

আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেশের স্বাস্থ্যখাতের দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বলে জানিয়েছেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
শনিবার (৩১ জানুয়ারি) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির পক্ষ থেকে ধানের শীষের প্রচারণা এবং স্বাস্থ্যখাতে সংস্কারভিত্তিক দেশ গড়ার পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক এই সম্পাদক। এ সময় তিনি চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্সিং শিক্ষার্থী, মেডিকেল শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। স্বাস্থ্যসেবার মান, অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা এবং রোগীদের ভোগান্তি নিয়ে উপস্থিতরা নানা প্রশ্ন ও মতামত তুলে ধরেন। ডা. রফিকুল ইসলাম এসব বিষয়ে বিএনপির স্বাস্থ্যখাত উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে জবাব দেন। তিনি বলেন, স্বাস্থ্যখাতকে জনগণের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
ডা. রফিকুল ইসলাম আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে দুর্নীতির বিরুদ্ধে তাদের ঘোষিত জিরো টলারেন্স নীতি স্বাস্থ্যখাতেও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। ওষুধ ক্রয়, যন্ত্রপাতি সরবরাহ, নিয়োগ এবং হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক এই সম্পাদক বলেন, বর্তমানে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে বরাদ্দ ধাপে ধাপে বৃদ্ধি করে জিডিপির কমপক্ষে ৫ শতাংশ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত চিকিৎসা সম্প্রসারণ, গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর শূন্যপদ পূরণ এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি সংযোজনের পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি'র স্বাস্থ্যবিষয়ক এই সম্পাদক।
মতবিনিময়কালে কয়েকজন বক্তা অতীতের মতো আসন্ন নির্বাচনেও ভোটাধিকার প্রয়োগ করতে না পারার শঙ্কার কথা প্রকাশ করেন। এ প্রেক্ষিতে ডা. রফিকুল ইসলাম বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে এবং ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। একইসঙ্গে সবাইকে তিনি নিজ নিজ আত্মীয়-স্বজনদের বিএনপির দেশ গড়ার পরিকল্পনার বিভিন্ন দিক অবহিত করে ভোটের দিন সুচিন্তিত মতামত দেয়ার আহবান জানান। এ সময় তিনি কৃষিকার্ড, ফ্যামিলি কার্ডসহ বিএনপির বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
কর্মসূচির শেষ পর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে বিএনপির ঘোষিত দেশ গড়ার রূপরেখা, স্বাস্থ্যখাত সংস্কার পরিকল্পনা এবং সুশাসনভিত্তিক উন্নয়ন ভাবনা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএসএসের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা. শাহ মো শাহজাহান আলী ও ডা. আসফারুল হাবিব রোজ, ডা. জিয়া, ডা. ইউনুস, ডা. আনিসসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা।
মন্তব্য করুন