ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী উদ্যানে চলবে অভিযান

টিএসসির উদ্যান গেট। ছবি : সংগৃহীত  
টিএসসির উদ্যান গেট। ছবি : সংগৃহীত  

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের পর নানা সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। এর মধ্যে অন্যতম রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ করে দেওয়াল নির্মাণ করা এবং বৃহস্পতিবার (১৫ মে) থেকে অভিযান শুরু করা।

বুধবার (১৪ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ডিএমপি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংশ্লিষ্টরা এ সভায় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ করে দেওয়াল নির্মাণ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে রেইড শুরু হবে। আগস্ট থেকে আমরা ন্যূনতম পাঁচবার রেইড দিয়েছি।

তিনি বলেন, আমরা রেইড নিয়মিত করে মন্ত্রণালয়ের মাধ্যমে একটি কমিটি করা হবে যারা এ বিষয়ে তদারকি করবে। পর্যাপ্ত লাইটের ও সিসিটিভির ব্যবস্থা করা হবে। রমনা পার্ককে মাথায় রেখে সোহরাওয়ার্দী উদ্যানকে যাতে আধুনিক পার্কে রূপান্তরিত করা যায় সেটা নিয়ে একটি স্টাডি করা হবে। উদ্যানকে মাথায় রেখে একটি পুলিশ বক্স বসানোর জন্য ডিএমপিকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ে অর্ধদিবস শোক পালন করা হবে এবং ক্লাস-পরীক্ষা অর্ধ বেলা বন্ধ থাকবে।

উপাচার্য বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর প্রথম সপ্তাহ থেকেই নিরাপত্তা নিয়ে কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান ও বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই কাজ করতে হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান মূলত গণপূর্ত মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি করপোরেশনের যৌথভাবে নিয়ন্ত্রণ করে। আমরা চেষ্টা করেছি বহিরাগত, যানবাহন নিয়ন্ত্রণ করা। আমাদের লোকবল সংকটের কারণে আমরা কিছু লোক নিয়োগ দিয়েছি। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা এসব করেছি। এতে করে কিছুটা সফলতা এসেছে। কোন কোন মহল থেকে আমরা সহযোগিতা পাইনি। সেসময় দাবি তোলা হয়, এই নিয়ন্ত্রণ (বহিরাগত ) করলে বিশ্ববিদ্যালয়ের ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ন হয়।

সারাদেশে মানুষের সাথে আমরাও গভীরভাবে শোকাহত এবং শিক্ষক হিসেবে এটি আমাদের জন্য একটি গভীর বেদনার বলে উল্লেখ করেন উপাচার্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কের পাশে উদ্ধার হওয়া সেই শিশুর পাশে দাঁড়াল ‘স্বপ্ন’

জকসু নির্বাচন / ২৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা, এগিয়ে রিয়াজুল

সবচেয়ে কম তাপমাত্রা থাকতে পারে যে ২ দিন

কীসের নেশায় গ্রিনল্যান্ড চান ট্রাম্প?

অবসরের পর কোচ নন, ক্লাব মালিক হতে চান মেসি

বহিষ্কারের পর তারেক রহমানের সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

গণভোটের পরীক্ষায় আপনারা ‘হ্যাঁ’ ভোট দেবেন : হাসনাত আব্দুল্লাহ

ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অটল বাংলাদেশ : আসিফ নজরুল

সিলেটে রায়হান হত্যা : পেছালো রায় ঘোষণা, হচ্ছে অধিকতর শুনানি

আশা করি বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে : জোভান

১০

গাজীপুরে আরও এক কারখানা বন্ধ ঘোষণা

১১

কেউ আপনাকে গোপনে ভালোবাসছে কি না, বুঝে নিন ১০ লক্ষণে

১২

তেলবাহী জাহাজ ঘিরে মার্কিন বাহিনীর সঙ্গে উত্তেজনা, রুশ সাবমেরিন মোতায়েন

১৩

ঘুষের টাকাসহ সরকারি কর্মকর্তা হাতেনাতে আটক

১৪

রাতে খাওয়া বন্ধ করলে কি ওজন কমে? যা বলছেন পুষ্টিবিদ

১৫

কুমিল্লায় আ.লীগ নেতা গ্রেপ্তার

১৬

মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

১৭

হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা

১৮

আইইডিসিআর / নিপাহ ভাইরাস ৩৫ জেলায়, আক্রান্ত হলেই মৃত্যু

১৯

নামাজের সময় চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়, জানুন

২০
X