নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রফিকুল ইসলাম ওরফে শামিম নামের এক যুবদল নেতা ২২ দিন ধরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ আছেন। তার ব্যবহৃত মোটরসাইকেলটি একটি সেতুর নিচে পানি থেকে উদ্ধার করা হলেও সন্ধান মেলেনি রফিকুলের।
পরিবারের দাবি, প্রতিপক্ষের করা মামলায় গ্রেপ্তার আতঙ্কে তিনি বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ। তাকে হয়তো গুম করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে স্থানীয় গন্ডা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
যুবদল নেতা রফিকুল ইসলাম ওরফে শামিম (৩৬) গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বাসিন্দা আক্কাস মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সদস্য। বর্তমানে ওই কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী।
মানববন্ধনে বক্তব্য দেন গন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল আলম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ নাজমুল রাজ্জাক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সভাপতি রওশন আলী ফকির, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব মেহেদী হাসান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক সভাপতি হাবিবুর রহমান, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সুজন মিয়া, রফিকুলের স্ত্রী নাজমা আক্তার ও রফিকুলের বাবা আক্কাস মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন নিখোঁজ রফিকুল ইসলাম শামীমের স্ত্রী নাজমা আক্তার, শামীমের মা, সন্তানসহ গন্ডা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, নিখোঁজ শামীমকে খুঁজে বের করতে আমাদের অভিযান অব্যাহত আছে।
মন্তব্য করুন