ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী উদ্যানে চলবে অভিযান

টিএসসির উদ্যান গেট। ছবি : সংগৃহীত  
টিএসসির উদ্যান গেট। ছবি : সংগৃহীত  

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের পর নানা সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। এর মধ্যে অন্যতম রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ করে দেওয়াল নির্মাণ করা এবং বৃহস্পতিবার (১৫ মে) থেকে অভিযান শুরু করা।

বুধবার (১৪ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ডিএমপি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংশ্লিষ্টরা এ সভায় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ করে দেওয়াল নির্মাণ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে রেইড শুরু হবে। আগস্ট থেকে আমরা ন্যূনতম পাঁচবার রেইড দিয়েছি।

তিনি বলেন, আমরা রেইড নিয়মিত করে মন্ত্রণালয়ের মাধ্যমে একটি কমিটি করা হবে যারা এ বিষয়ে তদারকি করবে। পর্যাপ্ত লাইটের ও সিসিটিভির ব্যবস্থা করা হবে। রমনা পার্ককে মাথায় রেখে সোহরাওয়ার্দী উদ্যানকে যাতে আধুনিক পার্কে রূপান্তরিত করা যায় সেটা নিয়ে একটি স্টাডি করা হবে। উদ্যানকে মাথায় রেখে একটি পুলিশ বক্স বসানোর জন্য ডিএমপিকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ে অর্ধদিবস শোক পালন করা হবে এবং ক্লাস-পরীক্ষা অর্ধ বেলা বন্ধ থাকবে।

উপাচার্য বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর প্রথম সপ্তাহ থেকেই নিরাপত্তা নিয়ে কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান ও বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই কাজ করতে হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান মূলত গণপূর্ত মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি করপোরেশনের যৌথভাবে নিয়ন্ত্রণ করে। আমরা চেষ্টা করেছি বহিরাগত, যানবাহন নিয়ন্ত্রণ করা। আমাদের লোকবল সংকটের কারণে আমরা কিছু লোক নিয়োগ দিয়েছি। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা এসব করেছি। এতে করে কিছুটা সফলতা এসেছে। কোন কোন মহল থেকে আমরা সহযোগিতা পাইনি। সেসময় দাবি তোলা হয়, এই নিয়ন্ত্রণ (বহিরাগত ) করলে বিশ্ববিদ্যালয়ের ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ন হয়।

সারাদেশে মানুষের সাথে আমরাও গভীরভাবে শোকাহত এবং শিক্ষক হিসেবে এটি আমাদের জন্য একটি গভীর বেদনার বলে উল্লেখ করেন উপাচার্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে নিজ ট্রাকেই প্রাণ গেল চালকের

ইসির আচরণবিধি নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

জকসু নির্বাচনে অংশ নেওয়ার শিক্ষার্থীরা বুলিংয়ের শিকার : চন্দন কুমার

নায়কদের দিন শেষ? ২০০ কোটি পারিশ্রমিক নিয়ে শীর্ষে রাজামৌলি

একজন উপদেষ্টার ইশারায় আমাকে আটক করা হয়েছিল : সাংবাদিক সোহেল

কেন সন্তানরা বড় হলে বাবা-মায়ের কাছে কম যায়

সাংবাদিককে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়

ময়মনসিংহে ট্রেনে আগুন

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল মাত্র দেড় লাখ মানুষের দেশ

১১

৩ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

১২

সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি

১৩

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৪

জকসু নির্বাচন / একই পদে শিবির-ছাত্রদল প্যানেল থেকে দুই জুলাই যোদ্ধা

১৫

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

১৬

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল

১৭

জামায়াত-এনসিপিসহ ৭ দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

১৮

​​​​​​​এপস্টাইন ফাইলস প্রকাশের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস

১৯

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল 

২০
X