জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জয়নাব হাসান বলেছেন, ‘আজকে আমার এই প্রোগ্রামে আসার মূল কারণ ড. মির্জা গালিব। আমি ব্যক্তিগতভাবে গালিব ভাইকে খুব বেশি অনুসরণ করি। তিনি বলে গেছেন, আমাদের সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। আমি নিজেও তাই মনে করি। তার সঙ্গে স্টেজ শেয়ার করতে পারাটা অনেক গর্বের।’
বৃহস্পতিবার (১৭ জুলাই) জবি শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জয়নাব হাসান বলেন, “গত ৫ আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন কবি আল মাহমুদের বখতিয়ারের ঘোড়া কবিতার একটা লাইন বেশি মনে পড়ছিল। তা হলো, ‘দেখো দেখো, জালিম পালায় খিড়কি দিয়ে’। আমার মনে হয়, কবি আল মাহমুদ অনেক বছর আগে বলে দিয়েছেন, জালিমরা কীভাবে লেজ গুটিয়ে পালিয়ে যায়।”
অনুষ্ঠানে কবি আল মাহমুদের ‘আমাদের মিছিল’ কবিতা আবৃত্তি করেন জয়নাব। এ সময় নবীন শিক্ষার্থীরা উচ্ছ্বসিত কণ্ঠ ও করতালির মাধ্যমে উৎসাহ দেন এই শিক্ষার্থীকে।
মন্তব্য করুন