সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগেই ডাকসুর তপশিল চান ঢাবি শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলনে ঢাবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ঢাবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ঈদুল আজহার বন্ধ ঘোষণার পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ও তপশিল চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল তিনটায় ডাকসুর রোডম্যাপ ও তপশিল ঘোষণার দাবিতে ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

মুসাদ্দিক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নয় মাস পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ আয়োজন করার ব্যাপারে কোন পদক্ষেপ নিতে পারেনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার দাবি জানিয়েছিলাম যাতে ডাকসু নির্বাচনের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন্তু তারা আমাদের যতবার কথা দিয়েছে প্রতিবারই কথার বরখেলাপ করেছে। সর্বশেষ আমাদের বারবার দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করেছিল তারা মে মাসের প্রথম অর্ধের মধ্যে ডাকসুর রোড ম্যাপ ও খসড়া ভোটার তালিকা ঘোষণা করবে। কিন্তু আজকে নির্ধারিত সময়ের এক সপ্তাহ পার হওয়ার পরও তারা এটি করতে পারেননি।

তিনি বলেন, আমরা আজকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা ম্যামের সাথে সাক্ষাৎ করেছি। আমরা উনাকে জানিয়েছি ডাকসুর রোডম্যাপের দাবিতে ইতিমধ্যে শিক্ষার্থীরা অনশনে বসেছে। এছাড়াও আগামী দু-একদিনের মধ্যে ডাকসুর জন্য নির্বাচন কমিটির গঠন এবং আর এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ঈদুল আযহার ছুটির পূর্বেই ডাকসুর রোডম্যাপ প্রকাশ করতে হবে।

সংবাদ সম্মেলনে ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি যোবায়ের বলেন, আমরা এর পূর্বে ডাকসুর দাবিতে মাঠ পর্যায়ে আন্দোলনে নেমেছিলাম। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের যে আশ্বাস দেওয়া হয়েছিলো তার কোন বাস্তবায়ন দেখতে না পেয়ে আমরা আজ আবার এসেছি। আমরা ম্যামকে জানিয়েছি ডাকসুর ব্যাপারে শিক্ষার্থীরা এখন অনেক সরব। আগামী ঈদুল আযহার পূর্বেই যদি ডাকসুর তপশিল ঘোষণা ও নির্বাচন কমিশন গঠন করা না হয় তাহলে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন করবো।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি সাম্য হত্যাকে কেন্দ্র করে একটি মহল এটাকে ডাকসুর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু ডাকসু বাস্তবায়ন হলে ক্যাম্পাসে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কমে আসবে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। পাশাপাশি এতে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এদিকে অবিলম্বে ডাকসুর রোডম্যাপ ঘোষণাসহ আরো দুই দফা দাবিতে বুধবার (২১ মে) ঢাবির উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখে উচ্ছ্বসিত নতুন প্রজন্ম

বসার ভঙ্গিই বলে দেবে আপনি মানুষ হিসেবে কেমন

প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাই খেলেন প্রেমিক

মেটার একজন এআই প্রকৌশলীর এত আয়!

ব্রিকস সম্মেলনে গর্জে উঠল ইরান, জানাল প্রাণহানির সংখ্যা

পুলিশের গ্রেপ্তার অভিযানের ১ ঘণ্টা পর মিলল যুবদল নেতার লাশ

ফ্রিজের ভেতর টয়লেট টিস্যু রাখার উপকারিতা জানলে অবাক হবেন

আন্দোলনে লাল ব্যাচ ধারণ নিয়ে ২ দাবি

ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ইরান

গোখরা সাপকে পোষ মানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

এরই মধ্যে ‘মধ্যপ্রাচ্যকে বদলে দিয়েছে ইসরায়েল’

১১

মুরাদনগরে হত্যাকাণ্ড / স্বীকারোক্তি দেননি ‘অন্যতম পরিকল্পনাকারী’ বাচ্চু

১২

হবিগঞ্জের বহিষ্কৃত বৈষম্যবিরোধী নেতা সাকিব গ্রেপ্তার

১৩

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

১৪

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 

১৫

ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধের পর নাটকীয়তা

১৬

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

১৭

০৭ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

০৭ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৯

সোমবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X