চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সমাবর্তনে আসা শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর চবি প্রাঙ্গণ। ছবি : সংগৃহীত
সমাবর্তনে আসা শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর চবি প্রাঙ্গণ। ছবি : সংগৃহীত

প্রায় এক দশক পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম সমাবর্তন। এ উপলক্ষে কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন, কেউ ক্যাম্পাসে হাঁটছেন হাসিমুখে। কারও গায়ে, কারও কাঁধে ঝোলানো গাউন। তাদের একের পর এক সেলফি, হাসির ঝলক আর আড্ডায় যেন মুখর পুরো ক্যাম্পাস।

বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখা যায় উৎসবমুখর এ দৃশ্য। এবারের সমাবর্তনে ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে গত সোমবারই গাউন বিতরণ শুরু করেছে কর্তৃপক্ষ। ওই দিন থেকেই নিজ বিভাগে এসে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা গাউন নিয়ে যাচ্ছেন। গাউন হাতে পেয়েই ক্যাম্পাসে ছবি তোলার হিড়িক তাদের। কেউ প্রিয় বন্ধুর সঙ্গে, কেউবা নিজের সন্তান কিংবা মা-বাবাকে নিয়ে দেখাতে এসেছেন স্মরণীয় এ প্রাঙ্গণ।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ১৯৭২ সালে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। পরে ১৯৭৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। ১৯৮৯ সাল পর্যন্ত মুহাম্মদ ইউনূস এই পদেই কর্মরত ছিলেন। এ সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি লিট উপাধি প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন, দক্ষিণ ক্যাম্পাস, বোটানিক্যাল গার্ডেন, জীববিজ্ঞান অনুষদ, শহীদ মিনার, কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়ি, সমাজবিজ্ঞান ঝুপড়ি, কেন্দ্রীয় খেলার মাঠসহ পুরো ক্যাম্পাসেই ঘুরে বেড়াচ্ছেন শিক্ষার্থীরা। তাদের একজন রাজনীতিবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আসিফ মাহমুদ। বন্ধুদের সঙ্গে কথা বলার ফাঁকে তিনি জানান, প্রায় সাত বছর পর তিনি ক্যাম্পাসে এসেছি। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। এ দিনটির জন্যই অপেক্ষায় ছিলাম।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নোবেল পুরস্কার পাওয়ার পর ২০০৬ সালে মুহাম্মদ ইউনূস একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। পরে ২০১৫ সালের সেপ্টেম্বরে অর্থনীতি বিভাগ পরিদর্শনে আসেন। সেই হিসেবে প্রায় ১০ বছর পর তিনি ক্যাম্পাসে আসছেন। আজ অনুষ্ঠানের এক ফাঁকে অর্থনীতি বিভাগে যেতে পারেন তিনি।

জানা গেছে, সমাবর্তনে মূল অনুষ্ঠান হচ্ছে কেন্দ্রীয় খেলার মাঠে। সেখানে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সেখানেই বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সঙ্গে সরকারের আরও চার উপদেষ্টা উপস্থিত থাকবেন। তারা হলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, বিদ্যুৎ ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ।

অনুষ্ঠানে অতিথিদের আসন গ্রহণ শুরু হবে দুপুর দেড়টায়। দুপুর ১টা ৪৫ মিনিটে সমাবর্তন শোভাযাত্রা হবে। তবে এতে কোনো গ্র্যাজুয়েট অংশ নিতে পারবেন না। পরে দুপুর ২টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। প্রধান উপদেষ্টার বক্তব্য, ডি লিট গ্রহণ, শিক্ষা উপদেষ্টার বক্তব্য, উপাচার্যের বক্তব্য, দুই সহ-উপাচার্যের বক্তব্য মিলিয়ে অনুষ্ঠান শেষ হবে বিকেল ৪টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১০

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১১

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১২

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৩

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৪

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৫

বিজয় থালাপতি এখন বিপাকে

১৬

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৭

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৮

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৯

সুর নরম আইসিসির

২০
X