ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ নিয়ে ছাত্রনেতাদের আক্ষেপ

জুলাই ঘোষণাপত্র, শিক্ষার্থীদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে বক্তারা। ছবি : কালবেলা
জুলাই ঘোষণাপত্র, শিক্ষার্থীদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে বক্তারা। ছবি : কালবেলা

নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে 'প্রাগ-তরুণ ইন্টেলেকচুয়ালদের পাঠশালা'র আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র, শিক্ষার্থীদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে এই আক্ষেপ প্রকাশ করেন তারা।

এতে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ফরিদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু, ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাকিবুর রনি ও ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইফ রুবাব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফতেমা বলেন, ৩১ ডিসেম্বর আমরা জুলাই চার্টার বা সনদ পাওয়ার একটা সম্ভাবনা পাই কিন্তু সেটা ভন্ডুল হয়। এরপর সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছে। এই ৫ আগস্টের পর যে ঐক্য হয়, এই ঐক্যে যে স্বপ্ন আমরা দেখি ইন্টেরিম তার ধারেকাছেও নাই। স্পষ্টভাবে বলছি, জুলাই কিংবা জুলাই ঘোষণাপত্র কারও বাপের সম্পত্তি না।

শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, জুলাই সব মানুষের স্বপ্নের জায়গা, আমাদের যে শাসনের শৃঙ্খলা ছিল। আগামীতে কেউ যদি ফ্যাসিবাদী হয়ে উঠতে চায়, তার জন্য জুলাই একটি শক্তিশালী বার্তা। আমাদের যখন দরকার ছিল, তখন আমরা এই জুলাই সনদ পাইনি।

আমরা আশা করব জুলাইয়ের যে সনদ, তাতে সব মত-পথের মানুষের প্রতিফলন থাকবে। শাপলায় যারা মারা গেল, মোদিবিরোধী আন্দোলনে যারা মারা গেল, জুলাইয়ে যারা মারা গেল, তাদের চিন্তার আকাঙ্ক্ষার প্রতিফলন যেন হয়।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন, আমরা যে স্বপ্ন দেখেছিলাম তার অনেকখানি ভঙ্গ হয়ে গেছে। জুলাই সনদ নিয়ে সরকার মতামত জানতে চেয়েছে রাজনৈতিক দলগুলোর, একবারের জন্যও ছাত্রদের ডাকা হয়নি।

তিনি বলেন, আমরা দেখেছি জুলাইয়ে নারীরা অসীম ভূমিকা রেখেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় জীবন দিয়েছে, তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। আর সবাই ঐকমত্যে পৌঁছে সনদ প্রণয়ন করবে। তার চেয়ে সরকার সিদ্ধান্ত নিয়ে তারপর মতামত জানতে চাইলে অধিক যৌক্তিক হতো।

ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, প্রথম গণঅভ্যুত্থান ২৪ না, ৯০, ৬৯-এও গণঅভ্যুত্থান হইসে কিন্তু তাকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানো হয়নি, এখন কেন হলো? কারণ ২৪-এর মাধ্যমে এক গণহত্যাকারী আরেক গণহত্যাকারীকে গণহত্যাকারী বলে নিজেরা পার পেয়ে যেতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের তারিখ

বাউল আবুল সরকারের কঠোর শাস্তি চাইলেন রাশেদ খাঁন

ভিটামিন ডি পাওয়ার সেরা সময় সকালে নাকি বিকেলে

বিপিএলে অন্তর্ভুক্ত হলো নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে জাল টাকা

ইথিওপিয়ায় ১২ হাজার বছর পর নিষ্ক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি: দেবযানী

পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর

প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

১০

মারা গেলেন কিংবদন্তি জার্মান অভিনেতা

১১

কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া

১২

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ

১৩

এ ছবিটিই বলে দেবে আপনার মানসিক চরিত্র

১৪

দুধ দিয়ে গোসল করে দাম্পত্যের ইতি টানলেন প্রবীর

১৫

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

রাকুলের সতর্কবার্তা

১৭

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

১৮

হেলে পড়া ভবন পরিদর্শন শেষে যা জানাল বিসিসি

১৯

মধ্যরাতে পাকিস্তানের বোমা হামলায় ৯ আফগান শিশুসহ নিহত ১০

২০
X