চবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর

চবিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে চবিতে কর্মশালা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে চবিতে কর্মশালা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী ‘কো-ক্রিয়েট ২০৭১’ শীর্ষক একটি নীতি সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চবি ক্যারিয়ার ক্লাব, ঢাকাস্থ মার্কিন দূতাবাস, অ্যামেরিকান কর্নার চিটাগাং, অ্যাডুকেশন ইউএসএ-এর সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রেনিউর ল্যাবের উদ্যোগে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে দুই দিনব্যাপী কর্মশালাটি শুরু হয়। রোববার (১৫ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত চলে এ কর্মশালা।

কো-ক্রিয়েট ২০৭১ নীতি সুপারিশ কর্মশালায় চবির মোট ১২০ জন শিক্ষার্থী অংশ নেন। এক্সপার্ট সেশন, প্যানেল আলোচনা, নীতি সুপারিশ কর্মশালা, সচেতনতার জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরির দলগত কাজে অংশ নেয় শিক্ষার্থীরা।

প্রেনিউর ল্যাবের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ নুরুন নকিব অনিমের উপস্থাপনায় কর্মশালায় সভাপতিত্ব করেন চবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. মোস্তাক আল মুজাহিদ জিনিয়াস এবং স্বাগত বক্তব্য রাখেন ক্যারিয়ার ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান নিম্মি।

এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার এবং বিশেষ অতিথি উপউপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

নীতি সুপারিশ কর্মশালার প্রথম দিনে ব্র্যাকের নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস ইউপিজি প্রোগ্রাম ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার পলাশ মাহমুদ ‘পাবলিক পলিসি ইন বাংলাদেশ’বিষয়ক একটি সেশন পরিচালনা করেন এবং নীতি সুপারিশের ওপর একটি দলগত কাজ পরিচালনা করেন।

এ ছাড়াও ডিজিটাল যুগে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য ‘ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন’ শীর্ষক কর্মশালা পরিচালনা করেন প্রেনিউর ল্যাবের কন্টেন্ট ক্রিয়েশন এক্সপার্ট নুরুন নকিব অনিম।

দ্বিতীয় দিনে ‘উদ্ভাবন এবং উদ্যোক্তা’ বিষয়ে কথা বলেন হ্যান্ডিমামার ব্যবস্থাপনা পরিচালক শাহ পরান। এদিন তিনি ‘দি আর্ট অব স্টার্টিং অ্যা স্টার্টআপ’ নিয়ে একটি কর্মশালা পরিচালনা করেন। যেখানে তরুণদের উদ্যোক্তা হয়ে উঠার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

তা ছাড়া ‘হায়ার স্টাডি অপরচুনিটিজ ইন ইউএসএ’-এর ওপর আরেকটি কর্মশালা পরিচালনা করেন অ্যাডুকেশন ইউএসএ-এর অ্যাডভাইজর সাওদা মেহের।

প্রেনিউর ল্যাবের হেড অব অপারেশন্স এম আশরাফুল তানভীর তার বক্তব্যে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের আগামী ৫০ বছরের সম্পর্কের বিকাশ ও উন্নয়নে দেশ দুটির একে অপরের থেকে এখনো অনেক কিছু শেখার রয়েছে।

এ সময় আয়োজকরা দেশের অন্য সব বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিগুলো সম্প্রসারিত করার অভিমত ব্যক্ত করে বলেন, এই কর্মশালা ভবিষ্যতের নীতিনির্ধারকদের, বিশেষ করে তরুণদের সাথে বিশেষজ্ঞদের সংযোগ স্থাপন এবং অর্থপূর্ণ আলোচনায় অংশগ্রহণের সুযোগ প্রদান করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

১০

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১১

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১২

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১৩

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১৪

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১৫

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১৬

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১৭

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১৮

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১৯

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

২০
X