শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জাবিতে ‘মোহাম্মদ রফিক আবৃত্তি উৎসব’

জাবি ক্যাম্পাস। ফাইল ছবি
জাবি ক্যাম্পাস। ফাইল ছবি

সম্প্রতি প্রয়াত ষাটের দশকের কবিকে শ্রদ্ধা জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি সংগঠন ধ্বনি আয়োজন করেছে ‘মোহাম্মদ রফিক আবৃত্তি উৎসব’। সোমবার (১৮ সেপ্টেম্বর) শুরু হওয়া ৫ দিনের এ আবৃত্তি উৎসব চলবে ২২ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত।

মোহাম্মদ রফিক আবৃত্তি উৎসব শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়ধারী ভাস্কর্য ‘অমর একুশে’র পাদদেশ থেকে। উদ্বোধনী আয়োজনের পর সেখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করবে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গুণীজন সম্মাননা প্রদান করবে ‘ধ্বনি’। এবার গুণীজন সম্মাননা পাবেন প্রখ্যাত কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক, অধ্যাপক আকিমুন রহমান। এর আগে কবি আসাদ চৌধুরী, সাহিত্যিক ও সাংবাদিক বেলাল মোহাম্মদ, আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়ও সম্মাননা পেয়েছেন।

সেলিম আল দীন মুক্তমঞ্চের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধ্বনি ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের প্রাক্তন সভাপতি, কবি শিমুল সালাহ্উদ্দিন। দ্বিতীয় দিনের আয়োজনে রয়েছে ধ্বনির নিজস্ব আবৃত্তি প্রযোজনা ‘তোমার আমার এই যুদ্ধক্ষেত্রে’। এটি নির্দেশনা দিয়েছেন মাহাজাবিন সাওদা জাহান। এদিন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে প্রযোজনার পর একক আবৃত্তি পরিবেশন করবেন মুক্তধারার মাহমুদা আক্তার।

বুধবার (২০ সেপ্টেম্বর) মোহাম্মদ রফিক আবৃত্তি উৎসবে রয়েছে কবি মোহাম্মদ রফিক স্মরণে স্মৃতি পাঠ ও নীরবতা পালন। স্মৃতিচারণ করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক, মোহাম্মদ রফিকের ছাত্র ও সহকর্মী, ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা।

এদিন আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মঞ্জুরুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে একক আবৃত্তি করবেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপিকা ফারজানা করিম। তার আগে মঞ্চস্থ হবে আমন্ত্রিত আবৃত্তি প্রযোজনা, পায়ের আওয়াজ পাওয়া যায়। স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের এ প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন ধ্বনির প্রাক্তন সভাপতি জাকিয়া নূর মিতু। নবীনদের কবিতা পাঠ ও ‘আবৃত্তি ও বাক উৎকর্ষবিষয়ক কর্মশালা’র সনদ বিতরণ ছাড়াও এদিন একক আবৃত্তি পরিবেশন করবেন দুই প্রখ্যাত আবৃত্তিশিল্পী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক মাসুদুজ্জামান এবং ধ্বনির প্রতিষ্ঠাকালীন সদস্য বিপ্লব সাহা।

সেলিম আল দীন মুক্তমঞ্চে এই আয়োজন শুরু হবে সন্ধ্যা ৭টায়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মঞ্চে কোনো আয়োজন নেই। আগামী ২২ সেপ্টেম্বর ধ্বনি পুনর্মিলনীর মধ্য দিয়ে শেষ হবে উৎসব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১০

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১১

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১২

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৩

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৪

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৫

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৬

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৭

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১৮

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

১৯

বেওয়ারিশ কুকুরের প্রতি সামিনের ‘অদ্ভুত’ ভালোবাসা

২০
X