জবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল কর্মীর ঔদ্ধত্য আচরণে উদ্বেগ প্রকাশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটির শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে জবি ছাত্রদল কর্মী অনিক কুমার দাসের বিশৃঙ্খল ও ঔদ্ধত্য আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মিডিয়া সংগঠনগুলো।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) একটি যৌথ বিবৃতিতে তাদের এ উদ্বেগের কথা জানায় সংগঠনগুলো।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে হিউম্যান রাইটস সোসাইটির শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালীন শাখা ছাত্রদলের কর্মী অনিক কুমার দাস (মার্কেটিং, সেশন : ২০২১-২২) কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খলা ও আক্রমণাত্মক আচরণের ঘটনায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করছি। ঐতিহাসিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লব পরবর্তী সময়ে এমন ঘটনা ক্যাম্পাসে সংগঠনগুলোর স্বাধীন কার্যক্রম পরিচালনা এবং মতামত প্রকাশের অধিকারের প্রতি গুরুতর হুমকি হিসেবে দেখা দিয়েছে।

তারা আরও উল্লেখ করেন, শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার যে কোনো সমাজের প্রগতির মৌলিক শর্ত। এই অধিকারসমূহ বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর অন্তর্ভুক্ত। মানববন্ধনে বাধা প্রদান কেবল মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল নয়, এটি বিশ্ববিদ্যালয় এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। এ ছাড়াও এটি সংগঠনগুলোকে স্বাধীন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে চিন্তিত করে তোলে।

এ ছাড়াও বিবৃতিতে শিক্ষার্থীদের স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করে সংগঠনগুলো।

বিবৃতিতে স্বাক্ষর করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন ও সাধারণ সম্পাদক মাহাতাব লিমন, জবি প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসাইফ ও সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ, জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত রায় ও সাধারণ সম্পাদক উম্মে রাহনুমা রাদিয়া, জবি সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি তামজিদা ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সভাপতি আলিমুল ইসলাম, জবি আবৃত্তি সংসদের সভাপতি আতিফ মিসবাহ লগ্ন ও সাধারণ সম্পাদক শিউলি আক্তার, জবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মো. মিনহাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রেজওয়ান কবির, জবি ব্যান্ড মিউজিক এসোসিয়েশন এর সভাপতি মহিউদ্দিন আল আরাবি ও সাধারণ সম্পাদক ফয়সাল কবির, বাঁধন জবি ইউনিটের সভাপতি এনামুল হক বিজয় ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জবি চলচ্চিত্র সংসদের সভাপতি আদনান মাহমুদ সৈকত ও সাধারণ সম্পাদক হাসিবুজ্জামন রিক, জবি রঙ্গভূমির সভাপতি ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক আল কাদরী, জবি ফিল্ম ক্লাবের সভাপতি সাদমান শাহরিয়ার ও সাধারণ সম্পাদক মো. সোলায়মান খান, জবি আইটি সোসাইটির সভাপতি মো: রেদওয়ান আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. পারভেজ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

‘জামায়াত ক্ষমতায় এলে জুলাই শহীদদের জাতীয় মর্যাদা দেওয়া হবে’

শুধু মানুষ নয়, পশুপাখিও চিন্তা করে যুক্তি দিয়ে

শাহবাগে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ‘রাজনৈতিক মব’ হয়েছিল

আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ

‘বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে’

দায়িত্ব পালন করতে গিয়ে দগ্ধ রোমের দুই পুলিশ

এক দেয়াল ও ১৪ দরজা-জানালা রং করতে ৬৫৮ মিস্ত্রি!

এনসিসি জাতীয় কোনো ধারণার সঙ্গে একমত হইনি : সালাহউদ্দিন

সাদিয়ার স্বপ্ন পূরণে পাশে পারভেজ মল্লিক

১০

‘জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কাদের সেবা করার সুযোগ দেবে’

১১

শহীদ শিশু রিয়া গোপ হত্যার বিচারের আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার

১২

পাঠ্যপুস্তকে ভুল সংশোধনে শিক্ষকদের পরামর্শ চাইল শিক্ষা মন্ত্রণালয়

১৩

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক 

১৪

বিএনপি নেতা প্রকৌশলী সেলিমের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

১৫

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

১৬

শেষ ওয়ানডের আগে শঙ্কায় শান্ত

১৭

তারা কেমন পিআর পদ্ধতি চায়, প্রশ্ন নজরুল ইসলামের

১৮

হাসিনার স্বজনরা গ্রেপ্তার না হওয়ার কারণ জানালেন আলাল

১৯

কেন ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না শি জিনপিং

২০
X