শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের এক আবাসিক শিক্ষার্থীকে গত ১৬ আগস্ট রাত ১টার দিকে মারধর ও কক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত আজিজুল ইসলাম সীমান্তকে আবাসিক হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের আবাসিক ছাত্র আজিজুল ইসলাম সীমান্ত, ইংরেজি বিভাগকে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য হল থেকে বহিষ্কার করা হলো। অন্য কোন হলেও প্রবেশ করতে পারবে না। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।
উক্ত ঘটনার ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সৈকত রায়। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি সৈয়দ মুজতবা আলী হলের ৪২০ নম্বর কক্ষে থাকতেন। এ ঘটনায় সৈকত রায় প্রক্টর ও হলের প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, আজিজুল ইসলাম জোর করে সৈকতের মুঠোফোন কেড়ে নেন এবং তাকে ৪২০ নম্বর কক্ষে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা তার বিছানাপত্র কক্ষ থেকে বের করে নিচতলার হলগেটে নামিয়ে দেন এবং গালিগালাজ করে এবং হত্যার হুমকি দিয়ে তাকে হল থেকে বের করে দেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তার মুঠোফোনে ফ্লাশ দিয়ে জরুরি ফাইল ডিলিট করে দেওয়ার পাশাপাশি ৩ হাজার ৫০০ টাকা নিয়ে নেওয়ার অভিযোগ উঠে।
মন্তব্য করুন