দেশের ছোট পর্দার অন্যতম আলোচিত মুখ তানজিন তিশা। ঈদের আগেই দেশ ছেড়েছিলেন, ফিরে এসে টানা দেড় মাস ধরে আছেন সম্পূর্ণ বিরতিতে। শুটিং নেই, নতুন কাজ নেই- এ যেন ক্যারিয়ারের এক অঘোষিত ‘লম্বা ছুটি’।
এই ফাঁকে তিশাকে ঘিরে জমেছে নানা গুঞ্জন। বিশেষ করে বলিউড তারকা শারমান যোশীর বিপরীতে ‘ভালোবাসার মওসুম’ সিনেমায় তার অভিনয়ের খবর ছড়িয়ে পড়ার পর আলোচনা তুঙ্গে। শুরু থেকে এ বিষয়ে নীরব থাকলেও এবার মুখ খুললেন অভিনেত্রী। তবে সরাসরি কিছু না বলে তিনি ইঙ্গিতের সুরেই বললেন, ‘সিনেমাটিতে আমি আছি এমন অনেক নিউজ হয়েছে। আমি নিজেও দেখেছি। তবে নিউজ তো অনেক হয়। কতটা সত্যি, কতটা নয়- দর্শকই জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে সামনে নতুন কোনো সারপ্রাইজ নিয়েই হাজির হব।’
যদিও গোপন রেখেছেন অনেক কিছু, তবে কথার ফাঁকেই জানিয়ে দিলেন- শারমান যোশীর সঙ্গে কাজ করার সুযোগ এলে সেটি ক্যারিয়ারের বড় প্রাপ্তি হবে।
আর গুঞ্জন? প্রেম, সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে কানাঘুষোতে কর্ণপাতই করেন না তিনি। সাফ ভাষায় তিশা বলেন, ‘গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি। দর্শক আমাকে পছন্দ করেন আমার কাজের জন্য। তাই কাজ নিয়েই কথা বলতে চাই, কাজ নিয়েই আনন্দিত হই।’
বিরতির পর কবে কাজে ফিরবেন- এখনো চূড়ান্ত করেননি। তবে ইঙ্গিত দিলেন, শিগগিরই নতুন চমক নিয়ে হাজির হবেন এই অভিনেত্রী।
এদিকে ভক্তদের জন্য সান্ত্বনার খবর, মাসের শেষেই দেশের এক ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে নাটক ‘খোয়াবনামা’। ভিকি জাহেদ পরিচালিত এ নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা।
মন্তব্য করুন