পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাগিংয়ের অভিযোগে পাবিপ্রবির এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার

পাবিপ্রবির লোগো। ছবি : কালবেলা
পাবিপ্রবির লোগো। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে তার কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। যেখানে উপউপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কেএম সালাহ উদ্দীনসহ ছাত্র উপদেষ্টা, সহকারী ছাত্র উপদেষ্টাবৃন্দ, ভারপ্রাপ্ত প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ ও সব বিভাগের সভাপতি উপস্থিত ছিলেন। এতে র‍্যাগিং নিয়ে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, র‍্যাগিংয়ের পুরো ঘটনাটি খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. লোকমান আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গতকালকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিমু রানী তালুকদার নামের এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী র‍্যাগ দিয়েছেন বলে জানা যায়। আজকে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পরিসংখ্যান বিভাগের এক ছাত্রীর নাম উল্লেখ করে একটি অভিযোগ দেন। ওই অভিযোগের ওপর ভিত্তি করে আজকে উপাচার্য কার্যালয়ে এ বিষয়ে জরুরি বৈঠক হয়। এতে অভিযুক্ত ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় তিনি আরও বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটা পুরো খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটিকে পাঁচ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। যদি অভিযুক্ত শিক্ষার্থীসহ আরও কেউ র‍্যাগিংয়ের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে বহিষ্কার আদেশ বহাল থাকবে। প্রমাণ পাওয়া না গেলে ওই শিক্ষার্থীর বহিষ্কার আদেশ স্থগিত করা হবে।

প্রসঙ্গত, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ক্যালিকো কটন মিলের পাশের সব্বেজ টাওয়ার নামক একটি মেসে ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিমু রাণী তালুকদারকে সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত আদব-কায়দা শেখানোর নামে মানসিকভাবে হেনস্তা করার অভিযোগ পাওয়া যায়। একপর্যায়ে ওই ছাত্রী গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বিষয়টি গণমাধ্যমের সামনে আসলে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে সিইসির সামনেই হাতাহাতি 

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

সড়ে দাঁড়াল জার্সি স্পন্সর, এশিয়া কাপের আগে বিপাকে ভারত

হেড-গ্রিন-মার্শের ঝোড়ো শতকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১

ডাকসু নির্বাচন: নেশামুক্ত হল গড়ার অঙ্গীকার আবু সাঈদের

সাঈদীর বিরুদ্ধে হাসিনা মিথ্যা সাক্ষী বানিয়েছিল: রিজভী

নিজেই বানিয়ে ফেলুন সানব্রাস্ট মিরর

জুলাই সনদের ব্যাপারে নির্বাচিত সরকারই আইন ও সংবিধান সংশোধন করবে : রিজভী

ফেসবুকে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি : নেতাকর্মীদের যে অনুরোধ করলেন রিজভী

১০

বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান : এ্যানি

১১

নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার অসীম

১২

আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়ল সাইফের ‘গো বিয়ন্ড’

১৩

জুলাই সনদে মতামত দিল আরও ৩ দল 

১৪

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

১৫

পেটের মেদ কমাতে এই ৬টি খাবার বাদ দিন

১৬

কী কী চুক্তি-সমঝোতা স্মারক সই হলো বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে

১৭

শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

১৮

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ চূড়ান্ত, জেনে নিন কবে কখন ম্যাচ

১৯

মুখ খুললেন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী

২০
X