রাহাত হাসান মিশকাত, শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

হলে জায়গা না পেয়ে বারান্দায়-রিডিংরুমে থাকছেন শাবিপ্রবি ছাত্রীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সাব-হলের একটি। ছবি : কালবেলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সাব-হলের একটি। ছবি : কালবেলা

পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সাব-হলগুলোতে এক রুমে চারজনের ছিটে আটজন করে থাকতে হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীদের। আবার অনেক শিক্ষার্থী থাকছেন হলের বারান্দা, রিডিংরুম এমনকি নামাজ কক্ষেও।

করোনা মহামারির ফলে দেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের মতো শাবিপ্রবিও সেশন জটের বিপাকে পড়েছে। ফলে যেখানে ৫টি ব্যাচ থাকার কথা সেখানে বর্তমানে রয়েছে ৬টি ব্যাচ। একটি ব্যাচ অতিরিক্ত ও হলের সিট সংখ্যা কম থাকায় ভর্তির পর শহরের বিভিন্ন জায়গায় মেস ও হোস্টেল খুঁজতে বিড়ম্বনায় পড়তে দেখা গেছে ছাত্রীদের।

এদিকে শাবিতে ৩টি ছাত্র হলের পাশাপাশি ২টি ছাত্রী হল চালু রয়েছে। তা ছাড়া ছাত্রীদের জন্য নির্মাণাধীন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল উদ্বোধনের কথা থাকলে তা এখনো হয়নি। হলটির কাজ গত বছরের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও কাজের মেয়াদ এক বছর বাড়ানোর পরও শেষ হয়নি নির্মাণকাজ। মাত্র দুটি ছাত্রী হল হওয়ায় জায়গা না পেয়ে হলের মসজিদ রুম ও রিডিং রুমে থাকছেন ছাত্রীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক প্রথম ছাত্রী হল ও বেগম সিরাজুন্নেসা ছাত্রী হলের অধীনে সাব-হল রয়েছে মোট ৩টি। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন ফজল কমপ্লেক্স, আমির কমপ্লেক্স এবং মদিনা মার্কেটস্থ সামাদ হাউসে থাকেন মূল হলে সিট না পাওয়া প্রায় ৪ শতাধিক ছাত্রী। যেখানে ছাত্রীদের গুণতে হয় অতিরিক্ত টাকা। প্রতি মাসে নির্দিষ্ট ভাড়া পরিশোধ করেও মিলে না পর্যাপ্ত সেবা। হল কর্তৃপক্ষের অবহেলা আর দেখাশোনার অভাবে নানা সমস্যা মেনে নিয়েই থাকতে হচ্ছে ছাত্রীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর হলগুলোতে যোগাযোগ করি একটি সিটের জন্য। হল কর্তৃপক্ষ জানায়, হলে ও হলের অধীনে থাকা হোস্টেলগুলোতে আপাতত জায়গা নাই এবং আমাদের নিজের মতো করে ব্যবস্থা করতে। সিলেটে আমার কোনো আত্মীয়স্বজন ও পরিচিত কেউ না থাকায় শুরুতে আমার অনেক কষ্ট হয়েছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসে এভাবে পড়াশোনা করা খুবই কঠিন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম বর্ষের আরেক ছাত্রী বলেন হল ও বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা হোস্টেলগুলোতে সিট না পেয়ে আমি বর্তমানে একটি হোস্টেলের বারান্দায় অবস্থান করছি। যেখানে আমার প্রতি মাসে খাবার খরচসহ হোস্টেল কর্তৃপক্ষকে দিতে হবে আট হাজার টাকা। যা খুবই ব্যয়বহুল।

তা ছাড়া যোগাযোগ মাধ্যম ফেসবুকে হোস্টেলে থাকা কয়েকজন ছাত্রী তাদের নিরাপত্তা ও বিভিন্ন সমস্যা নিয়ে পোস্ট দিতে গেছে। তারা সেখানে উল্লেখ করেন, সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত চলে ভোগান্তি। ১৮-২০ জন মেয়ে মিলে ব্যবহার করতে হয় একটা মাত্র ওয়াশরুম। মাসে ২ থেকে ৩ বার মটর নষ্ট হয়ে পানি নিয়ে কষ্ট পাওয়া লাগে। তা ছাড়া নেই আলাদা নামাজের রুম ও রিডিং রুম। এক রুমে গাদাগাদি করে থাকতে হয় ৬ জনকে। বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা হোস্টেলগুলোতে না থাকলে মেইন হলে সিট পাওয়া যাবে না এমন নিয়মেরও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

নির্মাণাধীন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রানী নাগ বলেন, আমি নিয়মিত হলের কাজের দেখাশোনা করছি, যেন হলটির কাজ দ্রুত শেষ করে চালু করতে পারি। ছাত্রীরা অনেক কষ্টে আছে। কিন্তু অফিসিয়াল কাজের জন্য ইউজিসির অনুমতি না পাওয়ায় অফিসে কাউকে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। আশা করি খুব দ্রুত হলটি চালু করা হবে।

এ বিষয়ে উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সাব-হলে না থাকলে বিশ্ববিদ্যালয়ের হলে উঠতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন কোনো রুলস নাই, যেখানে সাব-হলে না থাকলে মেইন হলে সিট পাবে না। যদি আমাদের হলে জায়গা না হয় তখন তাদের সাব-হলগুলোতে উঠানো হয়। তবে আমরা চেষ্টা করছি এ মাসের মধ্যে নতুন হলের কাজ শেষ করতে। কাজ সম্পন্ন হলে আগামী মাস থেকে ছাত্রীদের হলে উঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবীর মন্দিরের পথে ভয়াবহ ধস, ৩০ জনের মৃত্যু

আত্মহত্যায় সাহায্যের অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা

স্বপ্ন ছোঁয়ার আগেই থেমে গেল অরণ্যের জীবন

সন্তানকে বাঁচাতে মেট্রোরেলের গেট ধরে মায়ের আহাজারি

এবার নতুন কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

অভিনেত্রী মানেই পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে?

প্রীতির হ্যাটট্রিকে নেপালের বিপক্ষে আরেকটি জয় বাংলাদেশের

গ্রেপ্তার ডাকসুর ভিপি প্রার্থী জালালকে নিয়ে রাশেদের পোস্ট

রাজশাহীতে সিসিএসের বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন

কৃষি জমি রক্ষায় দ্রুত আইন আসছে : কৃষি উপদেষ্টা

১০

টিসিবির চাল নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

১১

সরকারি কর্মচারীদের চিকিৎসায় অনুদান মঞ্জুরির হার পুনর্নির্ধারণ

১২

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, ২৪৫০ কোটি টাকার ক্ষতি

১৩

কবরের আজাব ও বার্ধক্যের দৈন্য থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

১৪

ডুবন্ত বাঁধ নির্মাণ হলে হাওরে কৃষি উৎপাদনের ক্ষতি কমানো সম্ভব : রিজওয়ানা হাসান

১৫

আমড়া ভর্তা খেয়ে হাসপাতালে ৬ শিক্ষার্থী

১৬

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বৃহস্পতিবার

১৭

‘কাজী জাফরকে বাদ দিয়ে কেউ বাংলার ইতিহাস লিখতে পারবে না’

১৮

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের তথ্য চেয়ে ‘জরুরি’ নির্দেশনা

১৯

পাঁচটি কংক্রিট মিক্সারসহ নিলামে ৫৮ লট পণ্য

২০
X