কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জীবন-গল্প নিয়ে ওয়েব সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জীবন-গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’। ছবি : সংগৃহীত
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জীবন-গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’। ছবি : সংগৃহীত

অনলাইনে মুক্তি পেয়েছে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নানা দিক নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’। মূল ধারার বাইরে গিয়ে অপেশাদার নতুন মুখ নিয়ে নির্মিত এ সিরিজটি ইতোমধ্যে দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছে বলে দাবি সংশ্লিষ্টদের। ক্যাম্পাস জীবন নির্ভর এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা জিৎ দে। সিরিজটিতে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত একটি অডিশনের মাধ্যমে সিরিজটির জন্য অভিনয় শিল্পী নির্বাচন করেন সিরিজটির পরিচালক।

কোন স্টার কাস্ট না নিয়ে নতুনদের নিয়ে কাজ করা প্রসঙ্গে পরিচালক জিৎ দে জানিয়েছেন, যেহেতু ক্যাম্পাস লাইফ নিয়ে গল্প; তাই আমি মনে করি একটা সত্যিকারের ভার্সিটি পড়ুয়া ছেলেকে পর্দায় দেখলে দর্শকের মনে যে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে, সেটি কোন স্টার কাস্ট দিয়ে সম্ভব না। আর এইসব অপেশাদার অভিনেতাদের নিয়ে নিজের মতো করে নিরীক্ষা করা যায়, চরিত্রের মনস্তত্ত্বকে সহজে ভাঙ্গা যায়। পর্যাপ্ত অর্থের যোগানের অভাবসহ বেশ কিছু চ্যালেঞ্জ পেরিয়ে ইউটিউবে মুক্তি পেলো সিরিজটি। যেহেতু ভার্সিটি লাইফের গল্প আর অভিনয়শিল্পীও সবাই ভার্সিটির শিক্ষার্থী তাই ‘ক্যাম্পাস রিটার্নস’ সিরিজটির মতো এমন কাজ অবশ্যই বিরল এবং অত্যন্ত নিরীক্ষা সম্পন্ন বলে মনে করেন পরিচালক।

বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে এমন একটি সিরিজ নির্মাণ হওয়া প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেন জানান, আমি খুবই আনন্দিত যে ক্যাম্পাস কেন্দ্রিক একটি প্রোডাকশন তৈরি হয়েছে। এখানে কলা কুশলী, অভিনেতা সবাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের। আমি এই সিরিজের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। একই সাথে আমি মনে করি এই ধরনের কাজ আরও হওয়া উচিত।

‘ক্যাম্পাস রিটার্নস’ সিরিজে ফুটে উঠেছে সমসাময়িক ক্যাম্পাস জীবনের নানা গল্প। সিরিজের গল্প নিয়ে পরিচালক জিৎ দে জানান, ক্যাম্পাসের গল্প মানেই বিশাল ক্যানভাস। তাই গল্পের বুননের স্বার্থে চিত্রনাট্য কিছুটা হাইপার লিংক করা হয়েছে। তবে আমি সময়টাকে ধরতে চেয়েছি। বিশেষ করে সময়ের অস্থিরতা। যে অস্থিরতা প্রতিনিয়ত প্রভাবিত করছে তরুণদের।

সিরিজটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জিৎ দে। সেই সাথে সিনেমাটোগ্রাফি ও সম্পাদনাও করেছেন পরিচালক নিজে। সিরিজটির এক্সেকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করেছেন এম এ লতিফ। অডিশন থেকে আসা যে-সব অভিনয়শিল্পীরা সিরিজটিতে করেছেন তারা হলেন- সোহান, জ্যাম, সাদেক, শোয়েব, শাওন, অন্তি, অতসী, মিতু, লাবণ্য, তাপসী, রাগীব, শান্তা, সুমন, মৃত্যুঞ্জয়, জয়ন্ত, নাজমুল, আদৃতা, কৌশিক, উসেন, প্রিয়, ডাবলু, কুটুম, পিয়াল, রাফি, প্রমুখ।

সিরিজটি ইউটিউবে মুক্তি দেওয়া প্রসঙ্গে পরিচালক জানান, যেহেতু কাজটা মূল ধারার বাইরে গিয়ে সম্পূর্ণ বিকল্প ধারার তাই আমরা চাচ্ছি দর্শকের কাছে পৌঁছানোর ধরনটাও বিকল্প হোক। দর্শক সহজে দেখুক। ‘ফেয়ার ফ্লিক্স’ইউটিউব চ্যানেলে ‘ক্যাম্পাস রিটার্নস’ লিখে সার্চ দিলেই সিরিজটি দেখতে পাবেন দর্শকরা।

প্রসঙ্গত, পরিচালক জিৎ দে এর আগে বিশ্ববিদ্যালয় ছাত্র থাকাকালীন ‘ক্যাম্পাস ক্লাইমাক্স’ নামে একটি মুভি নির্মাণ করেছিলেন। সেই সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন হালের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। সিনেমাটি মুক্তির পর সেই সময় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। কিন্তু মুক্তির মাত্র কয়েক দিনের মাথায় সিনেমাটি করোনা মহামারি ও লকডাউনের কবলে পড়ে। তখন থেমে যায় ছবির দেশ বিদেশে নির্ধারিত সমস্ত প্রচারণা ও প্রদর্শনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলক-আনিসুল-সালমান-কামরুলসহ ৬ জন নতুন মামলায় গ্রেপ্তার 

জেনে নিন বাড়তি আয়ের ৫টি চমৎকার উপায়

সীমানা পুনর্নির্ধারণ: ইসিতে চতুর্থ দিনের শুনানি চলছে

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

আইপিএল থেকে অবসরের ঘোষণা তারকা স্পিনারের

শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর

বিদ্যুতায়িত মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো গেলেন পুলিশের ১৮০ সদস্য

স্কিন ক্যান্সারে আক্রান্ত সাবেক তারকা ক্রিকেটারের আবেগঘন বার্তা

১০

সবুজের আঁচলে পাহাড়ি জীবনের ভরসা জুম চাষ

১১

আর্জেন্টিনাকে যে শাস্তি দিল ফিফা

১২

আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা

১৩

আসছে বাহুবলি: দ্য এপিক

১৪

দীর্ঘ ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস কোনটি, শচীনের উত্তর শুনে অবাক সবাই

১৫

নদীপাড়ের ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব

১৬

ইসরায়েলি ড্রোন হামলায় কেঁপে উঠল দামেস্ক, ৬ সেনা নিহত

১৭

জেনে নিন যে ৫ ভুলে ফ্রিজ বারবার নষ্ট হচ্ছে

১৮

পাশের ঘরে বরকে অপেক্ষায় রেখে নববধূর কাণ্ড

১৯

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

২০
X