

ব্যাচেলর পয়েন্টের ‘কাবিলা’ থেকে নোয়াখালী এক্সপ্রেসের অ্যাম্বাসাডর অভিনেতা জিয়াউল হক পলাশ যখন বিপিএল মাঠে হাজির, তখন ক্যামেরা আর দর্শকের নজর স্বাভাবিকভাবেই খেলার পাশাপাশি তার দিকেই থাকবে। তবে ম্যাচের উত্তেজনার মাঝেই পাকিস্তানি উপস্থাপিকার এক প্রশ্নে মুহূর্তেই চমকে যান পলাশ।
এবারের বিপিএলের ধারাভাষ্য ও উপস্থাপনায় রাখা হয়েছে বিশেষ চমক। দেশি তারকাদের পাশাপাশি আনা হয়েছে আন্তর্জাতিক মানের বিদেশি উপস্থাপকদেরও। যার ফলে সোশ্যাল মিডিয়ায় এবার ভাইরাল হতে দেখা যায় বেশ কিছু ভিডিও।
তেমনই এক ভাইরাল হওয়া ভিডিও থেকে দেখা যায়, নোয়াখালী ম্যাচের সময় মাঠে ব্যাচেলর পয়েন্ট অভিনেতা জিয়াউল হক পলাশকে মাঠে ডেকে আনেন পাকিস্তানি উপস্থাপক জয়নব আব্বাস। সে সময় পলাশকে নোয়াখালী এক্সপ্রেসের নানা বিষয়ে প্রশ্ন করেন।
কিন্তু সাক্ষাৎকারের এক পর্যায়ে পাকিস্তানি উপস্থাপিকা জয়নব আব্বাস যখন ব্যাচেলর পয়েন্টের রোকেয়ার কথা জিজ্ঞেস করেন তখন বেশ চমকে পলাশ।
তার প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘ওহ মাই গড তুমি রোকেয়াকে চেনো?’ জয়নব আব্বাস বললেন, ‘হ্যাঁ, আমি জানি।’
পলাশ বললেন, ‘ওহ আচ্ছা, রোকেয়া ভালো আছে। সে নোয়াখালীতে আছে। ইভা আমেরিকায় আছে। আর আমি সিলেটে আছি। নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখতেছি।’
মন্তব্য করুন