জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৪৫ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ
জাবিতে সম্মেলন

কার্বন নিঃসরণ কমাতে অভাবনীয় উদ্ভাবন

জাবিতে ‘কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের নিঃসরণ কমাতে শিফ বেইজ মেটাল কম্পলেক্স-এর ভূমিকা’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত। ছবি : কালবেলা
জাবিতে ‘কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের নিঃসরণ কমাতে শিফ বেইজ মেটাল কম্পলেক্স-এর ভূমিকা’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত। ছবি : কালবেলা

কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের নিঃসরণ কমানো এবং বিষাক্ত এই গ্যাসকে বিকল্প সবুজ জ্বালানি হিসেবে ব্যবহার করার পদ্ধতি উদ্ভাবন করেছেন একদল গবেষক। এ দলে রয়েছেন জার্মানি, আমেরিকা ও বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শিফ-বেইজ মেটাল কমপ্লেক্স পদ্ধতি ব্যবহার করে বিষাক্ত এ গ্যাস নিঃসরণ কমানো সম্ভব বলে দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া গবেষণাগারের সেমিনার কক্ষে আয়োজিত ‘কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের নিঃসরণ কমাতে শিফ বেইজ মেটাল কম্পলেক্স-এর ভূমিকা’ শীর্ষক সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এনামউল্যা ও জার্মানির হেনরিখ হাইন বিশ্ববিদ্যালয়ের ইনঅর্গানিক এন্ড স্ট্রাকচারাল কেমিস্ট্রি ইন্সটিটিউটের অধ্যাপক ড. ক্রিস্টোফ ইয়ানিক যৌথভাবে ৪ বছর ধরে এ গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। জার্মানির হম্বলট ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় রিসার্চ গ্রুপ লিংকেজ প্রোগ্রামের আওতায় এ গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সম্মেলনে ক্রিস্টোফ ইয়ানিক বলেন, ডাইরেক্ট এয়ার ক্যাপচার (ড্যাক) হল একটি প্রযুক্তি, যা বায়ুমণ্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইড অপসারণ করে। এ প্রযুক্তিতে উচ্চ-ক্ষমতাসম্পন্ন পাখা ব্যবহার করে, বায়ু একটি প্রক্রিয়াকরণ সুবিধার মধ্যে টানা হয় যেখানে রাসায়নিক বিক্রিয়ার একটি সিরিজের মাধ্যমে কার্বন-ডাই-অক্সাইড পৃথক করা হয়। তারপর স্থায়ীভাবে ভূগর্ভস্থ জলাধারে সুরক্ষিত ভূতাত্ত্বিক সিকোয়েস্টেশনের মাধ্যমে কার্বন-ডাই-অক্সাইড সংরক্ষণ করা হয়। এ ছাড়া প্রযুক্তিটি নতুন পণ্য যেমন বিল্ডিং উপকরণ এবং কম-কার্বন জ্বালানি তৈরিতে ব্যবহৃত করা যাবে।

সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের গবেষণার ফলাফল হিসেবে মোট ১৩টি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। বিভাগীয় শিক্ষকদের তত্ত্বাবধায়নে তারা এসব গবেষণা কার্যক্রম সম্পন্ন করেন।

রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এনামউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জার্মান দূতাবাসের কালচারাল অ্যাটাসে মি. সিল্ক স্মিয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্করামের বিশ্বরেকর্ড, প্রোটিয়াদের কাছে ধবলধোলাই ভারত

আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ দেখেনি: জোভান

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

সহজ, ঝটপট আর দারুণ মুচমুচে বাঁধাকপির পাকোড়া

কাঠের সেতুই ২০ গ্রামে স্বস্তির হাসি

রাবিতে বহুল প্রত্যাশিত ই-কার সেবা চালু

ব্রাজিল, আর্জেন্টিনা ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিলেন স্থানীয়রা

হোয়াটসঅ্যাপে এলো নতুন ‘নোট’ ফিচার

আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

১০

ব্যক্তিগত চ্যাট ফাঁসের পর বিয়ে স্থগিত, মুখ খুললেন গায়কের মা

১১

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

১৩

লটারির পর একযোগে ৬৪ এসপিকে বদলি

১৪

লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

১৬

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

১৭

দাঁতের জন্য মারাত্মক খারাপ যে ৫ খাবার

১৮

এলিফ্যান্টস ফুট : পাঁচ মিনিট কাছে থাকলেই মৃত্যু

১৯

‘কবর থেকে মানুষ যেমন ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না’

২০
X