শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় (ছেলে) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে হারিয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) এবং (মেয়ে) ওশেনোগ্রাফি বিভাগকে হারিয়ে সমাজ কর্ম বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভলিবল গ্রাউন্ডে আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজয়ী ও পরাজিত সকল ফাইনালিস্ট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা। খেলাধুলার মূল উদ্দেশ চ্যাম্পিয়ন হওয়া নয়। সুস্থ সবল মন ও মানসিকতা এবং শারীরিকভাবে সুস্থ থাকাই খেলাধূলার মৌলিক উদ্দেশ। সকলকে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রেখে প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সৌউদ বিন আম্বিয়া।
উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর হওয়া প্রতিযোগিতায় ছাত্রদের ২৮টি এবং ছাত্রীদের ২১টি দল অংশগ্রহণ করে।
মন্তব্য করুন