চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নিজ ক্যাম্পাসে গিয়ে উচ্ছ্বসিত ড. ইউনূস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিয়ে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিয়ে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : কালবেলা

১০ বছর পর নিজ বিশ্ববিদ্যালয়ে গেছেন সাবেক শিক্ষক ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গাউন পরিহিত ড. মুহাম্মদ ইউনূসকে ক্যাম্পাসে প্রবেশ করার পর থেকেই উচ্ছ্বসিত দেখা গেছে। মুখভরা হাসিই জানান দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিয়ে উচ্ছ্বসিত তিনি।

বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসে পৌঁছান তিনি। প্রায় এক দশক পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ। এ সমাবর্তনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা যায়, তিনি ১৯৭২ সালে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস। পরে ১৯৭৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। ১৯৮৯ সাল পর্যন্ত মুহাম্মদ ইউনূস এ পদেই কর্মরত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নোবেল পুরস্কার পাওয়ার পর ২০০৬ সালে মুহাম্মদ ইউনূস একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। পরে ২০১৫ সালের সেপ্টেম্বরে অর্থনীতি বিভাগ পরিদর্শনে আসেন। সেই হিসাবে প্রায় ১০ বছর পর তিনি ক্যাম্পাসে আসছেন। আজ অনুষ্ঠানের এক ফাঁকে অর্থনীতি বিভাগে যেতে পারেন।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইয়াহইয়া আখতার। এ ছাড়া উপস্থিত রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ এবং আরও চারজন উপদেষ্টা।

কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে সমাবর্তন শোভাযাত্রা, যেখানে বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষক অংশ নেবেন। তবে এ শোভাযাত্রায় গ্র্যাজুয়েটরা অংশ নিতে পারবেন না। মূল অনুষ্ঠান শুরু হবে বেলা ২টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের সমাবর্তনে ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিধারীসহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হবে। এই বিশাল আয়োজনকে ঘিরে খরচ ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা, যার মধ্যে ৩ কোটি টাকায় নির্মিত হয়েছে দেড় লাখ স্কয়ার ফিটের অত্যাধুনিক প্যান্ডেল। সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিসহ প্রায় এক লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বাসে করে ক্যাম্পাসে আসেন গ্র্যাজু্য়েট শিক্ষার্থীরা। বিশেষ এ দিনটি উদ্‌যাপন করতে সঙ্গে এসেছেন পরিবার পরিজনও। ৪২ জন পিএইচডি, ৩৩ জন এম ফিলসহ ২২ হাজার ৫ ৮৬ শিক্ষার্থীকে দেওয়া হবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের মূল অনুষ্ঠানে বসার ব্যবস্থা করা হয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিসহ ২৫ হাজার মানুষের। পুরো ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে সাজসাজ রব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি শ্রমিকের মরদেহের সঙ্গে সৌদি মালিকের নিষ্ঠুর আচরণ

আমরা চাইলে নতুন বিশ্ব গড়তে পারি : প্রধান উপদেষ্টা

ইমাম-মুয়াজ্জিনদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার আহ্বান আহমাদুল্লাহর

বিয়ের ৫ মাসে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সাম্য হত্যার পর সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে নড়েচড়ে বসল প্রশাসন

গরম পানি নিক্ষেপে জবি শিক্ষার্থীদের ক্ষোভ

সাবেক সেনাসদস্যদের আবেদন নিয়ে আইএসপিআরের বিবৃতি

কোটাবিহীন প্রাথমিকে বড় নিয়োগের প্রস্তুতি  

নিখোঁজের একদিন পর দাদি-নাতনির মরদেহ উদ্ধার

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মাঝে নতুন বিরোধে জড়াল ভারত

১০

সমাবেশ সফলে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

১১

নতুন প্রজন্মকে দায়িত্ব পালনের সঠিক প্রস্তুতি নিতে হবে : মঈন খান

১২

কালবেলা এসি মেলা শুরু বৃহস্পতিবার

১৩

আশুলিয়ায় চার মাসে ৪২২ মিসকেস নিষ্পত্তি

১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ 

১৫

টিউলিপকে ফেরাতে যে সিদ্ধান্ত নিল দুদক

১৬

ঢাবি ছাত্রদল নেতা হত্যায় গ্রেপ্তারকৃতদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য

১৭

বিশ্লেষণ / ট্রাম্প কি ভারতের হাত ছেড়ে দিলেন?

১৮

ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ

১৯

উচ্চশিক্ষার নামে জবিয়ানদের সঙ্গে প্রতারণা : শিবির সভাপতি 

২০
X