ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ নিয়ে ছাত্রনেতাদের আক্ষেপ

জুলাই ঘোষণাপত্র, শিক্ষার্থীদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে বক্তারা। ছবি : কালবেলা
জুলাই ঘোষণাপত্র, শিক্ষার্থীদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে বক্তারা। ছবি : কালবেলা

নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে 'প্রাগ-তরুণ ইন্টেলেকচুয়ালদের পাঠশালা'র আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র, শিক্ষার্থীদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে এই আক্ষেপ প্রকাশ করেন তারা।

এতে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ফরিদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু, ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাকিবুর রনি ও ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইফ রুবাব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফতেমা বলেন, ৩১ ডিসেম্বর আমরা জুলাই চার্টার বা সনদ পাওয়ার একটা সম্ভাবনা পাই কিন্তু সেটা ভন্ডুল হয়। এরপর সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছে। এই ৫ আগস্টের পর যে ঐক্য হয়, এই ঐক্যে যে স্বপ্ন আমরা দেখি ইন্টেরিম তার ধারেকাছেও নাই। স্পষ্টভাবে বলছি, জুলাই কিংবা জুলাই ঘোষণাপত্র কারও বাপের সম্পত্তি না।

শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, জুলাই সব মানুষের স্বপ্নের জায়গা, আমাদের যে শাসনের শৃঙ্খলা ছিল। আগামীতে কেউ যদি ফ্যাসিবাদী হয়ে উঠতে চায়, তার জন্য জুলাই একটি শক্তিশালী বার্তা। আমাদের যখন দরকার ছিল, তখন আমরা এই জুলাই সনদ পাইনি।

আমরা আশা করব জুলাইয়ের যে সনদ, তাতে সব মত-পথের মানুষের প্রতিফলন থাকবে। শাপলায় যারা মারা গেল, মোদিবিরোধী আন্দোলনে যারা মারা গেল, জুলাইয়ে যারা মারা গেল, তাদের চিন্তার আকাঙ্ক্ষার প্রতিফলন যেন হয়।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন, আমরা যে স্বপ্ন দেখেছিলাম তার অনেকখানি ভঙ্গ হয়ে গেছে। জুলাই সনদ নিয়ে সরকার মতামত জানতে চেয়েছে রাজনৈতিক দলগুলোর, একবারের জন্যও ছাত্রদের ডাকা হয়নি।

তিনি বলেন, আমরা দেখেছি জুলাইয়ে নারীরা অসীম ভূমিকা রেখেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় জীবন দিয়েছে, তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। আর সবাই ঐকমত্যে পৌঁছে সনদ প্রণয়ন করবে। তার চেয়ে সরকার সিদ্ধান্ত নিয়ে তারপর মতামত জানতে চাইলে অধিক যৌক্তিক হতো।

ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, প্রথম গণঅভ্যুত্থান ২৪ না, ৯০, ৬৯-এও গণঅভ্যুত্থান হইসে কিন্তু তাকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানো হয়নি, এখন কেন হলো? কারণ ২৪-এর মাধ্যমে এক গণহত্যাকারী আরেক গণহত্যাকারীকে গণহত্যাকারী বলে নিজেরা পার পেয়ে যেতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়ের স্বাদে বড় পরিবর্তন চান, মেনে চলুন এই ছোট টিপস

বিক্ষোভে বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুংকার

দক্ষিণ কোরিয়ার ড্রোন ভূপাতিত, বিস্ফোরক দাবি প্রতিপক্ষের

ওমানে মাজার জিয়ারতে গিয়ে ৩ বাংলাদেশি নিহত

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই’

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি দৃঢ় সমর্থন যুক্তরাষ্ট্রের 

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন এখন মাদকসেবীদের আঁখড়া

যে কৌশলে বুঝবেন খেজুরের গুড় আসল নাকি নকল

তীব্র শীতে বেড়েছে পিঠার চাহিদা

হাইমচর সমিতির সভাপতি আজাদ, সম্পাদক মাহবুব

১০

আমাকে ‘মাননীয়’ সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক রহমান

১১

বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন দেশ, কী হচ্ছে ইরানে

১২

আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে চাই না : তারেক রহমান 

১৩

‘আমরা রাস্তা চাই না, জমি না থাকলে না খেয়ে মরতে হবে’

১৪

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে ন্যাশনাল লেবার পার্টির অভিনন্দন 

১৫

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ দাবি করে নতুন করে যা জানালেন নাজমুল

১৬

ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় প্রাণ গেল মায়ের

১৭

অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন

১৮

শোধনাগার বন্ধ, পানি সংকটে ৬০০ পরিবার

১৯

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক 

২০
X