পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাগিংয়ের অভিযোগে পাবিপ্রবির এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার

পাবিপ্রবির লোগো। ছবি : কালবেলা
পাবিপ্রবির লোগো। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে তার কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। যেখানে উপউপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কেএম সালাহ উদ্দীনসহ ছাত্র উপদেষ্টা, সহকারী ছাত্র উপদেষ্টাবৃন্দ, ভারপ্রাপ্ত প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ ও সব বিভাগের সভাপতি উপস্থিত ছিলেন। এতে র‍্যাগিং নিয়ে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, র‍্যাগিংয়ের পুরো ঘটনাটি খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. লোকমান আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গতকালকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিমু রানী তালুকদার নামের এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী র‍্যাগ দিয়েছেন বলে জানা যায়। আজকে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পরিসংখ্যান বিভাগের এক ছাত্রীর নাম উল্লেখ করে একটি অভিযোগ দেন। ওই অভিযোগের ওপর ভিত্তি করে আজকে উপাচার্য কার্যালয়ে এ বিষয়ে জরুরি বৈঠক হয়। এতে অভিযুক্ত ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় তিনি আরও বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটা পুরো খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটিকে পাঁচ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। যদি অভিযুক্ত শিক্ষার্থীসহ আরও কেউ র‍্যাগিংয়ের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে বহিষ্কার আদেশ বহাল থাকবে। প্রমাণ পাওয়া না গেলে ওই শিক্ষার্থীর বহিষ্কার আদেশ স্থগিত করা হবে।

প্রসঙ্গত, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ক্যালিকো কটন মিলের পাশের সব্বেজ টাওয়ার নামক একটি মেসে ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিমু রাণী তালুকদারকে সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত আদব-কায়দা শেখানোর নামে মানসিকভাবে হেনস্তা করার অভিযোগ পাওয়া যায়। একপর্যায়ে ওই ছাত্রী গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বিষয়টি গণমাধ্যমের সামনে আসলে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করল জবি প্রশাসন 

অর্থবছর শেষে কমেছে জিডিপি প্রবৃদ্ধি

মধুমতীতে বিলীন ১৪ ব্যারাক, আরও ৩টি অতিঝুঁকিতে

ভাঙার দুই দিনেও মেরামত হয়নি বেড়িবাঁধ, তলিয়েছে ঘরবাড়ি

শহীদ মীর মুগ্ধের জন্মদিনে ভাই স্নিগ্ধের আবেগঘন পোস্ট

ঢাকায় ১০ লাখ শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা, নিতে পারবে নিবন্ধন ছাড়াও

২৮ বছরের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখলেন ভারতীয় ওপেনার

হামাস-ইসরায়েলের সংলাপকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

‘আইয়া দেখি মা-বাবাকে মাইরা খাটের ওপর বইসা রইছে’

নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক কারাগারে

১০

হামজাদের খেলা দেখতে গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকলেন দর্শক

১১

শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকালে ৭৫ হাজার কেজি সুতা জব্দ

১২

মায়ের লাশ আটকে সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা, ২০ ঘণ্টা পর দাফন

১৩

ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িতে অগ্নিকাণ্ড

১৪

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশে নতুন করে দমন-পীড়ন : এইচআরডব্লিউ

১৫

রাকসু নির্বাচন / ১৬ দফার ইশতেহার দিল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ

১৬

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, তিন দিন পরও হয়নি মামলা

১৭

হঠাৎ খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বিপাকে রোগীরা

১৮

‘মবোক্রেসি আমাদের ব্যর্থতা, সামাল দেওয়া যায়নি’

১৯

‘চন্দন কাঠ’ ভেবে উৎসুক জনতার ভিড়, না বুঝেই চলছে কেনাবেচা

২০
X