মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
জবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘অন্যায় প্রস্তাব’ না মানায় অধ্যাপককে দেখে নেওয়ার হুমকি ছাত্রলীগকর্মীর

ছাত্রলীগকর্মী সাইদুল ইসলাম সাঈদ। ছবি : সংগৃহীত
ছাত্রলীগকর্মী সাইদুল ইসলাম সাঈদ। ছবি : সংগৃহীত

‘অন্যায় প্রস্তাব’ মেনে না নেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবিরকে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ছাত্রলীগের এক কর্মী।

মঙ্গলবার (২৯ আগস্ট) অধ্যাপক কবীর এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে তাকে হুমকি দেওয়া হয়।

অভিযুক্ত সাইদুল ইসলাম সাঈদ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজীর অনুসারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটিতে ৩৬টি বিভাগ ও দুটি ইনস্টিটিউট থেকে দুজন করে ভোটার নির্বাচিত হন। যাদের ভোটে পরবর্তীতে ডিবেটিং সোসাইটির কমিটি গঠন করা হয়। ডিবেটিং সোসাইটির সভাপতি সাঈদ সাংবাদিকতা বিভাগ থেকে তার পছন্দের দুজনকে ভোটার করার জন্য অধ্যাপক শাহ নিস্তারকে অনুরোধ করেন। এ সময় অধ্যাপক নিস্তার বলেন, প্রতিনিধি মনোনয়নের জন্য আলাদা শিক্ষক রয়েছেন। তারা বাছাই করে তা নির্ধারণ করেন। তখন অধ্যাপকের সঙ্গে তর্কে জড়ান সাঈদ। একপর্যায়ে অধ্যাপকে হুমকি দিয়ে সাঈদ বলেন- ‘আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনাকে আমি দেখে নেব।’

এ সময় সাঈদের কথার প্রতিবাদ করেন একই বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম বিন হারুন। তিনি বলেন, ‘আমি তাকে বললাম যে আপনি এভাবে কথা বলতে পারেন না। সে বলল, তাকে বললে আপনার গায়ে লাগে কেন। একপর্যায়ে সে আমাকেও দেখে নেওয়া হুমকি দেয়।’

এ বিষয়ে অধ্যাপক কবীর বলেন, ‘সে তার পছন্দের লোককে অবৈধভাবে ডিবেটিং সোসাইটির নির্বাচনে প্রতিনিধি নিয়োগ দেওয়ার জন্য বলেছিল। কিন্তু আমি তার অন্যায় দাবি মেনে নিইনি। পরবর্তীতে সে আমাকে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দেয়। আমার ডিপার্টমেন্টের সিদ্ধান্ত তো সে নিতে পারে না। বিষয়টি নিয়ে আমি বিব্রত। শিক্ষার্থী হয়ে এভাবে সে একজন শিক্ষকের সঙ্গে আচরণ করতে পারে না।’

অভিযুক্ত সাইদুল ইসলাম সাইদ বলেন, “আমার কিছু কথার জন্য স্যার হার্ট ফিল করেছে। আমি কাল গিয়ে ‘সরি’ বলে আসব। এটা নিয়ে আপাতত কিছু করার দরকার নেই।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মোস্তফা কামাল বলেন, ‘এখনো শিক্ষকের পক্ষ থেকে কোনো ধরনের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।’

সাঈদের বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ছাড়াও চলতি বছরের ৪ মার্চ ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক তৌফিকুল হাসান হৃদয়কে মারধরও করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১১

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১২

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১৩

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১৪

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১৫

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১৬

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

১৭

চট্টগ্রামের নগরায়ণ সংকটে শহরবাসী, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নেই

১৮

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

১৯

ইসরায়েলে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু?

২০
X