শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

শাবিপ্রবিতে ১৬ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‍্যাগিংয়ের দায়ে হল থেকে আজীবন বহিষ্কৃত ১৬ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, ‘শাবিপ্রবির শৃঙ্খলা বোর্ডের সুপারিশ এবং ২৩৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ব্যবসায় প্রশাসন বিভাগের ১৬ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে আজীবন বহিষ্কার ও নিষিদ্ধের শাস্তি প্রত্যাহার করা হয়েছে।’

শাস্তি প্রত্যাহার করা শিক্ষার্থীরা হলেন- মো. পাবন মিয়া, মো. রিয়াজ হোসেন, পায়েল আহমেদ, মো. খালেদ সাইফুল্লাহ, রামিম আহমদ, মো. রাকিব হোসেন, অশেষ চাকমা, সৌরভ নাথ, শরিফুল ইসলাম, অনিক দাস, মো. ফাহিম মিয়া, নয়ন চন্দ্র দে, মো. তোহা মিয়া, মো. আশিক হোসেন, মো. আল আমিন ও মো. আপন মিয়া। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও প্রশাসন সূত্র জানায়, ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের ব্যবসায় প্রশাসন বিভাগের ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে একই বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে র‍্যাগ দেওয়ার অভিযোগ ওঠে। ওই সময়ে প্রাথমিকভাবে তাদের সাময়িক বহিষ্কার করেছিল তৎকালীন কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এর এক মাস পর ২২৭তম সিন্ডিকেট সভায় ১৬ শিক্ষার্থীকে স্থায়ীভাবে সব আবাসিক হল থেকে বহিষ্কার ও নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বহিষ্কৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষের কাছে ওই ঘটনার পুনঃতদন্তের আবেদন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালককে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট রিভিউ কমিটি গঠন করেন কর্তৃপক্ষ।

রিভিউ কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোখলেসুর রহমান কালবেলাকে বলেন, শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতেই এ রিভিউ কমিটি গঠন করা হয়। রিভিউ কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট শিক্ষার্থীদের শাস্তি প্রত্যাহার করে।

তিনি আরও বলেন, পূর্বের যে তদন্ত প্রতিবেদন তা অসংগতিপূর্ণ। সে কারণে তা সঠিক মনে হয়নি। পূর্বের শাস্তি পক্ষপাতমূলক ছিল। তাই রিভিউ কমিটি পুনরায় তদন্ত করে সুপারিশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তপশিল : রেকর্ডের জন্য বিটিভি-বেতারকে আহ্বান ১০ ডিসেম্বর

মানুষের ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া সুস্থ হবেন, প্রত্যাশা ফারুকের

অর্থনীতি নিয়ে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে : প্রেস সচিব

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দুই রাজ্য 

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষ / ১৫ দিন আগে দেশে আসা মামুনের জীবন গেল গুলিতে

বাংলাদেশ দলে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে

রোমানিয়ার ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

হঠাৎ রেলক্রসিংয়ে ব্যারিকেড, দ্রুত সমাধান চান স্থানীয়রা

মধ্যযুগীয় কায়দায় যুবককে হত্যা

শুরু হচ্ছে ‘MyNumberMyStory’ ক্যাম্পেইন

১০

রাজনৈতিক মিম-সংস্কৃতি, জনমতের যুদ্ধক্ষেত্র 

১১

নির্বাচনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান ঢাকা ডিসির

১২

গুগল ক্রোমে অটোফিল এখন আরও সহজ

১৩

ভিড়ের মাঝেও আলাদা ‘স্পর্শিয়া’

১৪

যুদ্ধবিমানে রাডার লক, চীনের রাষ্ট্রদূতকে তলব করল জাপান

১৫

জামায়াত আমির / নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসা করে

১৬

রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, সন্দেহ গৃহকর্মীকে

১৭

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

১৮

পথেই থেমে গেল নৌবাহিনী সদস্যের জীবন

১৯

দাফনের ২ মাস পর কবর থেকে প্রবাসীর লাশ উত্তোলন

২০
X