জবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘অন্যায় প্রস্তাব’ না মানায় অধ্যাপককে দেখে নেওয়ার হুমকি ছাত্রলীগকর্মীর

ছাত্রলীগকর্মী সাইদুল ইসলাম সাঈদ। ছবি : সংগৃহীত
ছাত্রলীগকর্মী সাইদুল ইসলাম সাঈদ। ছবি : সংগৃহীত

‘অন্যায় প্রস্তাব’ মেনে না নেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবিরকে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ছাত্রলীগের এক কর্মী।

মঙ্গলবার (২৯ আগস্ট) অধ্যাপক কবীর এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে তাকে হুমকি দেওয়া হয়।

অভিযুক্ত সাইদুল ইসলাম সাঈদ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজীর অনুসারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটিতে ৩৬টি বিভাগ ও দুটি ইনস্টিটিউট থেকে দুজন করে ভোটার নির্বাচিত হন। যাদের ভোটে পরবর্তীতে ডিবেটিং সোসাইটির কমিটি গঠন করা হয়। ডিবেটিং সোসাইটির সভাপতি সাঈদ সাংবাদিকতা বিভাগ থেকে তার পছন্দের দুজনকে ভোটার করার জন্য অধ্যাপক শাহ নিস্তারকে অনুরোধ করেন। এ সময় অধ্যাপক নিস্তার বলেন, প্রতিনিধি মনোনয়নের জন্য আলাদা শিক্ষক রয়েছেন। তারা বাছাই করে তা নির্ধারণ করেন। তখন অধ্যাপকের সঙ্গে তর্কে জড়ান সাঈদ। একপর্যায়ে অধ্যাপকে হুমকি দিয়ে সাঈদ বলেন- ‘আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনাকে আমি দেখে নেব।’

এ সময় সাঈদের কথার প্রতিবাদ করেন একই বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম বিন হারুন। তিনি বলেন, ‘আমি তাকে বললাম যে আপনি এভাবে কথা বলতে পারেন না। সে বলল, তাকে বললে আপনার গায়ে লাগে কেন। একপর্যায়ে সে আমাকেও দেখে নেওয়া হুমকি দেয়।’

এ বিষয়ে অধ্যাপক কবীর বলেন, ‘সে তার পছন্দের লোককে অবৈধভাবে ডিবেটিং সোসাইটির নির্বাচনে প্রতিনিধি নিয়োগ দেওয়ার জন্য বলেছিল। কিন্তু আমি তার অন্যায় দাবি মেনে নিইনি। পরবর্তীতে সে আমাকে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দেয়। আমার ডিপার্টমেন্টের সিদ্ধান্ত তো সে নিতে পারে না। বিষয়টি নিয়ে আমি বিব্রত। শিক্ষার্থী হয়ে এভাবে সে একজন শিক্ষকের সঙ্গে আচরণ করতে পারে না।’

অভিযুক্ত সাইদুল ইসলাম সাইদ বলেন, “আমার কিছু কথার জন্য স্যার হার্ট ফিল করেছে। আমি কাল গিয়ে ‘সরি’ বলে আসব। এটা নিয়ে আপাতত কিছু করার দরকার নেই।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মোস্তফা কামাল বলেন, ‘এখনো শিক্ষকের পক্ষ থেকে কোনো ধরনের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।’

সাঈদের বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ছাড়াও চলতি বছরের ৪ মার্চ ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক তৌফিকুল হাসান হৃদয়কে মারধরও করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় এলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

বিজয় থালাপতি এখন বিপাকে

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১০

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১১

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১২

সুর নরম আইসিসির

১৩

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৪

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৫

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১৬

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

১৭

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

১৮

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার

২০
X