ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:২৩ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবিতে ইবিতে বিক্ষোভ

সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবিতে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবিতে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর মৃত্যুর সুষ্ঠু তদন্তসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একপর্যায়ে সাজিদের মৃত্যুর রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভের মধ্যেই ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করাসহ ১৫ দফা দাবি প্রশাসনের কাছে লিখিতভাবে জমা দেন শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন।

গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদের লাশ পাওয়া যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ১০৯ নম্বর কক্ষে থাকতেন। তার মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখতে শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে। এ ছাড়া জিয়াউর রহমান হল কর্তৃপক্ষও ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

পরে সেখান থেকে মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে সমবেত হন শিক্ষার্থীরা। একই সময়ে সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে শাখা ছাত্রদল।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, তারা পুকুরে সাজিদের লাশ ভাসতে দেখে প্রশাসনকে জানানোর প্রায় পৌনে এক ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়। তাদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে থানা থাকার পরও পুলিশ আসতে এত সময় লাগল কেন। এ ছাড়া পুকুর থেকে সাজিদের লাশ উঠানোর প্রায় আধা ঘণ্টা পার হলেও সেখানে কোনো ডাক্তার বা অ্যাম্বুলেন্স আসেনি। পরে শিক্ষার্থীরা বাধ্য হয়ে ভ্যানে করে তাকে মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, লাশ শনাক্তের দুই ঘণ্টার মধ্যেও প্রক্টর, ছাত্র উপদেষ্টা কিংবা হল প্রাধ্যক্ষের দেখা মেলেনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় কোনো সিসি ক্যামেরা সচল নেই। ফলে সাজিদ কখন, কোথায় গিয়েছিলেন- তা জানা যাচ্ছে না।

তাদের বক্তব্য, ‘একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন নিরাপত্তার ঘাটতি মোটেও কাম্য নয়। আমরা প্রশাসনকে বারবার বলার পরও তারা বাজেট ঘাটতির কথা বলে সিসি ক্যামেরা লাগাচ্ছে না। তাদের যদি এতই ঘাটতি থাকে, তাহলে আমাদের বলুক, আমরা নিজেরা চাঁদা তুলে সিসি ক্যামেরা লাগাব।’

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে তাদের ১৫ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে আরও রয়েছে- সাজিদের মৃত্যুর তদন্ত দ্রুত সময়ে সম্পন্ন করে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা, পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, আবাসিক হলে শিক্ষার্থীদের এন্ট্রি ও এক্সিট শতভাগ মনিটরিংয়ের আওতায় আনা, ক্যাম্পাসের চারপাশে পূর্ণাঙ্গ নিরাপত্তাবেষ্টিত বাউন্ডারি ওয়াল নির্মাণ, ক্যাম্পাসে পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন ও সক্রিয় রাখা এবং বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা। এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও থানা গেটে তালা দিয়ে অবরোধ করে রাখেন তারা।

পরে বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘আমরা তোমাদের দাবিগুলোর সঙ্গে একমত। দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা হবে।’ এরপর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হলে শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘মেধাবী শিক্ষার্থী সাজিদের আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। দেশের বাইরে থাকায় সরাসরি আমি উপস্থিত থাকতে পারিনি। তবে বিষয়টি জানার পরপরই আমি একটি তদন্ত কমিটি গঠন করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দাখিল করতে বলেছি। এ ছাড়া শিক্ষার্থীরা যে দাবিগুলো জানিয়েছে, সেগুলো অত্যন্ত যৌক্তিক দাবি। আমরা তাদের দাবির সঙ্গে একমত। শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলেছি।’

এদিকে, শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর মৃত্যুতে রোববার (২০ জুলাই) এক দিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাজিদ আবদুল্লাহর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে রোববার এক দিনের শোক পালিত হবে। তবে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস এবং ঘোষিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো অবস্থাতে যেন বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় : সালাহউদ্দিন

অভ্যুত্থানে শহীদ বাঙলা কলেজের দুই ছাত্রের স্মরণে পদযাত্রা 

জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য: ড. মোর্শেদ

দেশের সংকট মোকাবেলা ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই: ডা. হারুন

নতুন ব্যবস্থাপনায় গ্রাহক-আমানত বেড়েছে ইউসিবিএলের

৪০টির বেশি দেশে পণ্য রপ্তানি করছে দেশবন্ধু গ্রুপ

মাগুরায় ফের শিশু ধর্ষণের শিকার, পরিবারের পাশে তারেক রহমান

পদ্মার ভাঙন রোধের দাবিতে গণসমাবেশ

ফেনীতে এবার নদীভাঙনে বিলীন হচ্ছে জনপদ

ব্যস্ততা বেড়েছে নৌকা তৈরির কারিগরদের

১০

রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

১১

‘এখন আমি অনেকটাই সুস্থ’

১২

স্টেডিয়ামে খাবার-পানি নেওয়ার অনুমতি, মানতে হবে ১২টি শর্ত

১৩

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা

১৪

বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ

১৫

বৃহস্পতিবারের মধ্যে লঘুচাপের শঙ্কা, ভারি বর্ষণের পূর্বাভাস

১৬

ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

১৭

প্রেমের গুঞ্জনে সৃজিত বললেন ‘রিল্যাক্স’

১৮

নির্বাচনের মাঠে এসে জনপ্রিয়তা যাচাই করুন : জুয়েল

১৯

টেলিগ্রাম অ্যাপে ‘বিনিয়োগ’ ফাঁদে ফেলে মানুষকে নিঃস্ব করত তারা

২০
X