রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলোজি’ কনফারেন্স শুরু শুক্রবার

রাবিতে সংবাদ সম্মেলন করে কনফারেন্সের অর্গানাইজার কমিটি। ছবি : কালবেলা
রাবিতে সংবাদ সম্মেলন করে কনফারেন্সের অর্গানাইজার কমিটি। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২য় বারের মতো আগামী শুক্রবার (১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলোজি’- শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স-২০২৫।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় বিজ্ঞান অনুষদের ডিন অফিস কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কনফারেন্সের অর্গানাইজার কমিটির সেক্রেটারি, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কনফারেন্সের উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিমা আখতার।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই আন্তর্জাতিক কনফারেন্সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে আগত গবেষকরা তাদের নিজ নিজ গবেষণাকর্ম উপস্থাপন করবেন। কনফারেন্সে মোট ৫০৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে, যার মধ্যে ২২৭টি মৌখিক এবং ২৭২টি পোস্টার পেপার এবং ৫টি কি-নোট স্পিচ উপস্থাপন করা হবে।

এতে কি নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটি অধ্যাপক স্টুয়ার্ড ক্লার্ক, প্রফেসর ইমেরিটাস ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. শাহজাহান খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক প্রফেসর ইমেরিটাস একেএম আজহারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রশিদ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

কনফারেন্সে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পুরস্কার প্রসঙ্গে আয়োজক কমিটির সেক্রেটারি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এই কনফারেন্সে প্রায় চার শতাধিক শিক্ষার্থী তাদের গবেষণাকর্ম উপস্থাপন করবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে আমরা একটি ‘বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ প্রবর্তন করেছি, যেখানে ৯টি ক্যাটাগরিতে ৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে এবং তাদের সার্টিফিকেটও প্রদান করা হবে। এ ছাড়াও, বিদেশি কয়েকজন গবেষকও এই কনফারেন্সে অংশ নেবেন এবং তাদের নিজস্ব গবেষণাকর্ম উপস্থাপন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়নপত্র জমা দিলেন খায়রুল কবির খোকন

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ, বাধা নেই নির্বাচনে

‘তুমি রোকেয়াকে চেনো?’ পাকিস্তানি উপস্থাপিকাকে পলাশ

মানুষ শিল্পী না হলেও তার মধ্যে শিল্পবোধটুকু থাকুক: মোশাররফ করিম

গ্লোব সকার অ্যাওয়ার্ডে কে, কোন পুরস্কার জিতলেন

শীতে বিপর্যস্ত জনজীবন, কর্মহীন হাজারো মানুষ

ফের একসঙ্গে রণবীর-আলিয়া

এনসিপি থেকে আরও এক নেতার পদত্যাগ

অপরাধীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

তাইওয়ান ঘিরে বড় সামরিক মহড়া চীনের

১০

এমন কুয়াশা পরিস্থিতি কতদিন থাকতে পারে জানাল আবহাওয়া অফিস

১১

তদন্ত কমিটি গঠন / বরিশালে চিকিৎসা অবহেলায় বীরপ্রতীকের মৃত্যুর অভিযোগ

১২

পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা বিএনপি নেতার

১৩

পুলিশ নারী ফুটবল দলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন

১৪

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

১৫

প্রধান বিচারপতির অভিভাষণ ৩০ ডিসেম্বর

১৬

চট্টগ্রামের ভাগ্য বরণ করল পিএসএলের মুলতান সুলতানস

১৭

শীতে বিপর্যস্ত পঞ্চগড়ে সূর্যের দেখা নেই ৩ দিন

১৮

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন মাহফুজ আলম

১৯

বিপিএল খেলতে এসে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন পাক অলরাউন্ডার

২০
X