কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:০২ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘একদম চুপ, কান ফাটাইয়া ফেলমু’, অধ্যক্ষকে জামায়াত কর্মী

কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীকে লাঞ্ছিত করার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। ছবি : কালবেলা
কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীকে লাঞ্ছিত করার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। ছবি : কালবেলা

‘একদম চুপ। কান ফাটাইয়া ফেলমু। বের হ।’ কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীকে ঠিক এমন উত্তপ্ত বাক্যে শাসালেন ইফতেখার আলম ভূঁইয়া নামে এক জামায়াত কর্মী। এ ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে এবং ওই জামায়াত কর্মীর বিচারের দাবিতে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) কুমিল্লা নগরীর কোটবাড়ি কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে। এতে নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার দুপুর ১টার দিকে জামায়াত কর্মী ইফতেখার আলম ভূঁইয়া ও তার ভাই অ্যাডভোকেট কাউছার আলম ভূঁইয়াসহ ৪ থেকে ৫ জন ব্যক্তি কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীর কক্ষে যান। ভেতরে বসে থাকা অবস্থায় অধ্যক্ষকে উদ্দেশ করে ইফতেখার আলম বলেন, ‘একদম চুপ। কান ফাটাইয়া ফেলমু। বের হ।’

এ সময় অধ্যক্ষকে বলতে শোনা যায়, ‘আরে মিয়া ধমক দিয়া কথা বলেন কেন।’ পরে অধ্যক্ষের আশপাশের আরও দুজন আঙুল তুলে শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করেন। তখন কলেজের কয়েকজন প্রভাষক তাদের চুপ রাখার চেষ্টা করলে তাদের দিকেও তেড়ে আসেন ওই জামায়াত কর্মী। অধ্যক্ষ ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী সকলের নিরাপত্তার জন্য পরিচালনা পর্ষদের সভাপতি সদর দক্ষিণ থানায় ফোন দিলে পরে বিষয়টি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্ত ইফতেখার আলম ভূঁইয়া জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরীর সহসভাপতি। তিনি কুমিল্লা রূপসী বাংলা কলেজ সমিতির সভাপতি এবং বুড়িচংয়ের আবিদপুর কলেজের সহকারী অধ্যাপক।

ভুক্তভোগী কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরী বলেন, আমি প্রতিদিনের ন্যায় কলেজে আমার কাজ করছিলাম। হঠাৎ আগের অধ্যক্ষ জামায়াত ইসলামীর কর্মী ইফতেখার সাহেবসহ কয়েকজন আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং আমাকে মারার হুমকি দেন। বিষয়টি আমি থানায় জানিয়েছি। এ ছাড়া কলেজ পর্ষদ আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

অভিযোগের বিষয়ে ইফতেখার আলম ভূঁইয়া বলেন, ‘অধ্যক্ষ নাদিম আওয়ামী লীগের দোসর। আমি কলেজকে ফ্যাসিস্ট মুক্ত করতে গিয়েছিলাম। এত বছর আওয়ামী লীগ এ কলেজ দখল করে রেখেছিল।’

এ বিষয়ে জানতে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদের মোবাইলে কল করা হলে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সোহেল বলেন, ‘ইফতেখার আলম ভূইয়া আমাদের কর্মী। ভাইরাল ভিডিওটির বিষয়ে মহানগর জামায়াতের আমিরের দৃষ্টিতে এসেছে। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘সিটি কলেজের অধ্যক্ষের সঙ্গে অপ্রীতিকর এ ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অধ্যক্ষ অভিযোগ দিলে আমরা নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা 

‘মানবতাবিরোধী আসামি বিরত থাকলে এমন ঘটনা এড়ানো সম্ভব’

পাবিপ্রবি ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত

দিল্লির পদক্ষেপে নজর রাখছে ঢাকা

শেখ মুজিবকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনী এক্সে পোস্ট করেছে কি?

একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

দ্বিতীয় দিনেও জ্বলছে তোফায়েল আহমদের বাড়ি, চলছে লুটপাট 

ভারতে আবারও যুদ্ধবিমান বিধ্বস্ত

বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মচারীদের কী সুখবর দিলেন সিনিয়র সচিব

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদদের স্মরণে জবি শিবিরের দোয়া মাহফিল

১০

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘ধানমন্ডি ৩২’

১১

ইয়ামাহা শোরুম রুবেল এক্সপ্রেস পরিদর্শন করেছেন খুলনা টাইগার্সের খেলোয়াড়রা

১২

রাতে একসঙ্গে মদপান, সকালে ৩ জনের মৃত্যু

১৩

শেখ হাসিনা ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন : মেজর হাফিজ

১৪

ন্যাশনাল পিপলস যুব পার্টির ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় জামায়াতের নিন্দা

১৬

এই সময় শিশুদের স্বাস্থ্য সমস্যা ও করণীয়

১৭

হাসিনার মিথ্যা ও বানোয়াট বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবাদ

১৮

৩২ নম্বরে ভাঙচুরের কারণ জানাল সরকার

১৯

গাজায় দুর্ঘটনায় ইসরায়েলের দুই সেনা নিহত, আহত ৮

২০
X