জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একাধিক শিক্ষার্থী কর্তৃক একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ উঠেছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) র্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জানান ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযোগপত্রে বলা হয়, পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটন ও তার বন্ধুরা প্রতিদিন মামুন-অর-রশিদসহ তার সব বন্ধুকে নিয়ে ৩-৪ ঘণ্টা করে আটকে রেখে র্যাগিং করে। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল নিয়ে নেওয়ায় বারবার ফোন দিয়েও মামুনকে না পেয়ে তার ভাই ফেসবুকে পোস্ট করে। সেই পোস্টটি র্যাগিং করা শিক্ষার্থীরা দেখে ফেলে এবং সেই পোস্টের জের ধরে সবাইকে রুম থেকে বের করে দিয়ে মামুনকে একা রুমে আটকে রাখে। এ সময় তারা অকথ্য ভাষায় গালাগালও করে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ ঘটনার তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার সরকারকে আহ্বায়ক, পরিসংখ্যান বিভাগের প্রধান আব্দুল মুয়ীদকে সদস্য এবং প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিকে সদস্য সচিব করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মন্তব্য করুন