নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নোবিপ্রবির শিক্ষার্থীদের আমরণ অনশনের ডাক

ডিগ্রি পরিবর্তনের দাবিতে আমরণ অনশনে নোবিপ্রবির বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ডিগ্রি পরিবর্তনের দাবিতে আমরণ অনশনে নোবিপ্রবির বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বিভাগের নাম অপরিবর্তিত রেখে ডিগ্রি পরিবর্তন করার দাবিতে এবার আমরণ অনশনের ঘোষণা দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনের মুখপাত্র ও বিএমএস বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন সাব্বির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের নাম অপরিবর্তিত রেখে ডিগ্রি পরিবর্তন করার দাবিতে আমরা আজ প্রায় চার মাস ধরে ক্লাস পরীক্ষা বর্জন করে শান্তিপূর্ণ আন্দোলন চলমান রেখেছি। আমাদের আন্দোলনের মুখ্য বিষয় হলো বিভাগের নাম অপরিবর্তিত রেখে ডিগ্রি পরিবর্তন। ডিগ্রিজনিত সমস্যার কারণে আমাদের বিভাগ থেকে স্নাতক (সম্মান) পাস করে চাকরির বাজারে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের বিভাগের দুটি ব্যাচ ইতোমধ্যে গ্রাজুয়েশন শেষ করে যখন চাকরির বাজারে প্রতিযোগিতায় সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা নিজেদের ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় আছি।

‘আমরা আন্দোলনে নেমেছি শান্তিপূর্ণভাবে। কখনও প্রশাসনের সঙ্গে অসহযোগিতামূলক কোনো আচরণ করিনি। কিন্তু প্রশাসনের অবহেলার স্বীকার হয়েছি। আন্দোলনের শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিলেও দীর্ঘ সময় ধরে প্রায় চার মাস আমাদের বিভাগের ডিগ্রি পরিবর্তনের বিষয়টির কোনো সুরাহা হয়নি। আমরা যারা শেষ বর্ষে আছি তারা এখন চাকরির প্রস্তুতিসহ ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ সময় রেখে আন্দোলনে সময় দিয়েও প্রশাসনের অবহেলায় কোনো সমাধান পাইনি। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।’

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। আগামী ১০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিভাগের ডিগ্রি পরিবর্তনজনিত সমস্যা সমাধান না হলে আমরা আমরণ অনশনে যেতে বাধ্য হবো।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে বিভাগের সমস্যা নিয়ে আমাদের কথা হয়েছে। এ বিষয়ে উপাচার্য স্যার বিভাগের শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন সমস্যাটি নিয়ে ইউজিসিতে কথা বলবেন এবং সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য ইউজিসিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী একটি একটি চিঠি পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ অক্টোবর : টিভিতে আজকের খেলা

২২ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

দুই প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটির বিপরীতে প্রভিশন সংরক্ষণের সময় বাড়ল

ছয় মিউচুয়াল ফান্ডের তদারকি ব্যর্থতায় বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সকে জরিমানা

সবাই মিলে দেশ গড়তে হবে : লায়ন ফারুক

বিএনপি ক্ষমতায় গেলে মাদকমুক্ত দেশ গড়বে : কফিল উদ্দিন

জনস্বাস্থ্য ও মর্যাদার প্রশ্নে রাস্তায় নেমেছে বারিধারার খ্রিস্টান সম্প্রদায় 

৩০ দিনে বিনিয়োগের অর্থ ফেরাতে ব্যর্থ হলে তিন জনকে ১০০ কোটি টাকা জরিমানা

অধ্যাদেশ আটকাতে বিশ্ববিদ্যালয় বিরোধীদের মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অভিযোগ শিক্ষার্থীদের

১০

কেমব্রিজ সিটির সম্মাননা পেল প্রিয়তা ইমাম

১১

আর্সেনালের ১৪ মিনিটের ঝড়ে উড়ে গেল অ্যাথলেটিকো মাদ্রিদ

১২

উত্তাল বুয়েট, এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

১৩

সুপার ওভারে বাংলাদেশের সিদ্ধান্তে হতবাক ক্যারিবীয় ক্রিকেটার

১৪

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার গোল উৎসব

১৫

মধ্যরাতে উত্তাল বুয়েট

১৬

বিতর্কে হার মানল লা লিগা, বার্সা–ভিয়ারিয়ালের মায়ামি ম্যাচ বাতিল

১৭

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য সচিব

১৮

পুঁজিবাজারে শিবলী-রিয়াজ আজীবন নিষিদ্ধ

১৯

৬ মানবাধিকার সংস্থার চিঠি, যেভাবে দেখছে সরকার

২০
X