জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের গবেষণাবিষয়ক দক্ষতা বৃদ্ধিতে চার দিনব্যাপী ‘রিসার্চ ডিজাইন টুলস এবং টেকনিক’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সমাপনী দিনে ‘কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন’ বিষয়ক সেশনটির মাধ্যমে এ কর্মশালা শেষ হয়। গত রোববার (২০ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনের সেশনটি নেন সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।
এ বিষয়ে বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, আমাদের রিসার্চে দক্ষতা বাড়াতে এই ধরনের কর্মশালা খুব কাজে লাগবে। আমরা চাই সামনের দিনেও বিভাগের এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
কর্মশালার বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামান বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি শিক্ষার্থীদের গবেষণা ভিত্তিক কাজের ক্ষেত্রে প্র্যাকটিকাল কিছু স্কিলের ঘাটতি রয়েছে, সেক্ষেত্রে প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে তাদের কিছু রিসার্চ টুল সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই রিসার্চবিষয়ক দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যেই আমাদের এই কর্মশালাটি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের কর্মশালা ধারাবাহিকভাবে চলবে।
প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমিন বলেন, আমি সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান থাকাকালীন এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করার চেষ্টা করেছিলাম, কিন্তু সময় স্বল্পতায় করে যেতে পারিনি। বর্তমান বিভাগের শিক্ষকরা ও চেয়ারম্যানকে ধন্যবাদ তারা এই কর্মশালাটি সুন্দরভাবে আয়োজন করেছে।
এর আগে, গত ২০ জুলাই কর্মশালার উদ্বোধনী দিনে ‘ডেটা কালেকশন টুল (কবো টুলবক্স)’ বিষয়ক সেশনটি নেন শাহীনুর ইসলাম সোহাগ, সহকারী পরিচালক, হিউম্যানেটিরিয়ান রেসপন্স। দ্বিতীয় দিনে ‘কোয়ালিটেটিভ ডেটা এনালাইসিস (এনভিভো)’ বিষয়ক সেশনে ছিলেন সহযোগী অধ্যাপক ড. আশেক মাহমুদ এবং তৃতীয় দিনের ‘একাডেমিক ডেটা রেফারেন্সিং’ বিষয়ক সেশনে ছিলেন সহযোগী অধ্যাপক শ্যামলি শীল।
মন্তব্য করুন