যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ৯ গবেষক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষক। ছবি : কালবেলা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষক। ছবি : কালবেলা

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৯ শিক্ষক। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যা সর্বোচ্চ। এ ছাড়া দেশের সব সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থানে রয়েছে যবিপ্রবি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি ২৩ জন শিক্ষক এ তালিকায় স্থান করে নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ের গত শনিবার (২০ সেপ্টেম্বর) যৌথভাবে এ তালিকা প্রকাশ করে। স্কোপাস ইনডেক্সড আর্টিকেলকে ভিত্তি হিসেবে ধরে ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৬টি উপক্ষেত্রে শ্রেণিবদ্ধ করে দুটি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ তালিকায় পুরো পেশাগত জীবনের ওপর মূল্যায়ন করে (ক্যারিয়ার লং ক্যাটাগরিত) জায়গা পেয়েছেন চারজন শিক্ষক। তারা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইমরান খান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মশিয়ার রহমান।

বিগত এক বছরের গবেষণা কর্মের ওপর মূল্যায়নে উল্লিখিত শিক্ষকরা ছাড়াও (সিঙ্গেল ইয়ার ক্যাটাগরিত) জায়গা করে নেওয়া যবিপ্রবির অন্যান্য শিক্ষকরা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. আমজাদ হোসেন, একই বিভাগের সহকারী অধ্যাপক মো. বিপ্লব হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্লা এবং মো. রাইসুল ইসলাম। তবে মো. রাইসুল ইসলামের বিভাগ বা পরিচয় চিহ্নিত করা সম্ভব হয়নি।

পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, শিক্ষকদের আনুপাতিক হারে হিসাব করলে যবিপ্রবির প্রায় ৩৭ জন শিক্ষক থেকে একজন এ তালিকায় জায়গা পেয়েছেন যেখানে ঢাবি থেকে পেয়েছেন প্রায় ৮৭ জনে একজন এবং দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৭১ জন শিক্ষকের মধ্যে একজন এ তালিকায় স্থান পেয়েছেন। যবিপ্রবি থেকে ৯ জন বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান করে নেওয়াকে বিশ্ববিদ্যালয়ের এগিয়ে যাওয়ারই দৃষ্টান্ত বলছেন বিশেষজ্ঞরা।

এ তালিকায় টানা ৬ বছর স্থান পাওয়া যবিপ্রবির ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার ইমরান খান বলেন, পরপর টানা ৬ বছর বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিতে পারা নিঃসন্দেহে খুশির বিষয়, আমিও এর ব্যতিক্রম নই। আমার এই সাফল্যের পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যাদের অবদান আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, গত ৫ বছর এই তালিকায় যবিপ্রবি হতে আমিসহ মাত্র ৩ জন ছিল, এখন সেই সংখ্যা বেড়েছে দেখে ভাল লাগছে। আশা করি, আগামী বছর যবিপ্রবি হতে আরও অনেকেই এই তালিকায় যুক্ত হবেন। গবেষণা ও প্রবন্ধ প্রকাশনাকে আরও কীভাবে ত্বরান্বিত করা যায় এই বিষয়ে যবিপ্রবি প্রশাসন বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে পাইওনিয়ার হবে বলে আমি বিশ্বাস করি।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আমাদের ৯ জন শিক্ষক স্থান পাওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এটি যবিপ্রবির গবেষণা সক্ষমতার একটি বড় স্বীকৃতি। এই অর্জন বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিয়ে যাবে। গবেষণাকে আরও উৎসাহিত করতে আমরা ভবিষ্যতেও প্রয়োজনীয় সব সহায়তা অব্যাহত রাখব। আমি সংশ্লিষ্ট সব শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

এলসেভিয়ার প্রতি বছর প্রায় ২ হাজারের ওপরে জার্নাল প্রকাশ করে। প্রকাশিত জার্নালে নিবন্ধের সংখ্যা ২,৫০,০০০ এর বেশি এবং এর আর্কাইভে ৭০ লাখের অধিক প্রকাশনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গুলি করে ভারত-পাকিস্তান ম্যাচ শেষ করে দেওয়া উচিত’

হাসিমুখে কারাগারে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

অভ্যুত্থানের পর নির্বাচনের তারিখ জানাল সিরিয়া

‘৭৩ বছর বয়সে ২০ বার নদীগর্ভে চলে গেছে বসতভিটা’

যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম

রংপুর পলিটেকনিক শিক্ষার্থীদের সম্মেলনে জাতীয় উন্নয়নে কাজ করার অঙ্গীকার

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকদের তালিকায় রাবির প্রাক্তন শিক্ষার্থী ড. মুছা

ভারত-পাকিস্তান ম্যাচের পর নতুন যে সমীকরণ বাংলাদেশের সামনে

৩০-এর পর মা হতে চাইলে জেনে নিন গাইনির এই ৫ সতর্কতা

কমপ্লিট শাটডাউনে ফাঁকা রাবি ক্যাম্পাস

১০

নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

১১

আরেক হত্যা মামলায় সালমান-আনিসুল-আতিক গ্রেপ্তার

১২

জনগণ ট্যাক্স দেয় কিন্তু সেবা পায় না, গোস্‌সা তো করবেই : অর্থ উপদেষ্টা

১৩

মধুচন্দ্রিমায় মালদ্বীপ যাচ্ছেন শবনম ফারিয়া

১৪

গায়ানাকে হারিয়ে ৫ বছর পর সিপিএলের শিরোপা নাইট রাইডার্সের

১৫

পুকুর থেকে ২ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার

১৬

গবেষণা / কেন পুরুষদের তুলনায় নারীদের মাইগ্রেন বেশি হয়

১৭

প্রাক্তনের কাছে ফেরার আগে নিজেকে করুন এই ৫ প্রশ্ন

১৮

কেন বাড়ছে তেলের দাম

১৯

সুদের ১৫ হাজার টাকার জন্য মরদেহ দাফনে বাধা

২০
X