বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ প্রতীক্ষার পর বাস পেলেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা

বাঙলা কলেজের নতুন বাস মুক্তি। ছবি : কালবেলা
বাঙলা কলেজের নতুন বাস মুক্তি। ছবি : কালবেলা

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজ। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন নানা সমস্যায় জর্জরিত ছিল। এর মধ্যে অন্যতম ছিল পরিবহন ব্যবস্থা। পরিবহনের অভাবে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের পড়তে হতো নানা ভোগান্তিতে। অবশেষে তাদের মিলছে কিছুটা স্বস্তি। প্রথমবারের মতো বিআরটিসির একটি ডাবল ডেকার বাস পেয়েছে বাঙলা কলেজের শিক্ষার্থীরা।

বিপুল সংখ্যক শিক্ষার্থীর তুলনায় প্রতিষ্ঠানটিতে এতদিন মাত্র দুটি বাস ছিল, যার মধ্যে একটি ছিল ব্যবহারের অযোগ্য অবস্থায়। এবার বহরে যুক্ত হলো নতুন ডাবল ডেকার বাস। নতুন এই বাস পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

জানা গেছে, বাস, হলসহ বিভিন্ন সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে কলেজ প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। পূর্ববর্তী অধ্যক্ষরা পরিবহন সমস্যা সমাধানের আশ্বাস দিলেও বাস্তব অগ্রগতি হয়নি। তবে নতুন অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে সফল হওয়ায় শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন।

বুধবার (৩০ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে বাসটির উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাসটির নাম রাখা হয়েছে ‘মুক্তি’।

এ বিষয়ে কলেজ শিক্ষার্থী নাফিজ আন্নান অর্ণব বলেন, ‘ক্যাম্পাসে নতুন বাস আসা নিঃসন্দেহে একটি আনন্দদায়ক ব্যাপার। এটি শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ এবং সময়সাশ্রয়ী করবে। নতুন বাস যুক্ত হওয়ায় এখন থেকে ক্লাসে উপস্থিতি বাড়বে এবং পরিবহন খরচ কমবে।’

বাসটির উদ্বোধন শেষে অধ্যক্ষ বলেন, ‘আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা পরিবহন সমস্যার সম্মুখীন হচ্ছিল এবং আমার কাছে এই সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসছিল। অবশেষে তাদের সেই প্রত্যাশা পূরণ হলো।’

ঘোষণা অনুযায়ী, ‘মুক্তি’ ডাবল ডেকার বাসটি প্রতিদিন সকাল ৭টা ২৫ মিনিটে নবীনগর থেকে যাত্রা শুরু করে সাভার, হেমায়েতপুর, গাবতলী হয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছাবে। আবার দুপুর ২টা ৩০ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে নবীনগরের উদ্দেশে রওনা দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রো চলাচল নিয়ে স্বস্তির বার্তা ডিএমটিসিএলের

বিজিবির অভিযানে ৮৮ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

নিষ্ঠার সঙ্গে কাজ করতে সদস্যদের প্রতি বিমানবাহিনী প্রধানের আহ্বান

সীমান্তে সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড

কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে আগ্রহী ৪৫ পরিবার

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদন করুন আজই

দলমত নির্বিশেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করি : আব্দুল্লাহ

মেডিকেলে ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

‘ফুলেল খেলাঘর আসর’ সংগঠনের যাত্রা শুরু

জাদুঘর থেকে ব্রিটিশ আমলের ছয় শতাধিক নিদর্শন চুরি

১০

আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

১১

জুতার ফিতায় ঝুলে ছিল কিশোরের লাশ

১২

আরও ছয় জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

১৩

পরিত্যক্ত অবস্থায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

১২ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৭

স্বপ্ন পূরণের আগেই ফিরেছেন লাশ হয়ে

১৮

পঞ্চগড়ে তাবলিগ জামায়াতের পাকিস্তানি শূরা সদস্যের মৃত্যু

১৯

‘বিদেশিদের স্বার্থকে প্রাধান্য দেবে এমন কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না’

২০
X