রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে চলছে পূর্ণদিবস কর্মবিরতি

বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি : কালবেলা 
বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি : কালবেলা 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে তারা এ কর্মবিরতি পালন করছেন।

এদিকে বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। সভায় পোষ্য কোটা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, শনিবার বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিনসহ প্রশাসনের বেশ কয়েকজন কর্তা ব্যক্তির সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা আজ রোববার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, তাদের ক্যাম্পাসে তাদের কর্মবিরতি চলছে।

জানতে চাইলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ কয়েকজন শিক্ষককে শিক্ষার্থীরা হেনস্তা করেছে। তাদের গায়ে পর্যন্ত হাত তুলেছে। এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়।

তিনি আরও বলেন, আমরা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। সেই দাবির পরিপ্রেক্ষিতেই আমাদের আজ পূর্ণদিবস কর্মবিরতি চলছে। আজ দিনের মধ্যে আমাদের দাবি আদায় না হলে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাব।

এদিকে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল হাজার হাজার শিক্ষার্থী। এর আগে রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে পোষ্য কোটায় ভর্তি স্থগিত করা হয়েছে বলে আশ্বস্ত করে। কিন্তু শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবি জানায় এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। তখন উপাচার্য বলেন, রোববার জরুরি সভা সিন্ডিকেট প্রাতিষ্ঠানিক সুবিধার (পোষ্য কোটা) বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য বলেন, বিকেল ৩টার দিকে আমাদের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রাতিষ্ঠানিক সুবিধার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

জানতে চাইলে সাবেক সমন্বয়ক মেহেদী সজীবন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে। আমরা সিন্ডিকেটের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। কোটা নামক মীমাংসিত ইস্যু রাকসু নির্বাচনের পূর্ব মুহূর্তে সামনে দাঁড় করিয়ে নির্বাচন বানচাল করতে চায় একটি মহল। আমরা সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে আমাদের কর্মসূচি দেব।

তিনি আরও বলেন, আশা করছি, সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোটা নামক ইস্যুটি বাতিল করে দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজার সৈকতে বন্ধ হচ্ছে লাইফগার্ড সেবা, নেপথ্যে কী

সুপার ফোরের ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ভারত-পাকিস্তান

নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

বিশ্ব শান্তি দিবস-২০২৫ / সর্বত্র শান্তি ও সম্প্রীতির চর্চা করতে হবে

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে দলগুলোই : প্রেস সচিব

চুরি হওয়া বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ ফিলিপাইনে বাজেয়াপ্ত

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সুনামগঞ্জ

পাকিস্তানকে ‘সপ্তম বিভাগের দল’ বলে কটাক্ষ ভারতীয় ক্রিকেটারের

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাকে ইরানের হুঁশিয়ারি

১০

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১১

দেশে ভূমিকম্প অনুভূত

১২

নগর, পরিবেশ, পরিকল্পনা ও ঢাকা: এক সংকটময় সন্ধিক্ষণ

১৩

সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ

১৪

ওজন কমাতে পপকর্ন : জেনে নিন সুবিধা-অসুবিধা

১৫

সুপার ফোরে আজ মুখোমুখি দুই ‘চিরশত্রু’, এবার বদলাবে গল্প?

১৬

অপর পক্ষের হামলা, অভিমানে প্রাণ দিলেন বিএনপি নেতা

১৭

জুবিনের মৃত্যু, মামলা হলো সহকারীর বিরুদ্ধে

১৮

ট্রাইব্যুনালে নাহিদ ইসলামকে হাসিনার আইনজীবীর জেরা

১৯

রাবিতে চলছে পূর্ণদিবস কর্মবিরতি

২০
X