রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গত ৩০ জুন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা ২৭ জুলাই ২০২৫ থেকে বর্ধিত করে আগামী ৩ আগস্ট ২০২৫ পর্যন্ত করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন ২০২৫ তারিখের অত্র দপ্তরের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত আবেদনের সময়সীমা অনিবার্য কারণবশত ২৭ জুলাই ২০২৫ বিকাল ৫টার পরিবর্তে আগামী ৩ আগস্ট ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হলো। তবে নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
মন্তব্য করুন