রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম যোগদান করেছেন।
আজ রোববার (২০ আগস্ট) সকালে তিনি ভিসির দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। রুয়েটের জনসংযোগ দপ্তরের উপপরিচালকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম উপাচার্য হিসেবে যোগদান করেই দিনভর অত্যন্ত কর্মব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি সকাল থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধানদের সঙ্গে সৌজন্য সভা করেন। এ সময় রুয়েটের বর্তমান একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিকেলে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন ড. মো. জাহাঙ্গীর আলম। এতে দেওয়া বক্তব্যে তিনি রুয়েটের শিক্ষা, প্রশাসনিক ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমাদের চেষ্টা হবে, এ বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। যাতে এখানকার শিক্ষার্থীরা দেশ ছাড়িয়ে বিশ্বে এ শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও খ্যাতিকে নতুন পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়।’
রুয়েটের নবনিয়ুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক। এ ছাড়া তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন।
২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
জাহাঙ্গীর আলম চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জাপানের জাইকা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) আজীবন সদস্য। তিনি যুক্তরাষ্ট্রের আমেরিকান সোসাইটি অব ইঞ্জিনিয়ার্স (এএসসিই) এবং নিউইয়র্ক একাডেমি অব সায়েন্সের সদস্য।
এ ছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বিএসএমআরএমইউ) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রুয়েটের সিন্ডিকেট সদস্য হিসেবেও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।
গত ১২ আগস্ট রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ১৯৬০ সালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে ঘাসবাড়িয়া এনজি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৮ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করেন।
তিনি ১৯৮৪ সালে চুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯২ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
পরে তিনি ১৯৯৪ সালে ইউনেস্কো স্কলারশিপে আনা ইউনিভার্সিটি অব মাদ্রাজ (ইন্ডিয়া) থেকে পিএইচডি এবং ১৯৯৭ সালে ভূমিকম্প (আর্থকোয়েক) ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ফেলোশিপ অর্জন করেন।
মন্তব্য করুন