় সংগীতশিল্পী

গুম-নির্যাতনের মামলা / ৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির 

১০

যুবদলের স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু, ২ ইউনিয়নের ভোগান্তি লাঘব 

১১

আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আব্দুল্লাহ

১২

জন্ম থেকেই হাত নেই, ছোট আরশাদুল পা দিয়েই লেখে

১৩

ডিমেনশিয়ার ৬ শারীরিক লক্ষণ

১৪

নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ

১৫

বিরতির পর ফিরলেন কিয়ারা

১৬

দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না : দুদক চেয়ারম্যান 

১৭

ইসলামী আন্দোলন থেকে মুফতি হাবিবুরকে স্থায়ীভাবে বহিষ্কার

১৮

জগন্নাথপুর মুক্ত দিবস আজ

১৯

ভিভোতে চলছে নিয়োগ

২০
X