জবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘অন্যায় প্রস্তাব’ না মানায় অধ্যাপককে দেখে নেওয়ার হুমকি ছাত্রলীগকর্মীর

ছাত্রলীগকর্মী সাইদুল ইসলাম সাঈদ। ছবি : সংগৃহীত
ছাত্রলীগকর্মী সাইদুল ইসলাম সাঈদ। ছবি : সংগৃহীত

‘অন্যায় প্রস্তাব’ মেনে না নেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবিরকে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ছাত্রলীগের এক কর্মী।

মঙ্গলবার (২৯ আগস্ট) অধ্যাপক কবীর এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে তাকে হুমকি দেওয়া হয়।

অভিযুক্ত সাইদুল ইসলাম সাঈদ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজীর অনুসারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটিতে ৩৬টি বিভাগ ও দুটি ইনস্টিটিউট থেকে দুজন করে ভোটার নির্বাচিত হন। যাদের ভোটে পরবর্তীতে ডিবেটিং সোসাইটির কমিটি গঠন করা হয়। ডিবেটিং সোসাইটির সভাপতি সাঈদ সাংবাদিকতা বিভাগ থেকে তার পছন্দের দুজনকে ভোটার করার জন্য অধ্যাপক শাহ নিস্তারকে অনুরোধ করেন। এ সময় অধ্যাপক নিস্তার বলেন, প্রতিনিধি মনোনয়নের জন্য আলাদা শিক্ষক রয়েছেন। তারা বাছাই করে তা নির্ধারণ করেন। তখন অধ্যাপকের সঙ্গে তর্কে জড়ান সাঈদ। একপর্যায়ে অধ্যাপকে হুমকি দিয়ে সাঈদ বলেন- ‘আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনাকে আমি দেখে নেব।’

এ সময় সাঈদের কথার প্রতিবাদ করেন একই বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম বিন হারুন। তিনি বলেন, ‘আমি তাকে বললাম যে আপনি এভাবে কথা বলতে পারেন না। সে বলল, তাকে বললে আপনার গায়ে লাগে কেন। একপর্যায়ে সে আমাকেও দেখে নেওয়া হুমকি দেয়।’

এ বিষয়ে অধ্যাপক কবীর বলেন, ‘সে তার পছন্দের লোককে অবৈধভাবে ডিবেটিং সোসাইটির নির্বাচনে প্রতিনিধি নিয়োগ দেওয়ার জন্য বলেছিল। কিন্তু আমি তার অন্যায় দাবি মেনে নিইনি। পরবর্তীতে সে আমাকে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দেয়। আমার ডিপার্টমেন্টের সিদ্ধান্ত তো সে নিতে পারে না। বিষয়টি নিয়ে আমি বিব্রত। শিক্ষার্থী হয়ে এভাবে সে একজন শিক্ষকের সঙ্গে আচরণ করতে পারে না।’

অভিযুক্ত সাইদুল ইসলাম সাইদ বলেন, “আমার কিছু কথার জন্য স্যার হার্ট ফিল করেছে। আমি কাল গিয়ে ‘সরি’ বলে আসব। এটা নিয়ে আপাতত কিছু করার দরকার নেই।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মোস্তফা কামাল বলেন, ‘এখনো শিক্ষকের পক্ষ থেকে কোনো ধরনের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।’

সাঈদের বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ছাড়াও চলতি বছরের ৪ মার্চ ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক তৌফিকুল হাসান হৃদয়কে মারধরও করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১০

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

১১

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

১২

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

১৩

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

১৪

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

১৫

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

১৬

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

১৭

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

১৮

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১৯

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

২০
X