শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুর ঘটনার বিচার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৪ ম) দুপুর সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন তারা।
সেখানে উপস্থিত আছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এ সময় তারা ’আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ’আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে', ইত্যাদি স্লোগান দেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় সাম্যের সঙ্গে থাকা একই ইনস্টিটিউট ও শিক্ষাবর্ষের বায়েজিদ ও রাফিও ছুরিকাঘাতে আহত হন।
মন্তব্য করুন