জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে টানা সারা রাত ধরে। বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতেই শুরু হয় গণনা কার্যক্রম। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর নাগাদ ফল ঘোষণা করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম। তিনি বলেন, ‘ভোট গণনা করতে আজ সারা রাত লেগে যাবে। আশা করছি কাল দুপুরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা যাবে।’
তিনি আরও জানান, এবারের নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।
দিনভর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে বিকেল ৫টার সময় ভোটের লাইনে যারা উপস্থিত ছিলেন, তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।
ভোটগ্রহণ শেষে প্রতিটি হল থেকে ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হয় সিনেট হলে। রাত সোয়া ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে গণনা শুরু হয়, যা চলতে থাকে টানা সারা রাত।
এদিকে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলসহ অন্তত আরও চারটি প্যানেলের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তাদের দাবি, নতুন করে জাকসু নির্বাচন আয়োজন করতে হবে।
মন্তব্য করুন