বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ প্রতীক্ষার পর বাস পেলেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা

বাঙলা কলেজের নতুন বাস মুক্তি। ছবি : কালবেলা
বাঙলা কলেজের নতুন বাস মুক্তি। ছবি : কালবেলা

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজ। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন নানা সমস্যায় জর্জরিত ছিল। এর মধ্যে অন্যতম ছিল পরিবহন ব্যবস্থা। পরিবহনের অভাবে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের পড়তে হতো নানা ভোগান্তিতে। অবশেষে তাদের মিলছে কিছুটা স্বস্তি। প্রথমবারের মতো বিআরটিসির একটি ডাবল ডেকার বাস পেয়েছে বাঙলা কলেজের শিক্ষার্থীরা।

বিপুল সংখ্যক শিক্ষার্থীর তুলনায় প্রতিষ্ঠানটিতে এতদিন মাত্র দুটি বাস ছিল, যার মধ্যে একটি ছিল ব্যবহারের অযোগ্য অবস্থায়। এবার বহরে যুক্ত হলো নতুন ডাবল ডেকার বাস। নতুন এই বাস পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

জানা গেছে, বাস, হলসহ বিভিন্ন সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে কলেজ প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। পূর্ববর্তী অধ্যক্ষরা পরিবহন সমস্যা সমাধানের আশ্বাস দিলেও বাস্তব অগ্রগতি হয়নি। তবে নতুন অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে সফল হওয়ায় শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন।

বুধবার (৩০ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে বাসটির উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাসটির নাম রাখা হয়েছে ‘মুক্তি’।

এ বিষয়ে কলেজ শিক্ষার্থী নাফিজ আন্নান অর্ণব বলেন, ‘ক্যাম্পাসে নতুন বাস আসা নিঃসন্দেহে একটি আনন্দদায়ক ব্যাপার। এটি শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ এবং সময়সাশ্রয়ী করবে। নতুন বাস যুক্ত হওয়ায় এখন থেকে ক্লাসে উপস্থিতি বাড়বে এবং পরিবহন খরচ কমবে।’

বাসটির উদ্বোধন শেষে অধ্যক্ষ বলেন, ‘আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা পরিবহন সমস্যার সম্মুখীন হচ্ছিল এবং আমার কাছে এই সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসছিল। অবশেষে তাদের সেই প্রত্যাশা পূরণ হলো।’

ঘোষণা অনুযায়ী, ‘মুক্তি’ ডাবল ডেকার বাসটি প্রতিদিন সকাল ৭টা ২৫ মিনিটে নবীনগর থেকে যাত্রা শুরু করে সাভার, হেমায়েতপুর, গাবতলী হয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছাবে। আবার দুপুর ২টা ৩০ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে নবীনগরের উদ্দেশে রওনা দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

১০

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

১১

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১২

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১৩

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

১৪

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৫

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

১৬

সাবেক এমপির গাড়ি ও সুপার মার্কেটসহ ৬৯৪ শতক জমি জব্দ 

১৭

বিদ্রোহী প্রার্থীকে সমর্থন, পদ হারালেন বিএনপির ৬ নেতা 

১৮

খরচ না পেয়ে নির্বাচনী দায়িত্ব ছাড়লেন মহিলা দল নেত্রী

১৯

আইসিসির চাপে পিসিবি কোণঠাসা: বয়কটের সম্ভাবনা ক্ষীণ

২০
X