জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন জাবি ছাত্রদল নেতা

শিক্ষার্থীকে সহায়তা প্রদানকালে। ছবি : কালবেলা
শিক্ষার্থীকে সহায়তা প্রদানকালে। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সি-ইউনিটে ৫১তম মেধাস্থান অর্জন করে আলোচনায় আসেন বগুড়ার ধুনট উপজেলার মেধাবী ছাত্রী রুপালি আক্তার। তবে অর্থনৈতিক অসচ্ছলতা ও পিতৃহীন জীবনের বাস্তবতায় তার স্বপ্ন ধূসর হয়ে যাচ্ছিল। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে সংশয়ে পড়ে যান তিনি।

এমন অবস্থায় বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। বিষয়টি জানানো হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরনকে। মানবিকতার পরিচয় দিয়ে তিনি তৎক্ষণাৎ রুপালির পাশে দাঁড়ান এবং তার ভর্তির সব দায়িত্ব নেন।

রুপালি আক্তার বলেন, হিরন ভাই পাশে না দাঁড়ালে হয়তো আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আর বাস্তব হতো না। এজন্য আমি তার প্রতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞ।

বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির দপ্তর সম্পাদক সোহাগ আহমেদ জানান, রুপালির বিষয়টি আমি আমাদের সমিতির সাধারণ সম্পাদক ওমর আল ফারুক পরাগের মাধ্যমে জানতে পারি। এরপর তার ভর্তির জন্য বিভিন্ন জায়গায় সহযোগিতার চেষ্টা করি। তখনই আমি হিরন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি এবং ভাই সঙ্গে সঙ্গে তার সব দায়িত্ব নিয়ে নেন।

তিনি আরও বলেন, হিরন ভাইয়ের মতো নেতাদের কারণে শিক্ষার্থীরা ভরসা পায়। জেলা সমিতির পক্ষ থেকে আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি তিনি ভবিষ্যতেও এমন মানবিক কাজে এগিয়ে আসবেন।

জানতে চাইলে হুমায়ুন হাবিব হিরন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের অনুপ্রেরণা; আপনারা দেখেছেন তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভর্তিতে সহায়তা করেন যা আমাদের অনুপ্রাণিত করে। তাছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলা বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান শামিমা সুলতানা, জাবি ছাত্রদলের নেতা ও বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির অন্য সদস্যরা।

এমন মানবিক ও ইতিবাচক ভূমিকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও প্রশংসিত হয়েছে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরাও একে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন’

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

১০

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

১১

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

১২

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

১৩

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

১৪

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

১৫

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

১৬

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

১৭

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

১৮

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার 

১৯

বিশ্বকাপে ভারতে না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি!

২০
X