যে আদর্শ নিয়ে গণতান্ত্রিক ছাত্র-সংসদ গড়ে উঠেছিল তার যথাযথ মূল্যায়ন করতে না পারার অভিযোগে সংগঠনের যুগ্ম-আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নূর নবী। এ সময় তিনি বলেন, মন্ত্রীপাড়াকে তাদের সংগঠনের মূল অফিস বানিয়ে রেখেছে। শনিবার (২ আগস্ট) দুপুর দেড়টায় ঢাকার শাহবাগ চত্বরে এক প্রেসবিফ্রিংয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। নূর নবী বলেন, যে আদর্শ নিয়ে গণতান্ত্রিক ছাত্র-সংসদ গড়ে উঠেছিল তার যথাযথ মূল্যায়ন তারা করতে পারেনি। যেসব ছাত্রনেতা জুলাই আন্দোলনে সরাসরি ভূমিকা পালন করেছিল তাদের মর্যাদা দেওয়া হচ্ছে না কারণ তাদের সাথে সংগঠনের মতের অমিল থাকা। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের সকল নেতৃত্বের অবস্থানকে কোণঠাসা করে তারা কেন্দ্রীয় নেতৃত্বকে জাহির করার পাঁয়তারা করছে। এ আচরণের ফলে জতীয় ঐক্য বার বার ধসে পড়েছে। জুলাই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা, কোরাম কতৃক সংগঠন পরিচালনা, সাম্প্রতিক সময়ের নীতিহীন কর্মকাণ্ডসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দদের যথাযথ মূল্যায়ন না করায় আমি আনুষ্ঠানিকভাবে থেকে পদত্যাগ করছি। এনসিপিতে যোগ দেওয়ার প্রশ্নে তিনি বলেন, বাগছাসের যে সমস্যা এনসিপিতেও একই সমস্যা। এখানে নাহিদ, হাসিব ভাইদের কোনো পরামর্শ ছাড়া এরা কোনো কাজ করবে না। এনসিপির কোন গুরুত্বপূর্ণ পদে তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ববৃন্দদের দিয়েছে? ছাত্রশক্তি কোরামের বাইরের কোন সদস্যকে নাহিদ, আসিফ, আখতার ভাইয়েরা জায়গা দিয়েছে? নূর নবী আরো বলেন, শুধু তাদের ছাত্রশক্তিটাকে টিকিয়ে রাখার জন্য স্বাধীনতা যুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ নিজেদের ব্যক্তিগত সম্পদে পরিণত করেছিল, এখন নাহিদ-আখতার ভাইয়েরা ঠিক এটাই করছে। তারা জুলাইকে কুক্ষিগত করে রাজনীতিতে টিকে থাকার পায়তারা করছে, যা করেছিল বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ। তিনজন ভাই আমাকে বাঁচাতে গিয়ে স্পট ডেট হয়েছিলেন তাদের রক্তের উপর দিয়ে কি করে এনসিপি করব আমি? আহত শহিদদের বিষয়ে বলেন, আহত শহিদদের বিষয়ে তারা এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এডিসি বদরুল যার নেতৃত্বে ১৭ জনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে নিমর্মভাবে হত্যা করা হয়েছিল আাসিফ, নাহিদ, মাহফুজ ভাই তো অন্তর্বর্তী সরকারের অধীনে ছিলেন, তারা কি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে? অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। রাজনীতি করার প্রশ্নে তিনি বলেন, আপাতত আমি কোনো রাজনীতি করছি না তবে পরে যদি মনে হয় কোনো সংগঠন জুলাইয়ের আদর্শকে যথাযথ মূল্যায়ন করছে, ৭১ ও ৪৭-কে ধারণ করে রাজনীতি করছে, তবে তখন আমি তাদের সাথে যুক্ত হব। প্রসঙ্গত, নূর নবী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক ছিলেন। পরবর্তীতে পদত্যাগ করেন তিনি।
মন্তব্য করুন