পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩২ এএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবি ছাত্রদলের ৫ কর্মীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা

মারধরে জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
মারধরে জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থীকে হলের রুমে ঢুকে মারধর করার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পাঁচ কর্মীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে হল প্রশাসন।

এর মধ্যে ছাত্রদল কর্মী ওমর ফারুককে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শিহাব এবং ইমন হলে অবৈধভাবে থাকার কারণে তাদেরকে শনিবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে। ছাত্রদল কর্মী সৈকত এবং জাকির আবাসিক শিক্ষার্থী না হওয়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় হল ফটকে মারধরে জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী সামনে হল প্রভোস্ট অধ্যাপক ড. আমিরুল ইসলাম মীরু, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হকসহ উপস্থিত শিক্ষকরা এ সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষার্থীদের সামনে হল প্রভোস্ট অধ্যাপক ড. আমিরুল ইসলাম মীরু বলেন, আমরা সাময়িকভাবে অভিযোগ পাওয়া পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আগামীকাল ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ দিলে তদন্ত কমিটি করা হবে। এর মধ্যে ওমর ফারুক হলের আবাসিক শিক্ষার্থী হওয়াতে ওকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে কি না সেটা তদন্ত কমিটি দেখবেন। শিহাব অবৈধভাবে কেন হলে ছিল সেটাও তদন্ত করা হবে। ইমন গনরুমে থাকত, তাকে আপাতত গনরুম থেকে নামার নির্দেশ দেওয়া হয়েছে। সৈকত এবং জাকির আবাসিক শিক্ষার্থী না হওয়া সত্বেও কেন হলে এসে মারামারি করলো সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিবেন। এর বাইরে অজ্ঞাত নামা দুইজন শিক্ষার্থী আছে যাদের আমরা খুঁজে বের করব।

এর আগে, দুপুর ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫২৬ নাম্বার রুমে ঢুকে পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরাদ হাসানকে মারধর করেন ছাত্রদল কর্মী সৈকত, শিহাব, ইমন, ওমর ফারুক ও জাকির। এরা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক একরামুল ইসলাম লিমনের অনুসারী। এই ঘটনা জানার পরই হলের সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এরপরই হল প্রশাসন, প্রক্টরিয়াল বডি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের টিম ভুক্তভোগী এবং অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

রিজার্ভ বেড়ে ৩০.৮৫ বিলিয়ন ডলারে

জাকসু নির্বাচন, ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নিয়ে আসছে ছাত্রশিবির

ঢাকঢোল পিটিয়ে বেদখলে থাকা জমি উদ্ধার 

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব’

আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না : জামায়াতের সহকারী সেক্রেটারি

মানুষ ভাত পাচ্ছে না আর উপদেষ্টারা হাঁসের মাংস খুঁজতে বের হচ্ছেন : আলাল

বিচারককে ‘ঘুষ’, বারে আইনজীবীর সদস্যপদ স্থগিত

ট্রাক প্রতীক নিয়ে নিজ এলাকা চষে বেড়াচ্ছেন আবু হানিফ 

শিক্ষককে ছুরি মারা সেই ছাত্রী এখন শিশু উন্নয়ন কেন্দ্রে

১০

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত

১১

নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা

১২

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

১৩

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

১৪

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

১৫

‘সবার উপরে ভাত’ নাটকের কোটি ভিউজ উদযাপন

১৬

‘এক পায়ে পাড়া দিয়ে, আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’

১৭

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

১৮

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

১৯

নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন তারেক রহমান

২০
X