কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:০২ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘একদম চুপ, কান ফাটাইয়া ফেলমু’, অধ্যক্ষকে জামায়াত কর্মী

কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীকে লাঞ্ছিত করার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। ছবি : কালবেলা
কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীকে লাঞ্ছিত করার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। ছবি : কালবেলা

‘একদম চুপ। কান ফাটাইয়া ফেলমু। বের হ।’ কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীকে ঠিক এমন উত্তপ্ত বাক্যে শাসালেন ইফতেখার আলম ভূঁইয়া নামে এক জামায়াত কর্মী। এ ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে এবং ওই জামায়াত কর্মীর বিচারের দাবিতে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) কুমিল্লা নগরীর কোটবাড়ি কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে। এতে নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার দুপুর ১টার দিকে জামায়াত কর্মী ইফতেখার আলম ভূঁইয়া ও তার ভাই অ্যাডভোকেট কাউছার আলম ভূঁইয়াসহ ৪ থেকে ৫ জন ব্যক্তি কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীর কক্ষে যান। ভেতরে বসে থাকা অবস্থায় অধ্যক্ষকে উদ্দেশ করে ইফতেখার আলম বলেন, ‘একদম চুপ। কান ফাটাইয়া ফেলমু। বের হ।’

এ সময় অধ্যক্ষকে বলতে শোনা যায়, ‘আরে মিয়া ধমক দিয়া কথা বলেন কেন।’ পরে অধ্যক্ষের আশপাশের আরও দুজন আঙুল তুলে শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করেন। তখন কলেজের কয়েকজন প্রভাষক তাদের চুপ রাখার চেষ্টা করলে তাদের দিকেও তেড়ে আসেন ওই জামায়াত কর্মী। অধ্যক্ষ ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী সকলের নিরাপত্তার জন্য পরিচালনা পর্ষদের সভাপতি সদর দক্ষিণ থানায় ফোন দিলে পরে বিষয়টি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্ত ইফতেখার আলম ভূঁইয়া জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরীর সহসভাপতি। তিনি কুমিল্লা রূপসী বাংলা কলেজ সমিতির সভাপতি এবং বুড়িচংয়ের আবিদপুর কলেজের সহকারী অধ্যাপক।

ভুক্তভোগী কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরী বলেন, আমি প্রতিদিনের ন্যায় কলেজে আমার কাজ করছিলাম। হঠাৎ আগের অধ্যক্ষ জামায়াত ইসলামীর কর্মী ইফতেখার সাহেবসহ কয়েকজন আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং আমাকে মারার হুমকি দেন। বিষয়টি আমি থানায় জানিয়েছি। এ ছাড়া কলেজ পর্ষদ আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

অভিযোগের বিষয়ে ইফতেখার আলম ভূঁইয়া বলেন, ‘অধ্যক্ষ নাদিম আওয়ামী লীগের দোসর। আমি কলেজকে ফ্যাসিস্ট মুক্ত করতে গিয়েছিলাম। এত বছর আওয়ামী লীগ এ কলেজ দখল করে রেখেছিল।’

এ বিষয়ে জানতে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদের মোবাইলে কল করা হলে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সোহেল বলেন, ‘ইফতেখার আলম ভূইয়া আমাদের কর্মী। ভাইরাল ভিডিওটির বিষয়ে মহানগর জামায়াতের আমিরের দৃষ্টিতে এসেছে। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘সিটি কলেজের অধ্যক্ষের সঙ্গে অপ্রীতিকর এ ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অধ্যক্ষ অভিযোগ দিলে আমরা নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

১০

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১১

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১২

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৩

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৪

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৬

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৭

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৮

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৯

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

২০
X